Saturday, June 7, 2014

মৃত্যুর আগে কী কী ঘটতে পারে আপনার সঙ্গে!

মৃত্যুর আগে কী কী ঘটতে পারে আপনার সঙ্গে!
ভবিষ্যৎ সম্পর্কে নানাবিধ কৌতূহল থাকে অনেকের। জানতে ইচ্ছা করে, বড় হয়ে কী হব বা ধনী হব কি না। কিন্তু কখনো কি জানতে ইচ্ছা করে কখন আমার মৃত্যু হবে? কোন মুহূর্তে স্বপ্নের পৃথিবীকে ছেড়ে চলে যাব? মৃত্যুর আগে কী কী ঘটতে পারে আপনার সঙ্গে এই বিষয় নিয়ে কলকাতার 'এই সময়' পত্রিকা একটি ফিচার করেছে।
১. যখন কোনো ব্যক্তির শরীর হঠাৎ হলুদ বা সাদা হয়ে যায় এবং ওপর থেকে লাল রঙের কিছু দেখা যায়, তখন বুঝতে হবে মাত্র ছয় মাসের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হবে। যখন কোনো ব্যক্তির মুখ, জিহ্বা, কান, চোখ, নাক স্তব্ধ হয়ে যায়, তখন ওই ব্যক্তির মৃত্যুতে আরো ছয় মাস বাকি রয়েছে।
২. যখন কোনো ব্যক্তি চন্দ্র, সূর্য অথবা আগুন থেকে উৎপন্ন কোনো রশ্মিকে দেখতে পারেন না, তখন তাঁর আরো কয়েক মাসই জীবিত থাকার সম্ভাবনা থাকে।
৩. চোখের সামনে সব কিছু কালো দেখলে মৃত্যু নিকট।
৪. কোনো ব্যক্তির বাঁ হাত এক সপ্তাহ ধরে কাঁপতে থাকলে বুঝবেন এক মাস পর তাঁর মৃত্যু হবে। কোনো ব্যক্তির জিহ্বা হঠাত্‍‌ ফুলে গেলে, দাঁত থেকে পুঁজ বেরোতে শুরু করলে এবং স্বাস্থ্য খারাপ থাকলে বুঝতে হবে সেই ব্যক্তির মৃত্যুতে আরো ৬ মাস বাকি।
৫. জল, তেল বা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে না-পারলে অথবা বিকৃত প্রতিবিম্ব দেখলে ছয় মাস পর্যন্ত জীবনের স্বাদ পাবেন ওই ব্যক্তি।
৬. আবার কোনো ব্যক্তির মৃত্যুতে এক মাস থাকলে, সেই ব্যক্তির ছায়াও তাঁর থেকে পৃথক হতে শুরু করে। কোনো কোনো ব্যক্তি আবার নিজের ছায়ার মাথাও দেখতে পান না।
৭. কোনো ব্যক্তি ধ্রুবতারা দেখতে না-পারলে তাঁর মৃত্যুতে ছয় মাস বাকি থাকে।
৮. চাঁদ বা সূর্যের সঙ্গে আকাশও লাল দেখা দিলে এবং আকাশে শুধু কাক এবং শকুন দেখা দিতে শুরু করলে, সেই ব্যক্তিও অধিকতর ছয় মাস বেঁচে থাকতে পারেন।
৯. যদি কোনো ব্যক্তির সব অঙ্গ আড়মোড়া ভাঙতে শুরু করে এবং তালু পুরোপুরি শুকিয়ে যায়, তা হলে তিনি আরো এক মাস জীবিত থাকবেন।
১০. নীল রঙের মাছি কোনো ব্যক্তিকে ঘিরতে শুরু করলে এবং বেশিরভাগ সময়ে মাছিগুলো ব্যক্তির আশপাশ থাকলে বুঝতে হবে ওই ব্যক্তির আয়ু মাত্র এক মাস। সূত্র : এই সময়

What could happen before death with!
Much curiosity about the future of the manifold. Desire to learn and grow rich what will or will not do. But who will ever know when you will die? The dream world is going to leave at any moment? What could happen before the death of these issues with you in Kolkata 'This Time' magazine has a feature.
1. When a person's body suddenly becomes yellow or white and can be seen on some of the red color, they will realize that the person will die within six months. When a person's mouth, tongue, ears, eyes, nose stops, and the person's death has left more than six months.
The. When a person is the moon, the sun, or from fire, no radiation can not see, then he is more likely to stay alive a few masai.
3. Seeing all the black eyes of death.
4. If you understand a person's left hand was shaking for one week to one month after his death. Sudden swelling of the tongue, if any, when the teeth begin to leave the plump and bad health will understand the rest of the person's death more than 6 months.
5. Water, oil, or not see the reflection of myself in the mirror - if you have seen or distorted reflection of the person up to six months to get a taste of life.
6. Again, if one month of the death of any person, the person begins to be separated from him by its shade. Get to see the head of a person and not a shadow of itself.
7. Any person who does not see the North Star - His death would have six months left.
8. If the sky is red and the sky with the moon or the sun just starting to see the crow and the vulture, the greater that person can survive for six months.
9. If a person does all the organs begin to break aramora palate is quite dry, it is as if he will be alive for one more month.
10. When a person begins to fly, and most of the blue at ghirate machigulo will understand if the person whose life is only one month of the neighborhood. Source: This Time

No comments:

Post a Comment