Friday, June 27, 2014

বিয়ের প্রথম রাতের জন্য পুরুষ নেবেন যেসব বিশেষ প্রস্তুতি!

বিয়ের প্রথম রাতের জন্য 
পুরুষ নেবেন যেসব বিশেষ প্রস্তুতি!
বিয়ের রাতটি জীবনের বিশেষ একটি রাত। নতুন জীবনে পা রাখার পর দুটি মানুষের একসাথে বসবাসের প্রথম মূহূর্তটি হলো বিয়ের রাত। আর এই বিশেষ রাতটিকে ঘিরে অধিকাংশ মানুষ অনেক রকমের স্বপ্ন বোনে। কিন্তু অনেক সময় ছোট্ট কিছু অজ্ঞতার জন্য বিয়ের রাতটির মধুরতা নষ্ট হয়ে যায়। তাই বিয়ের রাতের আগেই প্রয়োজন কিছু প্রস্তুতির। জেনে নিন পুরুষদের কিছু প্রস্তুতি সম্পর্কে যেগুলো বিয়ের রাতের জন্য অবশ্যই নেয়া উচিত।

মানসিক প্রস্তুতি

বিয়ের জন্য প্রতিটি পুরুষেরই মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করা উচিত। হুট করে নতুন জীবনে পা দেয়ার সময় অধিকাংশ পুরুষেরই আত্মবিশ্বাস থাকে না। কিন্তু নারীরা আত্মবিশ্বাসী পুরুষদেরকে বেশি ভালোবাসে। তাই নিজেকে আত্মবিশ্বাসী করে তোলার জন্য মানসিক প্রস্তুতি নেয়া প্রয়োজন। সেই সঙ্গে একটি নতুন জীবনে পা দেয়ার আগে নানান রকম ভয় ভীতি থাকে মনে। সেগুলোও ঝেড়ে ফেলা প্রয়োজন বিয়ের আগেই।

ব্যায়াম

নারীরা সুঠাম দেহের পুরুষদেরকে পছন্দ করে। আর তাই সাড়া জীবন ব্যায়াম করার অভ্যাস না থাকলেও বিয়ের আগে কিছুদিন ব্যায়াম ও ডায়েটের মাধ্যমে ভুড়ি এবং অতিরিক্ত মেদ কমিয়ে ফেলার চেষ্টা করা উচিত।

স্টাইল, ত্বকের যত্ন ও পরিচ্ছন্নতা

বিয়ের আগে প্রয়োজন গ্রুমিং এর। চুলটাকে সুন্দর কোনো স্টাইলে ছাটুন। সেই সঙ্গে ত্বকের যত্নের জন্য ভালো কোনো পার্লারে ফেসিয়াল করিয়ে নিন। সেই সঙ্গে শারীরিক পরিচ্ছন্নতা বজায় রাখুন। সুন্দর কোনো সুগন্ধি ব্যবহার করতে ভুলবেন না বিয়ের রাতে।

জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা

যেহেতু বাংলাদেশের অনেক নারীই জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে জানেন না এবং সেই ব্যাপারে খুব একটা সহজও না। তাই বিয়ের রাতে আপনার স্ত্রী উপর নির্ভর করবেন না জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি গ্রহণ করবেন সেটা আপনাকেই ভাবতে হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনাকেই।

সঙ্গীকে মানসিক ভাবে সহায়তা করার মনোভাব

বাংলাদেশের অধিকাংশ নারীই বিয়ের রাতেই শারীরিক মিলনের জন্য মানসিক ভাবে প্রস্তুত হতে পারেন না। আর তাই তাঁরা স্বামীর কাছ থেকে মনে মনে এই ব্যাপারে একটু সহযোগীতা আশা করেন। বিয়ের রাতেই তাই স্ত্রীকে বিষয়টি নিয়ে জোর করা উচিত না। সেই সঙ্গে তাকে যথেষ্ট পরিমাণে মানসিক সহায়তা করা উচিত। দুজনের মধ্যে সম্পর্কটা একটু সহজ হওয়ার আগেই শারীরিক মিলনের ব্যাপারে জোর করলে সম্পর্কটা সাড়া জীবনের জন্য তেঁতো হয়ে যেতে পারে।

স্ত্রী জন্য উপহার কিনে রাখা

বিয়ের রাতটি জীবনের বিশেষ একটি রাত। আর তাই এই রাতটিকে আরো বেশি রোমান্টিক ও স্মরণীয় করে রাখার জন্য স্ত্রীর জন্য বিশেষ কোনো উপহার কিনে রাখতে পারেন। সেটা হতে পারে হীরের আঙটি অথবা ছোট কোনো ফটোফ্রেমে বন্দী করা নিজেদের প্রিয় কোনো মূহূর্তের ছবি। নিজের সামর্থ্য অনুযায়ী ছোট/বড় যা খুশি উপহার দিন। নতুন জীবনের শুরুতেই আপনার এই ছোট্ট ভালোবাসা আপনার স্ত্রীকে মুগ্ধ করবে।


বিয়ের প্রথম রাতের জন্য পুরুষ নেবেন যেসব বিশেষ প্রস্তুতি!
Ratati wedding special with a night life. After the first two people to live together in a new foothold on the wedding night moment. Most people dream of many types in this particular around the reap ratatike. But sometimes the little things get lost innocence, sweetness ratatira for the wedding. Need some preparation before the wedding night. Find out about some of the men that marriage preparation course should be taken in for the night. 

Mental Preparation 

Every man should be mentally preparing for marriage. The rush of new life, the legs do most of the time the man is confidence. But most women love confident men. So you need to prepare yourself mentally for making confident. With the threat of a new life seems to have many different legs before. Need to get something off of things before marriage. 

Exercise 

Women prefer men with tempting body. And so life in response to exercise, exercise and diet habits, but shortly before the wedding bhuri and should try to reduce excess fat. 

Style, skin care and hygiene 

Of grooming required before marriage. Crop Photo culatake beautiful in any style. The facial skin care Get the best of any parlor. Maintain the cleanliness of the body. Do not forget to use any perfume beautiful wedding night. 

Birth control system 

Many of the women did not know about birth control measures, and not too much about that. So do not rely on your wife wedding night, birth control issue. Birth control methods do not take what you are doing and think you are going to take the necessary action accordingly. 

Partner to assist in the mental attitude 

Most of the women are mentally ready for the wedding night can not be physically transmitted. And so I think this is from her husband and the little support they had hoped. Wedding night so the wife should not force the issue. Should be of adequate psychological help him with that. Relationship between the two is a little easier to respond before the physical union stressed that the relationship may be temto for life. 

To buy gifts for wife 

Ratati wedding special with a night life. And so the more romantic and memorable to the ratatike wife can buy any gifts. It may be small in any phatophreme diamond collet or a moment captured images of their favorite. According to its capability of small / big the happy gift. The beginning of a new life will fascinate your wife you love this small.

No comments:

Post a Comment