Saturday, June 7, 2014

একদিন সূর্যেরও মৃত্যু হবে

একদিন সূর্যেরও মৃত্যু হবে

ছায়াপথের ২০ হাজার কোটি তারকার মধ্যে সূর্য হল একটি মাঝারি ধরনের তারকা। সূর্যকে ঘিরে গড়ে উঠেছে সৌরজগত।

 
সৌরজগতের প্রাণকেন্দ্র সূর্যের প্রভাব বলয় বিশাল। বিশাল ছায়াপথে রয়েছে কয়েকটি আপন বাহু। তেমনি একটি বাহুতে আমাদের এই সৌরজগতের অবস্থান।

সূর্য হচ্ছে আকাশের বুকে এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। বিশাল এর আয়তন। সূর্যের রয়েছে বিশাল শক্তি। বিশাল গতি। সূর্য সবসময় ছড়িয়ে চলেছে তীব্র তাপ। সূর্যের এই তাপের কারণেই পৃথিবীর সবকিছু এমন সতেজ আর সজীব। সূর্য ছাড়া এই সৌরজগত হয়ে যাবে এক ঘন অন্ধকারের প্রাণহীন জগত।

 জ্বলন্ত সূর্যের সামনের ভাগ থেকে এক ধরনের জ্বালানি গ্যাস বের হচ্ছে প্রতি সেকেন্ডে ৬০ হাজার মাইল বেগে। আবার সেই গ্যাস ফিরিয়ে দিচ্ছে সূর্যের দিকে। যদি এই গ্যাস পৃথিবীর মাটিতে এসে পড়ত তাহলে পুরো পৃথিবী সেই তাপে জ্বলেপুড়ে ছাড়কার হয়ে যেত।

সূর্য সবসময় ছায়াপথের কেন্দ্রকে প্রদক্ষিণ করে চলেছে। তেমনি আবার নিজেও নিজ কক্ষে ঘুরছে লাটিমের মতো। প্রতি সেকেন্ড ২০৫ কিলোমিটার বেগে ধাবিত হচ্ছে।

মহাশূন্যের ঘন অন্ধকারের মাঝে এক সময় দেখা দিল সুবিশাল মেঘ। ধূলা আর গ্যাসের তৈরি মেঘ। এই মেঘ সমতল চাকার মতো গোল আকার ধারণ করে ঘুরতে শুরু করেছিল। প্রচণ্ড গতিতে ঘুরছিল। এই বিশাল মেঘের নাম হচ্ছে নেবুলা। নেবুলার বেশিরভাগ গ্যাসই ছিল হাইড্রোজেন।

হাজার হাজার কোটি বছর ধরে এভাবে ঘুরতে ঘুরতে নেবুলা তার আকার বদলে ফেলেছিল। প্রচণ্ড বেগে ঘুরতে থাকা নেবুলা গ্যাস ও ধূলিকে ঠেলে দিচ্ছিল কেন্দ্রের দিকে। একটা প্রচণ্ড শক্তি যেন ধূলি ও গ্যাসকে একত্রে কেন্দ্রের দিকে টানছিল। এই শক্তির নাম হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি।

 অবিরাম ঘুরতে থাকা নেবুলার মাধ্যাকর্ষণ শক্তি। বিশাল পিণ্ডকে আকর্ষণ করে জমাট করছিল। আর সেটা বলের মতো আকার নিচ্ছিল। আর এভাবে জন্ম নিচ্ছিল একটি নক্ষত্র। নতুন এই নক্ষত্রটি ক্রমশ বিশাল আকার ধারণ করল। এর কেন্দ্রে প্রচণ্ডভাবে উত্তপ্ত হল গ্যাস। এভাবেই সূর্যের জন্ম।

গ্যাসের সমন্বয়ে গঠিত সূর্য। সূর্যের কেন্দ্রের উপর রয়েছে গ্যাসের ৪টি স্তর। সবচাইতে ভেতরের স্তরের নাম হচ্ছে আলোকময় বহিরাবরণ। সূর্যের দিকে সরাসরি তাকালে দেখতে পাওয়া যায় এই স্তরটিকে। সূর্যের উজ্জ্বল পিঠে কিছু কালচে দাগ চোখে পড়ে।

এর তৃতীয় স্তরের নাম রঙিন গোলক। এটি ৯ হাজার মাইল ঘন।

বিজ্ঞানীরা বলছেন, এক সময় সূর্যের জ্বালানি শেষ হয়ে আসবে। আর সেটা হবে সূর্যের অন্তিমকাল। এক সময় তার গতিবেগ আর থাকবে না। তার শক্তি উৎপাদন করার ক্ষমতা নিঃশেষ হয়ে যাবে।

One Time Sun may death

0 of galaxies billions of stars, the sun is a medium star. Solar system is built around the sun .

    
Center of the solar system sun sphere of influence is huge . There are several huge galaxy of his arm. Ensure our position as an arm .

The sun in the sky, a burning fireplace . The area is huge . The huge power of the sun . Huge speed . The intense heat of the sun is always going to spread . Because of the heat of the sun, earth, fresh and spirited. Without the sun, the solar system would be a lifeless world of dense darkness .

 Sharing the sun in front of the 60 thousand miles per second speed of the fuel gas . The gas is turned back toward the sun . If you read all of this gas in the ground, the whole world would be charakara jbalepure the heat .

The sun is always orbit the galaxy center . Again , just like a top spinning himself in his cell . Is 05 kilometers per second rush .

And there was a thick darkness in a vast cloud of space -time . Create a cloud of dust and gas . This cloud forms around the round flat tires started . Terrific speed driving . The name of this huge nebula clouds . Nebulara had enough gas mostly hydrogen .

Thousands of billions of years orbiting around this nebula had changed its size . Stay strong outing was a fierce wind nebula of gas and dhulike centers . Dust and gas together with a fierce energy that kept dragging toward the center . This is the name of the force of gravity .

 Nebulara remain constant gravitational force around . Attract huge pindake were frozen . And they were the size of the ball . And thus were born a star . The new stars who loom so large . Press the center of the gas is heated . Thus the birth of the sun .

Gas comprising sun. There are 4 levels of gas on the sun's center . The name of the inner layer of the photosphere . Looking directly at the Sun can be found in this level. Some blackish spots seen the sun shine back .

The name of the third level of the color sphere . This 9 thousand miles thick .

Scientists say the sun 's energy will come to an end . And that will be the death of the sun . One of his speed and do not have time . To its energy production capacity will be depleted 

No comments:

Post a Comment