Saturday, November 2, 2013

ধূমপানে অকালে বয়সের ছাপ..

ধূমপানে অকালে বয়সের ছাপ!

অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের চেহারায় আগেভাগেই বয়সের ছাপ পড়ে যায়। সামপ্রতিক এক গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, ধূমপানের কারণে চোখের নিচের পাতা ঝুলে পড়া, ঠোঁটসহ মুখাবয়বে বলিরেখা পড়ে। ধূমপায়ীরা সহজেই ত্বকের লাবণ্য হারায়। গবেষকরা দুইজন ধূমপায়ীর অবয়ব পরীক্ষা করে দেখতে পান একজনের চেহারা অন্যজনের চেয়ে ৫৭ ভাগ সতেজতা হারিয়েছে। পরে দেখা গেছে, দু’জনই ধূমপায়ী, একজন সমপ্রতি ধূমপানে অভ্যস্ত হয়েছেন আর অপরজন দীর্ঘদিন ধরে তা করে আসছেন। গবেষণা সম্পর্কে ড. এলিজাবেথ তানজি বলেন, ধূমপান আপনাকে স্রেফ বুড়ো বানিয়ে দেবে। এর বাহ্যিক ক্ষতিই এটি। তিনি আরও বলেন, ধূমপানে ফুসফুস ক্যান্সার, হৃদরোগ, হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়া ছাড়াও আরেকটি বড় সমস্যা হচ্ছে এটি আপনাকে অনেক বেশি বুড়ো বানিয়ে দেবে। আর তাই এ অভ্যাস ত্যাগ করাই ভাল। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে দুটি অনুষ্ঠানের দিন পরিকল্পিতভাবে তোলা ৭৯ জোড়া ছবি থেকে প্রাথমিক কাজ করা হয়। ‘কেস ওয়েস্টার্ন রিসার্চ ইউনিভার্সিটি’ এবং ‘ইউনিভার্সিটি হসপিটাল অব ক্লেভেনডের’ ড. ব্রাহাম গাইরন ও তার সহকর্মীরা গবেষণার ফল বিশ্লেষকদের দেখান। এরপর তাদের বয়সভিত্তিক চেহারার অবস্থা সম্পর্কে মূল্যায়ন করতে বলা হয়। ধূমপায়ী ও অধূমপায়ীদের নিয়ে ৪৫ জোড়া ছবি থেকে মূল্যায়নে দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রে অধূমপায়ীদের চেয়ে ধূমপায়ীদের মুখে ভাঁজ পড়েছে বেশি।




Prematurely ages the hallmark of smoke !


Adhumapayidera appearance in front of the smokers are the hallmark of age . A recent study has claimed emanatai . It has been hovering smoking because I read the following page , thomtasaha mukhabayabe is balirekha . Smokers can easily lose skin beauty . The researchers examined two smoker's appearance is refreshing to see someone look anyajanera lost more than 57 percent . Once found , the janai smoker , smoke a recently aparajana long it has been . The study was about . Elizabeth tanaji said , smoking will make you just thumb . It 's an external loss . Earlier, smoke, lung cancer , heart disease , heart failure in addition to being another big problem , it will make you much more aging . And so it is a good practice to leave . Ohio angarajye two days in the event of a planned 79 pairs of pictures taken from the initial work is done . Case Western Research University , and the University Hospital of the klebhenadera , said . Brahama gairana and his colleagues would like to see research results later . The assessment of the status of their bayasabhittika appearance . Adhumapayidera smoker, and I have 45 pairs of pictures from the assessment , in most cases adhumapayidera fold higher than that of smokers .

No comments:

Post a Comment