Saturday, June 28, 2014

লাইফ পার্টনার হিসেবে আসল মানুষটিকে চিনে নিন ৭টি লক্ষণে

লাইফ পার্টনার হিসেবে আসল মানুষটিকে চিনে নিন ৭টি লক্ষণে 
ভালোবাসার সম্পর্কে যদি জড়িয়ে থাকেন এবং তা যদি দিন দিন সিরিয়াস হতে থাকে, তবে সঙ্গী বা সঙ্গিনীকে জীবনের সঙ্গে জুড়ে নেওয়ার আগে আপনাকে নিশ্চিত কিছু লক্ষণ উপলব্ধি করতে হবে। এতে বোঝা যাবে তিনিই সেই মানুষ যাকে আপনি খুঁজছেন। কারণ এ সময় প্রেমপূর্ণ বুদ্বুদের মাঝে অনেক বাস্তবিক চিন্তাধারা কাজ করে না। তাই একই ছাদের নিচে যাওয়ার আগে অন্তত সাতটি বিষয় থেকে বুঝে নেওয়ার চেষ্টা করুন আপনার ভুল হচ্ছে না।
১. কথোপকথন : সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে আপনার কথোপকথন খেয়াল করুন। তিনি আপনাদের ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে কিছু বলেন নাকি তা জানতে হবে আপনার। কথা-বার্তায় যাই থাকুক, আপনাদের ভবিষ্যতের বিষয়ে আলাপ-আলোচনা থাকতে হবে।
২. সামঞ্জস্যতা : এটা প্রাকৃতিক বিষয় যে, নর-নারী পরস্পরের প্রতি আকর্ষিত হবে। তবে এ ক্ষেত্রে সবার মানসিকতা একরকম থাকে না। এর অর্থ এই নয় যে সম্পর্কের ভিত্তি নেই। আসলে দুজনের মধ্যে সামঞ্জস্যতা থাকতে হবে। একের অভাবকে অন্যজন পরিপূর্ণ করে তুলবেন এবং দুজনকেই ইচ্ছুক হতে হবে এই বিষয়ে।
৩. দুজনের পথ : দুজনের চলার পথ ভিন্ন হতে পারে। আপনি যদি পেশাগত কাজে দুনিয়া চষে বেড়াতে পছন্দ করেন আর আপনার সঙ্গিনী যদি বাচ্চা নিয়ে সারাদিন ব্যস্ত থাকতে পছন্দ করেন তবে মানিয়ে নিতে হবে। বর্তমানের ওপর ভিত্তি করে বলা যায় না যে পাঁচ বছর পর কারো চলার পথ বদলে যাবে না। তবে সবার সৎ থাকা উচিত যার যার পথে।
৪. ব্যক্তিগত এবং সামাজিক : খেয়াল করবেন সঙ্গী বা সঙ্গিনী আপনাকে নিয়ে ব্যক্তিগত ও সামাজিক জীবনে কীভাবে নিজেকে উপস্থাপন করছেন। যদি দেখেন সমাজের সামনে আপনাকে নিয়ে তিনি লজ্জাবোধ করছেন, তবে জানতে হবে তার কিছু লুকানোর আছে কি না।
৫. বিশ্বাস : সম্পর্কের ক্ষেত্রে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বাসের ক্ষেত্রে সৎ না থাকলে এ সম্পর্কের ভবিষ্যত নেই। আপনার কোনো আচরণে যদি বিশ্বাসযোগ্যতার ঘাটতি ধরা পড়ে তবে তা নিয়ে আলোচনা করে ঠিক করে নিন। এ ক্ষেত্রে নিজের ইনট্যুশনের ওপর নির্ভর করাটাও জরুরি।
৬. আবেগ হারিয়ে যায় : সময়ের সঙ্গে আবেগ হারিয়ে যাবে। আর দিনের পর দিন এভাবে আবেগ হারিয়ে যেতে থাকলে জীবন হয়ে উঠবে বিষাদময়। তাই এমন মানুষকে বেছে নিতে হবে যার সঙ্গ আপনার জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ, যাকে ছাড়া আপনার একট মুহূর্তও ভালো লাগে না সেই হতে পারে আপনার সঠিক মানুষটি।
৭. যোগাযোগ : নিজে কী চান বা ভবিষ্যতের লক্ষ্য কী সে বিষয়ে পার্টনারের সঙ্গে যোগাযোগ থাকতে হবে। এর অভাবে আপনাদের মধ্যে বিশ্বাসের অভাব দেখা দিতে পারে। আর বিশ্বাসের অভাব থাকলেই বিপদ। তাই যেকোনো বিষয়ে পার্টনারের সঙ্গে আলোচনা করে লক্ষ্যস্থির করে নিন।
সূত্র : ইন্টারনেট

Life partners recognize the real person 7 SYMPTOMS 
If you're involved in the day-the day of love and it is to be serious, but throughout the life partner or sanginike before you can realize for certain signs. He seemed to be looking for the people whom you are. Actually a lot of loving thoughts during the bubble does not work sometimes. Before going under the same roof, so at least try to understand the seven topics are not your mistakes. 
1. Conversation: Please note that your conversation partner or with. Do you know whether he said anything to you about future plans. Lyrics - camel Whatever you talk about the future - will be discussed. 
The. Compatibility: It's a natural thing that men - and women will be attracted to each other. But somehow this does not have the mentality of everyone. This does not mean that the relationship is based. Compatibility between the two will actually have. Complete lack of one another, and both must be willing to fail in this regard. 
3. Two pathways: two paths may be different. If you prefer to travel widely in the professional world, and would prefer to stay busy during the day with your partner, but if the child will cope. Based on the present can not be said that you can not change the way someone after five years. However, the way in which everyone should be honest. 
4. Personal and Social: Do not care about the personal and social life partner or how you're presenting yourself. He is ashamed of you in front of the saw, but did not know what he has something to hide. 
5. Faith: That's the most important thing in a relationship. Faith in the future of this relationship, there is not honest. If you caught any of the behaviors concerned with the reliability of the deficit fix. Depending on the case at inatyusanera own worth. 
6. Lost passion: the passion is lost over time. This passion for the lost days when life becomes tragic. So that people will choose the company which brought immense joy to your life, without whom he could not refuse at the moment, like the man on your right. 
7. Contact: yourself what you want or need to stay in touch with partners about what future goals. Lack of trust can occur in the absence of those. If there is a danger of a lack of trust. Take any of the targeted consultation with partners. 

No comments:

Post a Comment