Sunday, September 22, 2013

চুলের যত্নে অলিভ অয়েল



চুলের যত্নে অলিভ অয়েল
--------------------------

ফ্রিজি চুলের সমাধান – একটি চিরুনি অলিভ অয়েলের মধ্যে ডুবিয়ে নিন তারপর ফ্রিজি চুলে আঁচড়ে নিন। এতে চুল ময়েশচার হয়ে ফ্রিজিনেস কেটে যাবে।

হেয়ার কন্ডিশনার – শ্যাম্পু করার পর হাতের তালুতে কয়েক ফোঁটা অলিভ অয়েল নিয়ে ভালো ভাবে দুই হাতে ঘষে ফেলুন। তারপর চুলে কন্ডিশনারের বদলে লাগিয়ে ফেলুন।

ডিপ কন্ডিশন – সপ্তাহে অন্ততপক্ষে একবার হালকা গরম অলিভ অয়েল চুলে ভালো ভাবে ম্যাসাজ করে লাগান। এভাবে ২/৩ ঘণ্টা চুলে তেল লাগিয়ে রেখে শ্যাম্পু করুন। তারপর নিজেই লক্ষ করবেন শাইনি আর স্বাস্থ্যকর চুলের বাহার।

খুশকি থেকে মুক্তি – সমপরিমাণ জলপাই তেল আর বাদামের তেল একসাথে মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগিয়ে ১ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন। এভাবে ৩ সপ্তাহ করলে খুশকি অনেকটা কমে আসবে।

নতুন চুল গজানো – মাথায় অলিভ অয়েল ম্যাসাজ করে গরম পানিতে ডুবানো তোয়ালে দিয়ে মাথা পেঁচিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন তাপমাত্রা যেন সহ্য ক্ষমতার মধ্যে থাকে। তোয়েল ঠাণ্ডা হয়ে গেলে মাইক্রোওয়েভে আবার গরম করে নিন। এভাবে কয়েকবার করুন।

হেয়ার মাস্ক – একটি ডিমের কুসুমের সাথে ২ টেবিল চামচ অলিভ অয়েল, ৫ ফোঁটা লেবুর রস মেশান। চুলে ১৫ মিনিট লাগিয়ে রাখুন তারপর ধুয়ে ফেলুন। আপনার চুল হয়ে উঠবে নরম আর উজ্জ্বল।


আপনাদের উপকার আমাদের সর্ব্বোচ্চ কাম্য । তাই লাইক দিয়ে শেয়ার করে আমাদের আপনাদের উপকার করতে অনুপ্রাণিত করুন ।


Olive Oil Hair yatne
--------------------------

Phriji Hair Solutions - Take a comb dipped in olive oil phriji then scratch your hair . The hair can be cut phrijinesa of mayesacara .

Hair Conditioner - Shampoo few drops of olive oil into the palm of the hand is a good way to remove the rub . Kandisanarera hair and then remove it instead .

Deep condition - at least once a week in hot olive oil hair light is a good way to apply massage . Thus the / 3 hours of hair oil, shampoo use it . It will then saini of healthy hair and Bahar .

Released from dandruff - the equivalent of olive oil mixed together and Nut oil rub rub the hair roots shampoo wait for 1 hour and remove it . This will reduce a lot of dandruff in 3 weeks .

Grow new hair - the olive oil and massage the head with a towel in hot water dubano round will take . Note that the temperature is in the power of resistance . When you're hot you can cool toyela maikrooyebhe . Check the times .

Hair Mask - a table spoon of olive oil with egg yolk , lemon juice Mix 5 drops . Leave it for 15 minutes , then wash hair . Your hair becomes soft and shiny .


The benefits of our highest self . I would like to share with us, please inspires you to do .


No comments:

Post a Comment