Saturday, September 6, 2014

জেনে নিন যে কাজগুলো সবার সামনে নষ্ট করে দেয় আপনার ব্যক্তিত্ব !

জেনে নিন যে কাজগুলো সবার সামনে নষ্ট করে দেয় আপনার ব্যক্তিত্ব !

ডেস্ক : সুন্দর ব্যক্তিত্ব বিষয়টি অবশ্যই অনেক চর্চা করে অর্জন করতে হয়। একটা মানুষের ব্যবহার বা আচরণেই তার ব্যক্তিত্ব প্রকাশ পায়। আর সুন্দর ব্যক্তিত্বের একজন মানুষের সবার সামনেই খুব কদর। হয়তো আপনি খুব পরিপাটি ও শিক্ষিত মানুষ, কিন্তু তারপরেও এমন কিছু কাজ না বুঝেই করছেন যেগুলো সকলের চোখে আপনাকে খাটো করে দিচ্ছেন। অনেক চেষ্টা করেও নিজেকে আকর্ষণীয় মানুষ হিসাবে উপস্থাপন করতে পারছেন না? জেনে নিন এমন ৭ টি বদ অভ্যাস যা আপনার ব্যক্তিত্বকে অন্যের কাছে খাটো করছে প্রতিনিয়ত।
১. মোবাইলে উচ্চস্বরে কথা বলা :
আপনি যদি কোনো পাবলিক স্থানে, বাসে বা অফিসে উচ্চস্বরে ফোনে কথা বলেন তাহলে আপনার ব্যক্তিত্বকে একমুহূর্তেই নষ্ট করে দেয়। পাশের মানুষটি আপনার প্রতি বেশ বিরক্ত হয়ে পড়বেন। তাছাড়া আপনার এই ধরনের আচরণ আপনার প্রতি এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি করে।
২. দাঁত খোঁচানো :
অনেকেই আছেন যারা সবার সামনেই মুখের আকৃতি বিকৃত করে দাঁত খোঁচানো শুরু করে দেন। এরা এমন অবস্থাতে অন্যের বিরক্তি তৈরি করে ফেলেন। ভদ্র আচরণই একটি মানুষের ব্যক্তিত্বকে প্রকাশ করে। সবার সামনে এভাবে দাঁত খোঁচালেও আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যেতে পারে।
৩. অতিরিক্ত কথা বলা :
অতিরিক্ত কথা বলা এক ধরনের জটিল রোগ। যাদের এই রোগটি আছে তারা যে প্রতিটি মানুষের কাছে কতটা বিরক্তিকর তা বলে বোঝানো সম্ভব না। বিনা প্রয়োজনে অতিরিক্ত কথা বললেও আপনার ব্যক্তিত্ব সম্পর্কে একটি নেতিবাচক ধারণা তৈরি করে ফেলে শ্রোতা বন্ধুরা।
৪. পাশের মানুষের সাথে বাজে ব্যবহার :
কথায় আছে ব্যবহারে বংশের পরিচয়। ব্যবহার দিয়েই জানা যায় একজনের পরিবারের আচরণ আর শিক্ষানীতি। তাই আপনি যদি পাশের মানুষটির সাথে বাজে ধরনের ব্যবহার করেন তাহলেও আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। অনেক জটিল অবস্থাই ভদ্রভাবে পার করা সম্ভব। তাই ব্যক্তিত্ব কজায় রাখতে চাইলে পাশের মানুষটির সাথে ভালো ব্যবহার করুন।
৫. রাস্তাঘাটে কাউকে টিজ করা :
এমনটা প্রতিদিনই অহরহ ঘটছে। রাস্তাঘাটে কিছু কুরুচিপূর্ণ মানুষগুলো প্রতিনিয়তই কাউকে না কাউকে টিজ করছে। অনেকে খুব শালীনভাবেও টিজ করে থাকেন। তাই আপনিও যদি সেই দলের হন তাহলে ভেবে দেখুন এই বিষয়গুলো আপনার ব্যক্তিত্বকে কিভাবে তাড়া করছে।
৬. কুৎসা রটানো :
কুৎসা রটাতে অনেকেই বেশ পছন্দ করেন। একজনের নামে আরেকজনকে কোনো কিছু বলতে বেশ মজা পেয়ে থাকেন। এই বদ অভ্যাসটিও আপনার আপনার ব্যক্তিত্বকে নষ্ট করে দিচ্ছে। আপনার সম্পর্কে খারাপ ধারণা তৈরি করছে। আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে।
৭. অতিরিক্ত প্রশংসা করা :
এই অতিরিক্ত প্রশংসা করাকে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি তেল দেয়া। এমন অনেকেই আছেন যারা নিজের কার্য সিদ্ধির জন্য বিশেষ জনকে তেল দিয়ে থাকেন অর্থাৎ অতিরিক্ত প্রশংসা করে থাকেন। এমনকি এরা নিজের স্বার্থের জন্য অনেক নিচেও নেমে থাকেন। এই বদ অভ্যাসটিও আপনার ব্যক্তিত্বকে প্রতিনিয়ত নষ্ট করে দিচ্ছে। আপনার মনুষ্যত্ব নষ্ট করছে।

Find out if your personality affects the tasks in front of everyone! 
Desk: nice personality, a lot of the course is to develop the study. Appreciate a man or expresses his personality. Very nice personality and reputation of a man openly. Maybe you are very tidy and educated people, but all eyes are still doing some of the work, noting that you are shorter. We tried our best to present himself not as attractive people? Find out the 7 bad habits to your personality to others with shorter time. 

1. Cackle phone: 
If you are in any public place, on the bus or in the office talking on the phone said loudly ekamuhurtei destroys your personality. The man next to you are to become quite irritated. Moreover, every one of you in this type of behavior creates a negative impression. 

II. Teeth pricking: 
Distort the shape of the mouth and teeth are lots of people who openly show started pricking. They say that in such circumstances the annoyance of others. Polite behavior reveals the personality of a man. The front of the teeth may be khomcaleo lose your personality. 
3. Excessive talking: 
Complex disorders of excessive talking. Who have the disease, they can not say that it is not annoying to the extent of each man. Without the need to talk further about your personality into a negative impression of the Friends of the audience. 
4. O'clock with the use of: 
Introducing the use of words Dynasty. According to the behavior of a person with the use of family education. So if you use the side of your personality with people kind of punk is lost. Many complex condition that can be gently. So if you want to keep the people like to use kajaya personality. 
5. One road tees: 
It's happening every day everyday. Some of the people in the streets, bad taste is pratiniyatai someone tees. Many people are very salinabhabeo tees. So if you think this matters if the team is to chase your personality. 
6. Gossip float: 
Many spread gossip quite like. 're Getting quite a fun name to say something to another person. If you lose your personality is this bad abhyasatio. You are about to make a bad impression. You are losing faith. 
7. Additional appreciated: 
We do it to appreciate this extra oil to regional languages​​. Many of his works are perfect, especially for those who are the ones with oil are more appreciated. They're down a lot, even for his own interests. Dispose of your personality is constantly abhyasatio this bad. Your humanity is lost.

No comments:

Post a Comment