Saturday, November 9, 2013

চাবি হিসেবে কাজ করবে স্মার্টফোন

চাবি হিসেবে কাজ করবে স্মার্টফোন
প্রযুক্তির উন্নয়নে মাধ্যমে প্রতিনিয়ত মানুষ যেমন বিপদে পড়ছে তেমনি, প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে নিজেদের নিরাপত্তাও নিশ্চিত করছে।
সাম্প্রতি প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘অগাস্ট’ বাড়ির ও অফিসের নিরাপত্তা প্রদানে “স্মার্ট-লক” নামের একটি যন্ত্র বা তালা তৈরি করেছে। স্মার্ট-লক অ্যালুমিনিয়ামে তৈরি যা বাড়ি এবং অফিসের মূল দরজায় সংযুক্ত থাকবে।
আর এ যন্ত্রটি নিয়ন্ত্রণ ও আনলক করা যাবে শুধু মাত্রস্মার্টফোনের মাধ্যমে। স্মার্টফোনে এ যন্ত্র নিয়ন্ত্রণের জন্যথাকবে স্মার্ট-লক একটি অ্যাপ্লিকেশন। যা স্মার্টফোনের ব্লুটুথের মাধ্যমে যন্ত্রটির সাথেসংযোগ স্থাপন করবে। অর্থাৎ স্মার্ট-লকের চাবি হিসেবে কাজ করবে স্মার্টফোন।
নির্মাতা প্রতিষ্ঠানঅগাস্ট এর তথ্যমতে, স্মার্ট-লক কিনতে খরচ পড়বে ১৯৯ ডলার। স্মার্টফোনের ব্লুটুথ সিগন্যাল পেলেই স্মার্ট-লক স্বয়ংক্রিয়ভাবে আনলক হয়ে যাবে।
এ বছরের শেষের দিকে ‘স্মার্ট-লক’ যন্ত্রটি বাজারে ছাড়তে পারে।
তথ্য-অনলাইন


The key will work as a Smartphone
With the development of technology , such as people that are in danger , technology development is to ensure their safety .
Samprati প্রযুক্তিপ্রতিষ্ঠান ' August ' home and office security to provide " smart - lock " has created a device or lock . Smart - the home and the office, the door is locked ayaluminiyame be connected .
This device is unlocked and can be controlled via the মাত্রস্মার্টফোনের . Janyathakabe smart appliance control to smartphone - an application locks . Sathesanyoga smartphone via Bluetooth , which will place the device . The Smart - locks the keys would not work as a smartphone .
Developed pratisthanaagasta 's tathyamate , smart - will cost 199 dollars to buy a lock . Smart Smartphone Bluetooth signal moments - lock will automatically unlock .
Towards the end of the year , smart - lock ' the device can issue .
Information - Online

No comments:

Post a Comment