Monday, September 30, 2013

তৈলাক্ত ত্বকের কয়েকটি ফেসপ্যাক


তৈলাক্ত ত্বকের কয়েকটি ফেসপ্যাক


* মশুরের ডাল বাটা + দুধের সর একত্রে ১৫/২০ মিনিট মুখে রেখে প্রথমে হালকা গরম পানি দিয়ে, পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

* ডিমের সাদা অংশ + কয়েক ফোঁটা লেবুর রস একত্র করে ১৫ মিনিট রেখে স্বাভাবিক ঠান্ডা পানি দিয়ে ভালো ভাবে ধুয়ে ফেলুন।

* মশুরের ডালের বেসন + মধু একত্র করে ১৫/২০ মিনিট মুখে রেখে প্রথমে হালকা গরম পানি এবং পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

* অলিভ অয়েল + কাঁচা ডিমের কুসুম + মশুরের ডাল বাটা একত্রে মুখে মেখে ১৫/২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।



Some oily skin phesapyaka


* Masurera pulses rebate + cream together 15/0 in the first minutes of light with warm water, then wash it with cold water.

* + A few drops of lemon juice, egg white is assembled in 15 minutes and wash it thoroughly with cold water.

* Masurera little out of reach of pea-flour + honey together 15/0 in the first minutes of light, hot water, and then wash it with cold water.


* Olive Oil + raw egg yolks together in rebate + masurera pulses mekhe 15/0 minutes of face wash with cold water.

No comments:

Post a Comment