Monday, November 25, 2013

চুমু চমৎকার !

চুমু চমৎকার !

‘যে লোক সুন্দরী তরুণীকে চুমু খেতে খেতে গাড়ি চালাতে পারে সে আসলে চুমুটার প্রতি মনযোগী নয়।’ কথাটা কোনো লেখক-কবি কিংবা নায়ক-নায়িকার মুখে শোনালে মানা যেত, কিন্তু অমোঘ এ বাণী উচ্চারিত হয়েছে বিশ্বের সবচেয়ে খটমটে বিষয়ের বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের মুখ দিয়ে! বিজ্ঞানী মশাই ভেবেচিন্তে দেখেছেন, মনযোগী হলে ওই চুমুর প্রতিই হওয়া উচিৎ, গাড়ির প্রতি নয়! আইনস্টাইন যে প্রেমিক পুরুষ ছিলেন তা জানা কথা, তবে কথাটা ফেলে দেওয়ার মতো নয়। সময়ে সময়ে চুমুর প্রতি মনযোগী হওয়াটা আমাদের অবশ্য কর্তব্য। কেন? নিম্নে ৬টি কারণ দর্শানো হইলো-

চুমু যখন আঠা
প্রেমের সম্পর্কে চুমু রীতিমতো আঠা হিসেবে কাজ করে। এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। প্রতিটি চুমুতে শরীরে নিঃসৃত হয় বিশ্বাস ও আস্থা বৃদ্ধির হরমোন অক্সিটসিন। আর বিশ্বাসই তো সম্পর্কের সিমেন্ট।

রোগ সারাতে
চুমুর জৈবিক আদান প্রদানে বেড়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভাইরাসের বংশবৃদ্ধিও ব্যহত হয়। তবে এক্ষেত্রে চুমুটা যদি হয় দৈহিক মিলনের অনুষঙ্গ, তবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে দ্বিগুণ গতিতে।

সুখের সূত্র
চুমু খেলে এনডোফিন ও এনডোরফিনস নামে দুটো আলাদা হরমোন একইসঙ্গে ছড়িয়ে যায় শরীরময়। দুটো সুখানুভূতির হরমোন। বিষণ্নতা কাটাতে তাই মনোবিজ্ঞানীর চেম্বারে ছোটার আগে চুমু খেয়ে দেখুন।

ব্যথানাশক
চুমু মানেই হরমোনের খেলা। আবেগঘন চুমুতে নিঃসরণ ঘটবে অ্যাড্রিনালিনের। পেইনকিলার হিসেবে যার জুড়ি নেই। মাথাব্যথা থাকা অবস্থায় যারা চুমু খেয়েছেন তাদের অনেকেই বলেছেন, চুমুই হতে পারে আসল প্যারাসিটামল।

চাপ কমাতে
দিন শেষে নিজেকে ক্লান্ত বিধ্বস্ত মনে হলে এর জন্য দায়ী করুন চাপের হরমোন করটিসলকে। তবে চুমু খেলেই ফের চাঙ্গা। কেননা, চুমুর ফলে কমে আসে করটিসলের মাত্রা।

কমাবে ওজন
ওজন কমাতে ক্যলোরি পোড়াতে হবে বেশি বেশি। এখানেও চুমুর চমৎকারিত্ব দৃশ্যমান! ব্যয়াম করার সময় শ্বসনের গতি বাড়ে, আর চুম্বনের সময় সেটার গতি বাড়ে দ্বিগুণ! আবার মুখের ব্যায়ামও করিয়ে ছাড়ে এই চুমু। যাতে টিকে থাকে চেহারার তারুণ্য।

তো, নিজের প্রিয়জনকে চুমু খেতে যারা অজুহাত হাতড়ে বেড়াচ্ছেন, তাদের নিশ্চয়ই আর মাথাকুটে মরতে হবে না।



Nice kiss !

' The beautiful young man who can drive safely while eating does not pay attention to the fact cumutara . " So a writer - a poet and hero - heroine would face the risk of sounding admit , but the word has been spoken to compel the scientist Albert Einstein, with his face in the world 's most khatamate topic ! Scientists deliberately watched Mister , should be focused towards the same kissing , not per vehicle ! Einstein to know that it was the male lover , but the idea is not disposable . We ought to smooch at being serious . Why? Below shows the representation of the 6 -

Kiss the glue
Love is kissing me as quite stick . There 's a scientific explanation . Each cumute body secretes growth hormone aksitasina trust . Cement the relationship and trust .

Cure for the disease
Increased resistance to diseases and biological exchange a kiss . Immediate response is disrupted virus to reproduce . However, if the physical mating cumuta adherence , resistance to disease, increase the speed doubles .

Happiness Formula
At the same time two different hormones as playing kiss enadophina and enadoraphinasa sariramaya dispersed . Sukhanubhutira two hormones . So get rid of depression psychology chamber view Chota kissed before .

Byathanasaka
Hormone mean kissing game. Cumute emotional adrenaline emissions occur . There is a pair of Painkiller . Many of those who said they would have kissed in headache , may be cumui the paracetamol .

Reduce stress
At the end of the day exhausted himself to blame for the stress hormone karatisalake feel devastated . The kiss lasted reinforced again . Because , as a result of a decrease in cortisol levels kissed .

Reduce weight
Kyalori be burned to reduce the weight and more . Here are kissing excellent ! Leads to byayama respirable speed , double speed increases during the kiss ! What's this kissing again reminded facial exercises . In order to remain youthful appearance .


So , kiss your loved one's been looking for an excuse to eat those , they surely will not die and mathakute .

No comments:

Post a Comment