Monday, September 15, 2014

পুরুষদের যেসব বৈশিষ্ট্য পছন্দ করে ললনারা!

পুরুষদের যেসব বৈশিষ্ট্য পছন্দ করে ললনারা!
শুধু যে পুরুষের চেহারা মেয়েদের আকৃষ্ট করে এমনটি আসলে না। পুরুষের আরও কিছু বৈশিষ্ট্য মেয়েরা দারুণ পছন্দ করে। দৈহিক সৌন্দর্য বা আকর্ষণীয় ব্যক্তিত্বের পাশপাশি মেয়েরা আরও কিছু ব্যাপার খেয়াল করে।

রুচিশীল স্টাইল
দামি নয়, রুচিশীল পোশাক পরেন এমন পুরুষদের প্রতি আকৃষ্ট থাকেন নারীরা। ফুটপাথ থেকেও একটি পোশাক কিনলে তাতে থাকবে স্টাইলের ছোঁয়া। স্টাইল প্রদর্শনের জন্য এমন পোশাক পরবেন না যাতে আপনাকে হাস্যকর ও বিদঘুটে দেখা যায়।
দায়িত্বশীল
পুরুষের মাঝে দায়িত্বশীলতা এবং তাদের ওপর নির্ভর করার বিষয়টি মেয়েদের দারুণ ভালো লাগে। একজন পুরুষকে আদর্শ লালনকারী হিসেবে দেখতে চান নারীরা। তারা শুধু সঙ্গিনীর নয়, নিজের বিষয়েও সচেতনতার লক্ষণ থাকতে হবে। অর্থাৎ, তার চুল পরিপাটি, পরিষ্কার নখ, দুর্গন্ধহীন মুজা আর ঘামের গন্ধহীন পোশাক পরবেন।

সেন্স অব হিউমার
মেয়েদের কাছে পুরুষের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটি হলো তার নিখুঁত সেন্স অব হিউমার। যার সঙ্গে সময় কাটাতে গেলে মেয়েদের চেহারা হাসিতে উদ্ভাসিত হয়ে থাকে, তার সঙ্গে আজীবন কাটাতে চান তারা। সেন্স অব হিউমার এমনিতেই মারাত্মক একটি গুণ। নারীরা এমন কোনো পুরুষের সঙ্গ পেতে চান না যার সংস্পর্শে বিষণ্নতায় ছেয়ে যায় মন। তবে সেন্স অব হিউমার আক্ষরিক অর্থেই ইতিবাচক হতে হবে। অন্যকে খাটো করে কৌতুক করা নয়।

খেয়াল রাখা
মেয়েরা এমন পুরুষ চান যিনি সব সময় সঙ্গিনীর খেয়াল রাখবেন এবং ভালোবাসবেন। সামান্য কাজেও তার প্রকাশ ঘটতে পারে। যেমন- হাত ধরে রাস্তা দিয়ে হাঁটছেন, একসঙ্গে সূর্যাস্ত দেখছেন বা বিশেষ মুহূর্তে জড়িয়ে ধরে স্বান্তনা দিচ্ছেন ইত্যাদি। মেয়েদের প্রতি সম্মান ও খেয়াল রাখা পুরুষরা তাদের স্বপ্নের পুরুষ হয়ে থাকেন।

আকৃষ্টকর হাসি
যে সব পুরুষ সেক্সি হাসি হাসতে পারেন তাদের প্রতি ব্যপক আকর্ষিত হন নারীরা। পুরুষের এই হাসি আর চোখের ঝিলিক ছড়িয়ে যায় নারীর অন্তঃস্থলে। আন্তরিক হাসি তো রয়েছেই, কিন্তু সেক্সি হাসির প্রতি বিশেষভাবে আকৃষ্ট মেয়েরা।

নম্র 
বন্ধুসুলভ-কঠোর এবং নম্র-ভদ্র স্বভাবের মিশেল যে ছেলেদের মধ্যে রয়েছে, তারা মেয়েদের চোখের মণি। তা ছাড়া নম্রতার গভীরতা দিয়ে কোনো মেয়ের অস্থিরতাকেও যারা স্থির করে দিতে পারেন, তারদের বুকেই নিশ্চিন্তে মাথা রাখতে চান মেয়েরা। জীবনের প্রতিটি ঘটনা, দুর্ঘটনা, হাসি আর কষ্টে পুরুষের ব্যক্তিত্বের এই বৈশিষ্ট্যটি শান্তি বিলিয়েছে মেয়েদের।

Lalanara men prefer the features! 
Just the fact that men do not look so attractive to girls. Some features are also great men like girls. In addition to physical beauty or interesting personality of the girls noticed a few more things. 

Elegant style 
Not expensive, women are attracted to men who wear elegant clothing. Will buy a dress style that touches the sidewalk. Do not wear any clothing style display so you are ridiculous and grotesque. 
Responsible 
Responsibility between men and women really like the fact that they depend on. Women want a man to see as ideal lalanakari. They are not just a mate, one will be aware of the signs. That is, her hair tidy, clean nails, and sweat is odorless muja wear the clothes stink. 

Sense Of Humour 
One of the most interesting men to women in his perfect sense of humor about it. When you spend time with the appearance of the girls are exposed to laughter, they want to spend her life with. A Sense Of Humour enough times fatal. Women do not want to get in contact with a man who is full of depressed mind. Literal sense of the humor will be positive. The other trick is shorter. 

Keep in mind 
Girls who want a male partner all the time and love note. May reveal little task. For example, walking down the street, holding hands, watching the sunset together or hold the special moment is like comfort. Concern and respect for women and men are men of their dreams. 

Akrstakara smiles 
That all men are attracted to a large women in their sexy smiles and laughing. Laughter filled the eyes of men and women in the core. It also sincere smile, but are particularly attracted to sexy girls laugh. 

Humble 
Michelle strict and bland-behaved nature-friendly in the boys, the girls pupils. With the depth of humility without the upheaval of a girl who can not decide, you want to go safely bukei girls legs. In each event of life, accident, smiles and personality of men suffer this feature girls biliyeche peace. 

No comments:

Post a Comment