Tuesday, September 2, 2014

এগারোটি লক্ষণে বুঝবেন কেউ মিথ্যা কথা বলছে

এগারোটি লক্ষণে বুঝবেন কেউ মিথ্যা কথা বলছে

মানুষের মিথ্যা ধরার ক্ষমতা অনেক শক্তিশালী। কিন্তু এ ব্যাপারে সচেতন না থাকার কারণে মিথ্যা বুঝতে প্রায়ই ব্যর্থ হই আমরা। নতুন এক গবেষণার পর এসব তথ্য জানিয়েছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার হাস স্কুল অব বিজনেস এর ফরেনসিক সাইকোলজিস্ট ড. লেনি টেন ব্রিঙ্ক এবং তার দল।
সৌভাগ্যবশত অন্যের অঙ্গভঙ্গী দেখে আপনি বুঝতে পারবেন যে সে আপনার সঙ্গে মিথ্যা বলছে কিনা। এ কথা জানান এফবিআইয়ের সাবেক বিহেভিরোয়াল অ্যানিলিস্ট এবং বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট ড. লিলিয়ান গ্লাস।
এখানে ১১টি লক্ষণ দেওয়া হলো যা দেখে বুঝতে পারবেন কেউ আপনার সঙ্গে মিথ্যা কথা বলছে কিনা।
১. মাথা দ্রুত নাড়াচাড়া করা
যদি আপনি দেখেন যে, বক্তা আপনার সঙ্গে কথা বলতে বলতে ঘনঘন হঠাৎ করে এলোমেলো নাড়াচ্ছেন তবে বুঝবেন তিনি মিথ্যা বলছেন। সরাসরি কোনো প্রশ্নের জবাবে কেউ মিথ্যা বললে এমনটি ঘটে।
গ্লাস বলেন, এ ক্ষেত্রে মাথা না বোধকভাবে পেছনের দিকে মাথা ঝাঁকায় অথবা দুই পাশে কাত করে দেয়।
২. শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন
রিফ্লেক্স অ্যাকশনের কারণে মিথ্যাবাদী ঘন করে শ্বাস নেয় বলে জানান গ্লাস। শ্বাস-প্রশ্বাসের পরিবর্তনে তাদের কাঁধ ওপরের দিকে উঠে যায় এবং কণ্ঠ হালকা হয়ে আসে। হৃদস্পন্দন এবং রক্তচাপের পরিবর্তনের কারণে তাদের অক্সিজিনের অভাব ঘটে। এ ধরনের পরিবর্তন দেহে ঘটে যখন দুশ্চিন্তা বা স্নায়বিক চাপ থাকে।
৩. অস্বাভাবিকভাবে স্থির দাঁড়িয়ে থাকার চেষ্টা
স্নায়বিক চাপে মানুষ উসখুস করে এটা ঠিক। তবে এটাও ঠিক যে তারা একদম নড়াচড়া করতে চান না।
গ্লাস বলেন, এটা সহজাত নিউরোলজিক্যাল সংগ্রামের চিহ্ন। যখন কেউ আপনার সঙ্গে বন্ধুসুলভ মানসিকতা নিয়ে সহজ আচরণ করবে, তখন তার মধ্যে দেহের নড়াচড়া সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। কিন্তু কথা বলার সময় অতিমাত্রায় স্থির থাকার প্রবণতা স্বাভাবিক আচরণের প্রকাশ নয়।
৪. একই শব্দ বা বাক্যাংশ বারবার বলা
এটা হয় কারণ মিথ্যাবাদী আপনাকে বোঝানোর চেষ্টা করছেন। এর আরেকটি কারণ হলো, সন্তোষজনক জবাব খুঁজতে তারা শব্দ বা বাক্য খুঁজে পায় না। এ কারণে একই শব্দ বা বাক্যাংশ ক্রমাগত বারবার বলেত থাকেন মিথ্যাবাদী।
৫. অতিরিক্ত তথ্য প্রদান করা
যখন কেউ আপনাকে অতিমাত্রায় অপ্রয়োজনীয় তথ্য প্রদানের চেষ্টা করে, তবে তার মিথ্যা বলার বড় সম্ভাবনা রয়েছে। গ্লাসের মতে, তারা খুব দ্রুত আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে, সে যা বলছে তার সব সত্যি। আর এ কারণেই অতিরিক্ত তথ্য দেওয়ার চেষ্টা করেন।
৬. মুখ বা ঠোঁটে হাত দেওয়া
গ্লাস বলেন, মিথ্যা কথা বলার সময় কেউ তার হাত মুখে রেখে কথা বলার চেষ্টা করেন। এর অর্থ কিছু কথা তিনি বলতে চাচ্ছেন না অথবা লুকোতা চাচ্ছেন। ঠোঁটে হাত রাখার অর্থ তিনি কথা-বার্তা বন্ধ করতে চান।
৭. অবচেতনভাবে দেহের অরক্ষিত অংশ ঢাকার চেষ্টা
দেহের বিভিন্ন অংশ যেসব স্থানে আঘাত করা যায়, একজন মিথ্যাবাদী অবচেতনভাবে সে সব অংশ ঢাকার চেষ্টা করেন। যেমন- গলা, মাথা বা বুক ইত্যাদি। এই সকল স্থানে অকারণে হাত রাখা হাত নাড়াচাড়া করা ইত্যাদি আচরণ প্রকাশ পায়।
৮. পা নাড়ানো
মিথ্যা বলার সময় মানুষ পা নাড়ায় অতিমাত্রায়। এতে তার অস্বস্তি বা স্নায়বিক চাপের প্রকাশ ঘটে। এর আরেকটি অর্থ মিথ্যাবাদী এখনই এই স্থান থেকে সরে পড়তে চান।
৯. কথা বলা কঠিন হয়ে পড়ে
যেকোনো মিথ্যাবাদীর জন্য ক্রমাগত কথা বলা কঠিন হয়ে পড়ে। এর কারণ হলো মিথ্যা বলার স্নায়বিক চাপে তাদের স্যালিভারি গ্রন্থি থেকে হরমোন প্রবাহের মাত্রা কমতে থাকে। এতে মুখের মিউকন মেমব্রেন শুকনো হতে থাকে। ফলে তার কথা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। এর লক্ষণ প্রকাশ পায় বারবার ঠোঁটে কামড় বা ঠোঁট চাটা ইত্যাদি।
১০. চোখের পাতা না ফেলে তাকিয়ে থাকা
যখন মানুষ মিথ্যা বলে তখন স্বাভাবিকভাবে তারা চোখে চোখ রাখতে চায় না। তবে চতুর মিথ্যাবাদী আপনার চোখে চোখ রাখার চেষ্টা করবে। এ ক্ষেত্রে চোখে চোখ রেখে মানুষ সাধারণত তা চোখের পাতা স্বাভাবিকমাত্রায় বন্ধ হবে আবার খুলবে। কিন্তু মিথ্যাবাদী বেশি সময় ধরে একদৃষ্টে তাকিয়ে থাকার চেষ্টা করবে। অতি সাবধানতা অবলম্বন করতে গিয়ে মিথ্যাবাদী শীতলভাবে একপলকে তাকিয়ে থেকে আপনাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে।
১১. উত্তেজিত হয়ে অতিরিক্ত যুক্তি তুলে ধরা
অনেক মিথ্যাবাদী ধরা খেয়ে গেলে তার স্বাভাবিক আচরণ ধরে রাখতে পারেন না। ফলে উত্তেজিত হয়ে পড়েন এবং তার মিথ্যাকে সত্য করতে প্রচুর পরিমাণে যুক্তি-তর্ক উত্থাপনের চেষ্টা করেন। তা করতে গিয়ে প্রায় সময়ই মেজাজ হারিয়ে ফেলেন। এ সময় তার আচরণে ভয়ঙ্কর কিছুও ফুটে উঠতে পারে। 
সূত্র : বিজনেস ইনসাইডার


Eleven SYMPTOMS understand someone told a lie
Stronger than the power of promoting lies . But due to lack of awareness of the false understanding that we often fail . After one of these , according to new research in the School of Business of the University of California forensic psychiatrist Dr. smaller . Lenny and his team of ten brinka .
Fortunately, you can see other people's gestures realizes that he is telling you a lie . Said the former bihebhiroyala ayanilista and Body Language Expert Dr. ephabiaiyera . Lilian Glass .
Here are 11 signs that you can see from talking with someone is lying .
1 . Head quickly to shifting
If you see that frequent speaker to talk with you , but understand that he managed to shuffle suddenly lying . Asked directly caused by someone lied .
Glass said , at the head or side of bodhakabhabe jhamkaya tilting the head backwards and down.
The. Breathing - Change
Reflex action of breathing due to lying on the glass cube . Breathing - up at the top of their shoulders , and the voices of change come to light . Heart rate and blood pressure changes occur due to their lack of aksijinera . Neurological changes in anxiety or stress occurs when the body .
3 . Abnormal trying to stay standing
Fix it by pressuring people become restless and nervous . But it 's just that they do not want to move far .
Glass said , it's an inherent conflict of neurological signs. With the mindset of someone who is friendly with the simple act of your will , then the body will move easier and cozy . Having the time to speak strongly , but the trend is not normal behavior .
4 . Called repeatedly on the same words or phrases
Trying to convince you it's because they 're liars . Another reason is to find satisfactory answers , they will not find the word or sentence . At the same words or phrases that are constantly lying to say repeatedly .
5 . Additional information will be provided
When someone tries to provide a highly redundant data , but there is a great chance to tell his lies . According glass , will try to convince you that they are very fast , and he says its all true . That's why we have tried to provide the additional information .
6 . Let 's face or lips and hands
Glass said , lying in the face of one of his hands and tried to speak . He does not want to say anything mean or want lukota . He is perfectly mean to keep on hand - the message you want to stop .
7 . Unconsciously vulnerable part of the body to prevent
In different parts of the body which can be hurt , he's a liar unconsciously try to cover all the parts . - Such as the neck , head or chest , etc. . Put in place hand in hand to be handled unnecessarily, etc. All of these behaviors may be revealed .
8 . Foot movement
Strongly when people lie to naraya legs . It occurs to her discomfort or nervous strain . Another means of liars now want to move away from this place .
9 . Becomes difficult to speak
Constantly talking is difficult for any storyteller . Because of pressure from the nervous telling lies flow of hormones from glands decrease their syalibhari . The face tends to be dry miukana membrane . This becomes difficult to continue talking to her . Symptoms of a bite or lips lick lips repeatedly, and so on.
10 . Do not look behind the eyelids
Normally when people lie when they do not want to see eye to eye . However clever liars will try to keep your eye sight . Usually it is in the eye of the man in the eyes and eyelids will close স্বাভাবিকমাত্রায় open again . But over the liar will try to stop staring . Gotta be careful when trying to adapt to you from the liars will look ekapalake coldly .
11 . Additional arguments to uphold excited

When you taste a liar can not hold its usual behavior . This became excited and plenty of reasons to lie to the truth - to raise the question . In so doing, the mood is almost always lost . At the time of his behavior could appear something horrible . 
Source : Business Insider

No comments:

Post a Comment