Friday, January 30, 2015

কোন সময়ে শারীরিক মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা থাকে না?

কোন সময়ে শারীরিক মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা থাকে না? গর্ভধারণের বিষয়টি আসলে একটি হিসেবের সাথে জড়িত। বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা যায় পিরিয়ড বা মাসিকের দিন থেকে ৭ দিন পর্যন্ত গর্ভধারণের সম্ভাবনা থাকে না। আবার অষ্টম দিন থেকে ১৭ দিন পর্যন্ত গর্ভধারণের মোক্ষম সময়। ১৮ তম দিন থেকে পিরিয়ড হওয়া পর্যন্ত নিরাপদ সময়। অর্থাৎ পিরিয়ডের ৭ দিন আগে ও পরের সময় নিরাপদ। এ সময়ে গর্ভধারণ হয় না। মাঝামাঝি দিনগুলোতে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেশি থাকে।
প্রাকৃতিক-উপায়ে-পরিবার-পরিকল্পনা একটি পদ্ধতি, এই পদ্ধতিতে আপনি কোনরকম জন্মনিরোধ পদ্ধতি ব্যবহার না করেই সহবাস করতে পারবেন, এবং আরও জানতে পারবেন কোন সময় আপনার গর্ভবতী হওয়ার ঝুঁকি কম থাকে। এই পদ্ধতিতে গণনা করে বোঝা যায় মাসের কোন সময় আপনার গর্ভবতী হওয়ার সম্ভবনা সবচেয়ে বেশি এবং কোন সময় আপনার গর্ভবতী হওয়ার সম্ভবনা সবচেয়ে কম। এখানে আপনি আপনার বিভিন্ন শারীরিক বিভিন্ন লক্ষনের ব্যাপারে জানবেন। এই শারীরিক লক্ষণগুলো দেখে এবং খেয়াল রেখে আপনি নিজেই বুঝতে পারবেন কোন সময় সহবাস করলে আপনার গর্ভবতী হওয়ার সবচেয়ে কম সম্ভবনা। আপনাকে খেয়াল করতে হবে - শরীরের তাপমাত্রা, স্রাবের ঘনত্ত ও প্রকৃতির উপর এবং এইগুলি পর্যবেক্ষণ করে আপনাকে বুঝতে হবে কখন সহবাস করলে আপনি গর্ভবতী হবেন না।
আপনি এই পরিবার পরিকল্পনা পদ্ধতি নিজে নিজে বই পড়ে শিখতে পারবেন না। একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকেই আপনি সঠিকভাবে শিখতে পারবেন।
এক নজরে – প্রাকৃতিক-উপায়ে-পরিবার-পরিকল্পনার ব্যাপারে কিছু কথা
• আপনি প্রাকৃতিক-উপায়ে-পরিবার-পরিকল্পনা পদ্ধতির নিয়মগুলি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে এই পদ্ধতি ৯৯% পর্যন্ত কার্যকর। অর্থাৎ প্রতি বছর প্রাকৃতিক-উপায়ে-পরিবার-পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারি ১০০ জন মহিলার মধ্যে মাত্র ১ জন গর্ভবতী হন।
• সঠিক নিয়ম অনুযায়ী যদি এই পদ্ধতি ব্যবহার করা না হয়, তাহলে এর কার্যকারিতা অনেক অংশেই কমে যায়। এটি ৯৯% কার্যকারী করতে সময় এবং দায়িত্ব নিয়ে এই পদ্ধতি ব্যবহার করতে হয়।
• এর কোন শারীরিক পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এছাড়া এই পদ্ধতি দিয়ে আপনি বের করে নিতে পারেন আপনার মাসিক চক্রের কোন দিনগুলো গর্ভবতী হওয়ার জন্য সবচেয়ে উত্তম সময়।
• আপনার প্রতি মাসিক চক্রের কিছু দিন আছে যেগুলো গর্ভবতী হওয়ার জন্য সবচেয়ে উত্তম সময়। সেই সময় আপনার কিছু শারীরিক উপসর্গ হয় ও কিছু লক্ষন দেখা দেয়। সেই শারীরিক উপসর্গ ও লক্ষণগুলো কি কি তা আপনাকে বুঝতে হবে। সেই জন্য আপনাকে প্রতিদিন লিপিবদ্ধ করে রাখতে হবে বিভিন্ন শারীরিক লক্ষন কিংবা পরিবর্তন - যেমন আপনার শরীরের তাপমাত্রা, আপনার স্রাবের ধরণ, রকম ইত্যাদি। এইভাবে যদি আপনি এই শারীরিক লক্ষণগুলি ৩-৬ মাসিক চক্র ধরে খেয়াল করেন, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন কোন সময় সহবাস করলে আপনার গর্ভবতী হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি এবং কোন সময় ঝুঁকি কম। তাই এই পদ্ধতি সঠিকভাবে শিখতে প্রায় ৩-৬ মাসিক চক্র লাগে।
• আপনার যদি কোন শারীরিক সমস্যা হয়, বা আপনি কোন শারীরিক বা মানসিক চাপে থাকেন বা ভ্রমন করেন, তাহলে আপনার শারীরিক লক্ষনগুলোতে কিছুটা পরিবর্তন আসতে পারে।
• আপনার যখন গর্ভবতী হওয়ার সবচেয়ে বেশী সম্ভবনা, তখন যদি আপনি সহবাস করতে চান, তাহলে তখন আপনাকে কোন অস্থায়ী জন্ম নিরোধ পদ্ধতি ব্যাবহার করতে হবে যেমন কনডম (condom), ডায়াফ্রাম (diaphragm), বা ক্যাপ (cap)।
• প্রাকৃতিক-উপায়ে-পরিবার-পরিকল্পনা পদ্ধতি এবং কনডম ব্যবহার করে আপনি নিজে যৌন রোগ (STI - sexually transmitted infections) থেকে নিরাপদ থাকতে পারেন।
প্রাকৃতিক-উপায়ে-পরিবার-পরিকল্পনা পদ্ধতি কিভাবে কাজ করে?
এই পদ্ধতিতে প্রধান লক্ষ হচ্ছে গর্ভনিরোধ করা। এটি করার জন্য আপনাকে কিছু নির্দিষ্ট সময়ে (আপনার যখন গর্ভধারন করার সবচেয়ে বেশি সম্ভবনা তখন) সহবাস এড়িয়ে চলতে হবে, বা যদি সেই সময় সহবাস করেনও, তাহলে অস্থায়ী গর্ভনিরোধ পদ্ধতি ব্যাবহার করতে হবে। এই পদ্ধতিতে বিভিন্ন শারীরিক উপসর্গ ও লক্ষণ দেখে আপনাকে বুঝতে হবে সেই সময় আপনার গর্ভবতী হওয়ার সম্ভবনা কতটুকু এবং তখন সহবাস করলে, আপনি গর্ভবতী হবেন কি না।
একজন অভিজ্ঞ ব্যক্তি থেকে এই পদ্ধতিটি শিখে নেওয়া খুবই জরুরী। আমরা এখন যে তথ্য আপনাকে দিবো, তা আপনাকে এই পদ্ধতি ব্যাপারে কিছু প্রাথমিক ধারণা দিবে। তবে এই তথ্যকে সঠিক নির্দেশনা এবং প্রশিক্ষণের বিকল্প ধরা যাবে না!
প্রাকৃতিক-উপায়ে-পরিবার-পরিকল্পনা পদ্ধতিতে ৩ টি ভিন্ন ভিন্ন প্রণালী আছে। এই সব প্রণালী একযোগে ব্যাবহার করলে আমরা প্রাকৃতিক-উপায়ে-পরিবার-পরিকল্পনা পদ্ধতির কার্যকারিতা অনেকাংশে বৃদ্ধি করতে পারি। সেই ৩ টি প্রণালী হল –
• আপনার মাসিক চক্রের কোন পর্যায়ে আপনি আছেন তা গননা করা
• প্রতিদিন আপনার শরীরের তাপমাত্রা পরিমাপ করা
• আপনার যোনিমুখে যা পরিবর্তন হচ্ছে তা লক্ষ করা। এর জন্য আপনার স্রাবের ধরণ ও রকম পর্যবেক্ষণে রাখাই যথেষ্ট।
এই প্রণালির ব্যাপারে আরও বিস্তারিত নিম্নে দেয়া হল।
আপনার মাসিক চক্র
একজন মহিলার মাসিক চক্র ধরা হয় তার মাসিকের প্রথম দিন থেকে তার পরের মাসিকের প্রথম দিন পর্যন্ত। মহিলাদের মাসিক চক্রের দৈর্ঘ্য বিভিন্ন হতে পারে। সাধারণত্ব তা ২৪- ৩৫ দিন পর্যন্ত হয়, তবে মাসিক চক্র এর চেয়ে ছোট বা এর চেয়ে বড়ও হতে পারে। গড়ে মাসিক চক্র ২৮ দিন ধরা হয়।
ডিম্বস্ফোটন
আপনার মাসিক চক্রের সময়-
• আপনার শরীর হরমোন নিঃসরণ (secrete) করে যা আপনার ডিম্বাশয়য়ের (ovary) উপর কাজ করে
• আপনার একটি ডিম্বাশয়য়ে সংরক্ষিত ছোট্ট একটি ডিম্বাণু (ovum) আস্তে আস্তে বড় এবং পরিপক্ক (mature) হতে থাকে
• যখন এই ডিম্বাণু পরিপক্ব হয় তখন তা ডিম্বাণু থেকে বহিরাগত (released) হয় (এই পদ্ধতিকে বলা হয় ডিম্বস্ফোটন - ovulation) । ডিম্বানু এখন আপনার গর্ভনালী (fallopian tube) দিয়ে আপনার জরায়ুর দিকে অগ্রসর হতে থাকে।
মাঝে মাঝে প্রথম ডিম্বাণু বহিরাগত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অন্য ডিম্বাশয় থেকেও আরেকটি ডিম্বাণু বহিরাগত হতে পারে।
মাসিক চক্রের ঠিক মধ্য সময়ে (mid-cycle) এই ডিম্বস্ফোটন (ovulation) হয়। সেই সময়টি সাধারণত্ব আপনার পরবর্তী মাসিক শুরু হওয়ার ১০-১৬ দিন আগে হয়। তবে এটি নিশ্চিত একটি সময় নয়। আপনার মাসিক চক্রের উপরে নির্ভর করে এই সময় আগে পিছে হতে পারে।
ঠিক কখন নিশ্চিত ডিম্বস্ফোটন হবে সেই ব্যাপার সবসময়ই কিছুটা অনিশ্চিত। যখন আপনি আপনার গর্ভবতী হওয়ার সবচেয়ে সম্ভব্য সময় গণনা করবেন, এই অনিশ্চয়তাটি আপনাকে মনে রাখতে হবে, এবং সেই অনুযায়ী হিসাব করতে হবে।
যখন শুক্রাণু (sperm) একটি ডিম্বাণুর(ovum) সাথে মিলিত হয় (fertilization occurs), তখনই গর্ভধারণ করা সম্ভব। সহবাসের পর শুক্রাণু (sperm) একজন মহিলার শরীরে প্রায় ৭ দিন পর্যন্ত বেঁচে থাকে।
আপনাকে প্রায় ৫-৬ টি মাসিক চক্র ধরে এই গননা করতে হবে। এর কারণ আপনার মাসিক চক্রের দৈর্ঘ্য সময়ের সাথে সাথে বদলায় এবং এই পদ্ধতি ব্যাবহারের জন্য আপনার গননা যথাসম্ভব নির্ভুল হওয়া উচিত।
এই গণনা করার একটি পদ্ধতি হচ্ছে ক্যালেন্ডার পদ্ধতি (calendar method)।
এটি এইভাবে করতে হবে-
• প্রতি মাসে আপনি আপনার মাসিক চক্রের দৈর্ঘ্য সঠিক ভবে লিখে রাখুন। এই ভাবে ৬ মাস করুন।
• আপনার সবচেয়ে ছোট মাসিক চক্রের দৈর্ঘ্য এবং আপনার সবচেয়ে লম্বা মাসিক চক্রের দৈর্ঘ্য নিন।
• আপনার সবচেয়ে ছোট মাসিক চক্রের দৈর্ঘ্য থেকে ১৮ দিন বাদ দিন। আপনার যেই সময়টি আসবে, মাসিকের সেই দিন থেকে আপনার গর্ভবতী হওয়ার সম্ভবনা সবচেয়ে বেশী।
• এইবার আপনার সবচেয়ে লম্বা মাসিক চক্রের থেকে ১১ দিন বাদ দিন। এইবার যেই সময়টি আসবে, মাসিক চক্রের সেই দিন পর্যন্ত আপনার গর্ভবতী হওয়ার সম্ভবনা সবচেয়ে বেশী।
• এইভাবে আপনি ভের করতে পারেন আপনার মাসিক চক্রের কোন দিন থেকে কোন দিন পর্যন্ত গর্ভবতী হওয়ার সবচেয়ে উত্তম সময়। এখন এই সময় আপনি সহবাস থেকে বিরত থাকতে হবে এবং যদি সহবাস করেনও তাহলে কোন অস্থায়ী জন্ম বিরতিকরন পদ্ধতি ব্যবহার করতে হবে।
উদাহরণ-
আপনার সবচেয়ে ছোট মাসিক চক্র যদি ২৫ দিন হয় এবং আপনার সবচেয়ে লম্বা মাসিক চক্র যদি ৩৩ দিন হয় তাহলে –
• ২৫ থেকে ১৮ বাদ দিলে থাকে ৭
• ৩৩ থেকে ১১ বাদ দিলে থাকে ২২
• এখন বের হয়ে গেলো আপনার মাসিক চক্রের কোন দিন থেকে কোন দিন আপনার গর্ভবতী হওয়ার সবচেয়ে সম্ভব্য সময়। আপনি আপনার মাসিক চক্রের ৭ দিন থেকে ২২ দিন পর্যন্ত সহবাস করবেন না।
তাছাড়া আপনি ovulation calculator ব্যবহার করতে পারেন। কোন সময় আপনার গর্ভধারণ করার সবচেয়ে বেশী সম্ভবনা তার একটি ধারণা পাবেন ovulation calculator ব্যবহার করে। তবে এটি মনে রাখতে হবে যে এটি ১০০% সঠিক নয় এবং ovulation calculator এর দেওয়া তারিখ ডিম্বস্ফোটনের নিশ্চিত তারিখ হিসেবে ধরে নেওয়া যাবেনা।
এক্ষেত্রে আপনি http://www.ladytimer.com/ovulation.html এই লিঙ্কটিতে গিয়ে ovulation calculator ব্যবহার করে আপনার হিসেবটি করে ফেলতে পারেন।

তাপমাত্রা পরিমাপ
আপনার যখন ডিম্বস্ফোটন (ovulation) হয়, তার ঠিক পরপর আপনার শরীরের তাপমাত্রা হালকা বেড়ে যায়। এই পদ্ধতিটি এই ভিত্তির উপরে তৈরি করা।
আপনাকে একটি ডিজিটাল থার্মোমিটার (digital thermometer) বা এমন একটি থার্মোমিটার ব্যাবহার করতে হবে যা প্রাকৃতিক-উপায়ে-পরিবার-পরিকল্পনা পদ্ধতির জন্য তৈরি। এই সব থার্মমিটার যেকোনো ঔষধালয়ে (pharmacy) সহজেই পাওয়া যায়। কান বা কপাল থার্মোমিটার (ear or forehead thermometer) এই কাজের জন্য উপযুক্ত নয় কারণ এইসব যথেষ্টভাবে সঠিক সংকেত দেয় না।
এই পদ্ধতিতে আপনাকে যা করতে হবে -
• প্রতিদিন সকালে বিছানার থেকে ওঠার আগে আপনাকে নিজের শরীরের তাপমাত্রা পরিমাপ করতে হবে। এটি কিছু খাওয়ার , পান করার বা ধূমপান করার আগেই করতে হবে এবং প্রতিদিন একই সময়ে করতে পারলে সবচেয়ে ভালো হয়।
• আপনি খেয়াল করবেন যে পরপর তিন দিন আপনার শরীরের তাপমাত্রা অন্যান্য দিনের চেয়ে বেশি পাবেন। তাপমাত্রায় বৃদ্ধি খুবই কম হবে ০.২ C (বা ০.৪ F)। তবে হতে পারে যে এই সময়ে আপনার গর্ভবতী হওয়ার আর সম্ভবনা নেই।
স্রাবের ধরণ, প্রকৃতি এবং ঘনত্ব
আপনার মাসিক চক্রের এক এক সময় এক এক রকম স্রাব তৈরি হয়। আপনাকে আপনার স্রবের ধরণ, প্রকৃতি এবং ঘনত্ত খেয়াল করতে হবে।
আপনি এটি খেয়াল করতে পারেন এই ভাবে –
আপনাকে হাতের মধ্যের আঙ্গুল যোনিমুখ দিয়ে আলতো করে ঢুকাতে হবে। তবে বেশী ভিতরে ঢুকানোর দরকার নেই। আঙ্গুলের গিঁট পর্যন্ত ঢুকালেই হবে। আপনি লক্ষ করবেন যে মাসিকের পর পর আপনার যোনিমুখ শুকনো মনে হবে এবং আপনি কোন স্রাব বা স্রাবের মত কিছুই পাবেন না।
যখন আপনার ডিম্বস্ফোটনের (ovulation) সময় ঘনিয়ে আসবে তখন আপনি আবার লক্ষন করে দেখবেন যে আপনার যোনীমুখে এখন স্রাব আছে এবং স্রাবের ধরণ হচ্ছে এই রকম -
• ভেজা ভেজা এবং আঠালো
• সাদা এবং মাখনের মত
এখনই আপনার গর্ভবতী হওয়ার সবচেয়ে সম্ভব্য সময় শুরু ।
ডিম্বস্ফোটনের ঠিক আগে আপনি দেখবেন আপনার স্রাব-
• আরও বেশী ভিজা ভিজা হয়ে গেছে
• পরিষ্কার
• পিচ্ছিল – ডিমের সাদার মত
এখনি আপনার গর্ভবতী হওয়ার সবচেয়ে উত্তম সময়।
শীঘ্রই আপনি দেখবেন যে আপনার স্রাব আবার ভিজা ভিজা এবং আঠালো হয়ে আসছে। এর থেকে ৩ দিন পর আপনার গর্ভবতী হওয়ার সম্ভবনা অনেকাংশেই কমে যাবে।

সব পদ্ধতির সংমিশ্রণ
সবচেয়ে ভালো হয় যদি আপনি তিন রকমের পদ্ধতিই ব্যবহার করেন। এতে আপনি আরও নিশ্চিত ভাবে বুঝতে পারবেন কখন আপনার ডিম্বস্ফোটন হচ্ছে এবং কখন আপনার গর্ভবতী হওয়ার সম্ভবনা সবচেয়ে বেশী।
কিছু চার্ট (chart) পাওয়া যায় বা আপনি একটি চার্ট বানিয়ে নিন । আপনার সব তথ্য আপনি ওই চার্টে বসিয়ে নিতে পারবেন এবং পুরো মাসিক চক্রে কি হল তা আপনি দেখতে পারেন এক ঝলকেই।
তাছাড়া আপনার কম্পিউটারে বা স্মার্ট ফোনে (smart phone) কিছু আপ্লিকেসান (application) ইন্টারনেট থেকে নামিয়ে (download) নিতে পারেন যা আপনাকে এই পদ্ধতি ব্যাবহার করতে সাহায্য করবে।

এই পদ্ধতি কতটুক কার্যকরী ?
যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, এই পদ্ধতি প্রায় ৯৯% কার্যকরী। এর মানে প্রতি বছর প্রাকৃতিক-উপায়ে-পরিবার-পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারি ১০০ জন মহিলার মধ্যে মাত্র ১ জন গর্ভবতী হবেন। তবে এই পদ্ধতি দায়িত্ব নিয়ে চর্চা করতে হবে।
তারপরও মানুষ ভুল করে, ঠিক মত নিয়মাবলী মেনে চলে না, এবং আরও অন্যান্য সমস্যা হয়। তাই ধারণা করা হয় যে এই পদ্ধতি মাত্র ৭৫% কার্যকরী। এর মানে যদি ১০০ মহিলা এই পদ্ধতি ব্যাবহার করে, তাহলে তার মধ্যে ২৫ জন গর্ভবতী হওয়ার সম্ভবনা আছে।
আপনি যদি মন স্থির করে থাকেন যে আপনি প্রাকৃতিক-উপায়ে-পরিবার-পরিকল্পনা পদ্ধতি ব্যাবহার করবেন, তাহলে আপনাকে এমন একজন লোকের কাছ থেকে এই পদ্ধতি শিখতে হবে যিনি এই ব্যাপারে সব জানেন এবং দক্ষ। তারপর তার সাথে আলোচিত সব কথা এবং নিয়মাবলী সঠিকভাবে মেনে চলবেন। এই ভাবে আপনি অনাকাঙ্খিত গর্ভাবস্থার ঝুঁকি থেকে মুক্ত থাকবেন।
কারা এই প্রাকৃতিক-উপায়ে-পরিবার-পরিকল্পনা পদ্ধতি ব্যাবহার করতে পারেন?
বেশিরভাগ মহিলাই এই প্রাকৃতিক-উপায়ে-পরিবার-পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে এই পদ্ধতির ব্যবহার বা গর্ভনিরোধের জন্য শুধু মাত্র এই পদ্ধতির ব্যবহার সুপারিশ করা হয় না। আপনাকে অন্য পদ্ধতির কথা চিন্তা করতে হবে যদি –
• আপনি গর্ভবতী হলে আপনার নিজের জীবনের ঝুঁকি চলে আসবে। যেমন যদি আপনার অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ (uncontrolled high blood pressure) থাকে বা হৃদরোগ (heart disease) থাকে।
• আপনি যদি অ্যালকোহল গ্রহন করেন, নেশা করেন বা এমন কোন ঔষধ খান যা খেলে গর্ভের ভ্রূণের বিকলাঙ্গ হওয়ার সম্ভবনা আছে। তখন যদি আপনি গর্ভবতী হন, তাহলে আপনার গর্ভের শিশুর স্বাস্থ্য সমস্যা হওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়।
• যদি আপনার মাসিক অনিয়মিত হয়। তখন আপনি এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন না কারণ আপনি সঠিক ভাবে গননা করতে পারবেন না আপনার ডিম্বস্ফোটনের (ovulation) সময় কখন। অনিয়মিত মাসিক বিভিন্ন কারণে হতে পারে। বয়সের কারণে, যদি চাপে থাকেন, হঠাৎ যদি আপনার ওজন বেড়ে যায় বা ওজন কমে যায়, যদি বেশি শারীরিক পরিশ্রম করেন, অথবা আপনার থাইরয়েড (thyroid) যদি বেশি কাজ করে – এই সমস্যাকে আমরা বলি হাইপোথাইরয়েডিস্ম (hyperthyroidism)।
• যদি আপনার কোন অসুস্থতা হয়ে থাকে যা আপনার ডিম্বস্ফোটনের সময় (ovulation) শারীরিক ইঙ্গিতগুলো উল্টাপাল্টা করে দিবে। যেমন - Pelvic Inflammatory Disease, যে কোন রকমের যৌনরোগ, অথবা জীবাণু দ্বারা bacterial vaginosis. এই অসুস্থতা ভালো না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তারপর আপনি আবার এই পদ্ধতি ব্যাবহার করতে পারবেন।
• আপনার কোন দীর্ঘস্থায়ী অসুস্থতা (বা কোন শারীরিক সমস্যা) থেকে থাকে যা আপনার ডিম্বস্ফোটনের সময় যে শারীরিক ইঙ্গিত ও লক্ষন থাকে তাকে পরিবর্তন করে দেয়। যেমন – যদি আপনার যকৃতের সমস্যা (liver disease) থাকে, থাইরয়েড (thyroid) যদি বেশি কাজ করে বা কম কাজ করে, আপনার যদি জরায়ুর মুখের ক্যানসার থাকে (cervical cancer) বা আপনার Polycystic Ovarian Syndrome থাকে।

কি কি সমস্যা থাকলে আপনার ডিম্বস্ফোটনের ইঙ্গিতগুলো পরিবর্তন হয়ে যাবে তা জেনে নিন
• আপনি এমন কোন ঔষধ খাচ্ছেন যা আপনার জরায়ুর মুখ থেকে স্বাভাবিক স্রাব ভাঙাকে নষ্ট করে দিচ্ছে। এতে আপনার কখন ডিম্বস্ফোটন হচ্ছে, তা আপনি সঠিক বুঝতে পারবেন না। যেমন Lithium – এই ঔষধটি বিভিন্ন রকম জটিল মনোরোগের চিকিৎসা যেমন bipolar disorder এবং বিষণ্ণতার চিকিৎসা করার জন্য ব্যবহার করা হয়।
• আপনার যদি যৌনরোগ হওয়ার সম্ভবনা থাকে – যদি আপনার একাধিক যৌন সঙ্গী থাকে।
আপনার ডিম্বস্ফোটনের সময় যে যে সমস্যা হলে আপনি আপনার শারীরিক ইঙ্গিতগুলো বুঝতে পারবেন না সেইগুলি হল –
• যদি আপনার মাসিক অনিয়মিত হয়
• যদি আপনি কিছুদিন আগে গর্ভনিরোধ পিল খাওয়া বন্ধ করে থাকেন
• যদি আপনার কিছু দিন আগে গর্ভপাত হয়ে থাকে
• যদি আপনি কিছু দিন আগে সন্তান প্রসব করে থাকেন এবং এখন সন্তানকে স্তন্যপান করাচ্ছেন
• যদি আপনি নিয়মিত ভ্রমন করেন বিভিন্ন time zone দিয়ে
• যদি আপনার যোনীতে কোন রোগ থাকে যেমন thrush বা আপনার যদি কোন যৌনরোগ থাকে

আরও অন্যান্য সমস্যা যা আপনার শরীরের প্রাকৃতিক সব লক্ষন নষ্ট করবে -
• আপনি কিভাবে এবং কখন আপনার নিজের শরীরের তাপমাত্রা নিচ্ছেন
• যদি আপনি মদ পান করেন
• যদি কোন নির্দিষ্ট ঔষধ খান
• অসুস্থ থাকেন
• কোন দীর্ঘস্থায়ী সমস্যা হয়
এই পদ্ধতির কিছু সুবিধা এবং অসুবিধা
সুবিধা
• এটির কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই
• এটি সব ধর্ম ও সংস্কৃতির মানুষের পক্ষে গ্রহণযোগ্য
• বেশিরভাগ মহিলারাই এই পদ্ধতি ব্যবহার করতে পারেন্ন যদি তারা একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে এই পদ্ধতি শেখেন এবং সঠিকভাবে মাসিক চক্রের দিনগুলো গননা করতে পারেন।
• একবার আপনি এই পদ্ধতি শিখে নিলে আপনার আর কোন স্বাস্থ্য কর্মীর সাহায্য লাগবে না।
• প্রাকৃতিক-উপায়ে-পরিবার-পরিকল্পনা পদ্ধতি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে এই পদ্ধতি গর্ভবতী হওয়ার জন্য ব্যবহার করতে পারেন এবং গর্ভনিরোধ করতেও এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।
• এই পদ্ধতিতে কোন রাসায়নিক উপাদান বা কোন বস্তু-জাতীয় জিনিস ব্যবহার করতে হয় না।
• আপনাকে এই পদ্ধতি শিখিয়ে দিবে কোন স্রাব স্বাভাবিক ও কোন স্রাব অস্বাভাবিক। তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার যোনিপথে যদি কোন ইনফেকশান (infection) হয়।
• এই পদ্ধতি ব্যবহারের জন্য আপনার সঙ্গীর মতামত ও সম্পৃক্ততা দরকার আছে। তাই এই পদ্ধতি ব্যবহারে আপনাদের ঘনিষ্ঠতা ও বিশ্বাস বাড়বে।
অসুবিধা
• প্রাকৃতিক-উপায়ে-পরিবার-পরিকল্পনা পদ্ধতি আপনাকে যৌনরোগ যেমন chlamydia এবং HIV থেকে রক্ষা করতে পারবে না।
• যখন আপনার গর্ভবতী হওয়ার সবচেয়ে বেশি সমস্যা তখন আপনাকে সহবাস এড়িয়ে চলতে হবে, বা আপনাকে কোন অস্থায়ী গর্ভ নিরোধ পদ্ধতি যেমন কনডম (condom) ব্যবহার করতে হবে। কোন কোন দম্পতির তাই এই পদ্ধতি মেনে চলতে কষ্ট হয়।
• আপনি যদি এই পদ্ধতি ব্যাবহার করেন তাহলে আপনাকে সহবাস থেকে বিরত থাকতে হবে বেশ কিছু দিন, যা আপনার মাসিক চক্রের উপর নির্ভর করে মাঝে মাঝে ১৬ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে।
• এটি অন্যান্য গর্ভনিরোধ পদ্ধতির চেয়ে অনেক কম কার্যকরি। এই পদ্ধতি সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না তার নিশ্চয়তার উপর নির্ভর করে দেখা গেছে যে প্রাকৃতিক-উপায়ে-পরিবার-পরিকল্পনা পদ্ধতি ব্যাবহারকারি প্রতি ৪ জন মহিলা মধ্যে ১ জন গর্ভবতী হয়ে পারেন।
• আপনি এবং আপনার স্বামীর অব্যাহত প্রতিশ্রুতি ও সহযোগিতা ছাড়া এই পদ্ধতি ব্যবহার করা সম্ভব না।
• মাসিক চক্রের কোন সময় আপনার গর্ভবতী হওয়ার সবচেয়ে বেশি সম্ভবনা সেইটি সঠিক ভাবে বুঝতে বেশ কয়েকটি মাসিক চক্র লেগে যাবে। তাছাড়া আপনার কি রকম স্রাব ভাঙছে, তার রকম ও ধরণ বুঝতে এবং আপনার নিজের শরীরের তাপমাত্রা পরিবর্তন খেয়াল রাখা শিখতে আপনার প্রায় আরও ২-৩ মাসিক চক্র লেগে যেতে পারে। সেই সময় আপনাকে কোন অস্থায়ী গর্ভনিরোধ পদ্ধতি যেমন কনডম ব্যবহার করতে হবে।
• আপনাকে আপনার শারীরিক ইঙ্গিতগুলো প্রতিদিন খেয়াল করে, দেখে, লিখে রাখতে হবে।
• আপনার মাসিক যদি সবসময় অনিয়মিত থাকে, তাহলে আপনি এই পদ্ধতি আপনার জন্য উপযুক্ত নয়।
• আপনি চাপে থাকলে, অসুস্থ হলে, ভ্রমন করলে, জীবনধারার কারণে বা আপনি যদি কোনরকম হরমোন জাতীয় ঔষধ খান, তাহলে গর্ভবতী হওয়ার শারীরিক ইঙ্গিতগুলো পরিবর্তন হয়ে যায়। ইমার্জেন্সি গর্ভ নিরোধ পিল খেলেও এই সমস্যা হয়। আপনি যদি ইমার্জেন্সি গর্ভনিরোধ পিল খেয়ে থাকেন, তাহলে দুই মাসিক চক্র পার হয়ে যাওয়ার পর আপনি আবার এই প্রাকৃতিক-উপায়ে-পরিবার-পরিকল্পনা পদ্ধতি ব্যাবহার শুরু করতে পারবেন.
Lactational Amenorrhoea Method (LAM)
শিশুকে বুকের দুধ খাওয়ালে মায়ের মাসিক বন্ধ থাকে। এটিকে Lactational Amenorrhoea বলে। তাই এই পদ্ধতি গর্ভনিরোধ হিসাবে ব্যবহার করা যায়। এই পদ্ধতির নাম Lactational Amenorrhoea Method (LAM)
আপনি যখন শিশুকে স্তন্যপান করছেন, তখন আপনার গর্ভধারণের সবচেয়ে সম্ভব্য সময়ে যে শারীরিক ইঙ্গিত হবে তা সঠিক হবে না হবে।
যেই মহিলারা সন্তানকে স্তন্যপান (বা শুধুমাত্র স্তন্যপান) করাচ্ছেন, প্রসবের পর প্রথম ছয় মাস এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। তবে এই পদ্ধতি ব্যবহারের জন্য কিছু শর্ত আছে।
• আপনার সন্তান প্রসবের পর কোন মাসিক এই পর্যন্ত হইনি।
• আপনি আপনার সন্তানকে বুকের দুধ এবং শুধু মাত্র বুকের দুধ খাওয়াচ্ছেন। তার মানে আপনার সন্তান শুধু বুকের দুধ খাচ্ছে বা প্রধানত বুকের দুধই খাচ্ছে এবং সামান্য অন্য ফর্মুলা দুধ খাচ্ছে।
• আপনার বাচ্চার বয়স ৬ মাসের কম।
যদি এই পদ্ধতি সঠিক ভাবে এবং সংগতিপূর্ণ ভাবে ব্যবহার করা হয়, তাহলে যেই মহিলারা এই পদ্ধতি ব্যাবহার করছে, তাদের মধ্যে প্রতি ২০০ জনে মাত্র ১ জন গর্ভবতী হতে পারেন। তবে এই পদ্ধতি সঠিকভাবে ব্যবহার করতে হয়। আপনি আপনার সন্তানকে বুকের দুধ ছাড়া আর কোন খাবার দিবেন না। তাহলে আপনার বুকের দুধের পরিমাণ কমে যাবে।
LAM এর কার্যকারিতা কমে যায় যদি –
• আপনি শিশুকে বুকের দুধ না খাইয়ে তাকে অন্য খাবার বা পানীয় দেন।
• আপনার সন্তানের বয়স ছয় মাস হলে।
সন্তান প্রসবের পর মাসিক হওয়ার আগেই আপনি আবার গর্ভধারন করতে পারেন। এর কারণ আপনার মাসিক শুরু হওয়ার ২ সপ্তাহ আগে আপনার ডিম্বস্ফোটন হয়। স্তন্যপান, LAM, এবং গর্ভনিরোধের আরও নির্ভরযোগ্য পদ্ধতির ব্যাপারে বিস্তারিত জানতে আপনার নিকটস্থ স্বাস্থ্য কর্মী বা আপনার ডাক্তারের সাথে কথা বলুন। আপনি আরও জানুন বুকের দুধ ও baby Guide।
Meeting at which the body does not have the possibility of pregnancy?
Pregnancy is associated with an estimate of the fact of the matter. The scientific explanation is called the menstrual period, or up to 7 days from the day of conception is not likely. The eighth day, the only time the 17 days of gestation. Safe during the period until the 18th day. Safe during the period before and after 7 days. Pregnancy is not the time. Average days of pregnancy is more likely.
Natural-way-family-planning methods, this way you can have intercourse without using any methods of contraception, and you can learn more at risk of becoming pregnant is less than no time. This method of calculation can be understood in no time and in no time your child is most likely to be the least likely to be pregnant. Here you learn about the different physical various omens. The physical symptoms are noticed at the time you are able to understand the low risk of becoming pregnant if you have intercourse. You will get noticed - the body temperature, and these observations on the nature of the discharge ghanatta and when you realize that you are pregnant will not be consummated.
You can not learn from a book of family planning method itself. From an experienced doctor, you will be able to learn properly.
At first glance - the natural way-family-planning to do something about
• Natural-in-family-planning methods that you can apply the rules properly, then this method is 99% effective. That is the natural way-family-planning methods per year for 100 users, only 1 woman was pregnant.
• If this procedure is not used according to the rules, then you can reduce the effectiveness of many parts. It is effective in 99% of the time, and the responsibility to use this method.
• There is no physical side effects. With this method, you can also check out any of the days of your menstrual cycle is the best time to become pregnant.
• There are some days per menstrual cycle is the best time to become pregnant. At that time, some of the physical symptoms, and some of the symptoms. What are the symptoms of the physical symptoms and you will understand. For that you have to write every day, or changes in various physical symptoms - such as body temperature, the type of your menstrual period, so on. And if you noticed the physical symptoms of 3-6 of the menstrual cycle, then you can understand that sexual intercourse at any time and at any time when you are most at risk of becoming pregnant is less risk. So this method to learn the menstrual cycle takes about 3-6.
• If you have a medical problem, or if you have any physical or mental pressure or travel, you may change your physical laksanagulote slightly.
• In the most likely to become pregnant, then you want to have sexual relations, then when you need to use a temporary birth prevention methods, such as condoms (condom), diaphragm (diaphragm), or the cap (cap).
• Natural-in-family-planning methods and the use of condoms to sexually diseases (STI - sexually transmitted infections) can stay safe.
Natural-way-family-planning method How does it work?
The main goal of this method to contraception. To do this you certain time (when you are most likely to be pregnant then) should avoid sexual intercourse, or sexual intercourse at the time, you will need to use temporary methods of contraception. In this method, various physical symptoms and signs you need to understand how and when to have sexual intercourse at the time when you may be pregnant, you can not be pregnant.
This method of learning is very important from an experienced person. We are now going to give you that information, it will give you the basic idea of some of these methods. However, this information should not be considered proper instruction and training options!
Natural-way-family-planning methods are 3 different way. If you use all of these at once, we are natural-way-family-planning methods can help increase effectiveness. One of the 3 -
• At any stage you are in your menstrual cycle is calculated
• To measure the temperature of your body
• What is your yonimukhe changes observed. The type and kind of monitoring your menstrual period enough.
For more details on this channel is provided below.
Your menstrual cycle
A woman's menstrual cycle is counted from the first day of her period to the first day of the next period. Women's menstrual cycle length may be different. Generality, it is 24 to 35 days, the menstrual cycle may be less than or greater than number greater. Up to 8 days of the menstrual cycle is considered.
Ovulation
Time of your menstrual cycle
• Your body hormone release (secrete) which your dimbasayayera (ovary) works on
• dimbasayaye saved a small egg (ovum) gradually grow and mature (mature) is
• When the egg is mature, when it emerged from the egg (released) (This process is called ovulation - ovulation). Egg on your fallopian tube (fallopian tube) is to move through your cervix.
4 hours after the first egg emerged occasionally another egg from the ovary to another may be external.
Menstrual cycle at the mid (mid-cycle) the ovulation (ovulation) is. The generality of the time 10-16 days before your next period is. But it sure is not a time. Depending on your menstrual cycle may be this time forth.
Be sure exactly when ovulation is always the matter is somewhat uncertain. Possible to calculate the time when you are pregnant, you will remember this uncertainty, and can be calculated accordingly.
When the sperm (sperm) is an egg (ovum) is combined with (fertilization occurs), when the pregnancy is possible. After making the sperm (sperm) have survived up to 7 days of a woman's body.
You will need to calculate this for about 5-6 of the menstrual cycle. Because of the length of your menstrual cycle varies with time and use this method should be accurate as far as your calculation.
This is a method of calculating the calendar method (calendar method).
It would thus
• the length of your menstrual cycle each month, you write down the exact funding. This is the way to 6 months.
• In the short menstrual cycle length and the length of your menstrual cycle length of it.
• In the short length of the menstrual cycle is 18 days from the day out. The time comes for you, period, from the day that you are most likely to be pregnant.
• 11 days from the time you skip the long menstrual cycle. Now the time is come, the day of the menstrual cycle until you are most likely to be pregnant.
• So you can Tver days from any day of your menstrual cycle is the best time to get pregnant. Now this time you should refrain from sexual intercourse, then if you need to use a temporary date biratikarana methods.
Examples
In the 5 days of the menstrual cycle is short and the long of menstrual cycle is 33 days, if you -
• 5 to 18 is omitted, then 7
• 33 and 11 are omitted, then X
• Any day of your menstrual cycle was out now, any day of the possible during your pregnancy. Twenty days to 7 days of your menstrual cycle, you do not have sexual relations.
Moreover, you can use the ovulation calculator. Any time you are most likely to become pregnant using ovulation calculator to get an idea. However, it should be kept in mind that it is not 100% accurate, and the date of ovulation calculator can not be taken as the date of ovulation.
However, this link http://www.ladytimer.com/ovulation.html using the ovulation calculator can be estimated.

Temperature Measurement
When your ovulation (ovulation), its just a row of light increases your body temperature. This approach is built on this foundation.
A digital thermometer (digital thermometer), or to use a thermometer, which made for a natural-way-family-planning methods. All tharmamitara any ausadhalaye (pharmacy) are readily available. Ear or forehead thermometer (ear or forehead thermometer) is not suitable for this purpose because these signals and time is not correct.
This way you have to do -
• get out of bed in the morning before you have to measure the temperature of your body. Some eat, drink or smoke the day before and at the same time if you are like most.
• You will have noticed that the other day for three consecutive days, you will get more than body temperature. Increase in temperature will be very low, 0. C (or 0.4 F). However that may be, but at this point in your pregnancy is likely.
Type of discharge, the nature and concentration
When one of your menstrual cycle is one such discharge. Srabera you type, nature and ghanatta be noticed.
You can see it in this way -
Gently with the fingers of the hand yonimukha be sentenced. However, there is no need to ruin the inside ones. Dhukalei fingers up to the knot. You will notice that after a period of dry yonimukha you think and you do not get anything like a discharge or a discharge.
When your ovulation (ovulation), when time comes, you'll see, that your yonimukhe now have discharge and discharge pattern like this -
• wet wet and sticky
• the white and creamy
Now the possible start time of your pregnancy.
Just before ovulation, you'll see your discharge
• become more wet wet
• Clear
• slippery - like egg whites
Now is the best time for you to become pregnant.
Soon you will see that your discharge is wet again, wet and sticky. After 3 days of your pregnancy may be largely reduced.

A combination of all methods
The best is if you are using three types of methods. Make sure you have the more you can understand when your ovulation and when you are most likely to be pregnant.
Some of the chart (chart) is available or you can choose to make a chart. Putting all the information you can pick up the chart and you can see what the whole menstrual cycle is one of the jhalakei.
Moreover, your computer or smart phone (smart phone) Some aplikesana (application) down from the Internet (download) can take that will help you to use this method.

This method is effective katatuka?
If used correctly, this method is effective in approximately 99%. This means that every year natural-way-family-planning methods in use, only 1 in 100 women will get pregnant. However, this method should be practiced with responsibility.
Yet people do make mistakes, just like the rules, and other problems. So the idea is that this method is only 75% effective. It means that if 100 women use this method, then it is likely to be pregnant in the 5 people.
If you've decided that you're not a natural-way-family-planning methods, you will learn how to approach this from a man who knows all about it and efficient. Then discussed with her words and comply with the rules properly. This way you will be free from the risk of unwanted pregnancy.
These natural-way-family-planning method to use?
Most women in this natural-way-family-planning method can be used. In some cases, however, the use of these methods, or contraception is not recommended for use only with this approach. If you have to think about another approach -
• If you are pregnant will have to risk your own life. For example, if your high blood pressure (uncontrolled high blood pressure) or heart disease (heart disease) it.
• If you take alcohol, drugs or any medication Khan plays the unborn fetus, which is likely to be deformed. When you're pregnant, your unborn baby's health problems can increase the risk.
• If you have irregular menstrual. And you can not use this method because you can not correctly calculate your ovulation (ovulation) during the time. Irregular menstruation can be a variety of reasons. Due to age, if you're under pressure, you have a sudden weight gain or weight loss, the more physical exertion, or your thyroid (thyroid) the more work - we call this problem haipothairayedisma (hyperthyroidism).
• If you have any illness during your ovulation (ovulation) physical indicators will get ugly. For example - Pelvic Inflammatory Disease, venereal disease of any kind, or by germs bacterial vaginosis. You will have to wait until the illness. Then you can use this method again.
• you have a chronic illness (or any physical problems) If you have symptoms of ovulation and the time that he would change the physical indications. For example - if you have liver problems (liver disease), the thyroid (thyroid) the more work or less work, you have cancer of the mouth of the cervix (cervical cancer), or you have Polycystic Ovarian Syndrome.

Thursday, January 22, 2015

কম বয়সে যেভাবে ধনী হবেন

কম বয়সে যেভাবে ধনী হবেন
ধনী হবার কথা শুনলে সবার মনই যেন লাফিয়ে ওঠে, মনে জন্মায় লোভ। কিভাবে ধনী হওয়া যায়, কত তাড়াতাড়ি ধনী হওয়া যায় এসব ঘুরপাক খায় মনের ভেতর। খাবেবাই না কেন, সবারই তো ইচ্ছা হয় বিলাসী জীবনযাপন করতে, একটু সুখী থাকতে। কিন্তু সবাই তো আর ধনী হতে পারে না, কেউ চেষ্টা করে সফল হয় কেউবা বৃথা চেষ্টা করে যায়। তবে হ্যা, প্রবল ইচ্ছা থাকলে ও কিছু কৌশল অবলম্বন করে চললে খুব অল্প বয়সেই আপনি হতে পারেন একজন ধনী ব্যাক্তি। তাহলে চলুন যেনে নেই কম বয়সে ধনী হবার কৌশল-
# ঝুঁকি নিন, ভুল করুন, নিজের ওপর বিশ্বাস রাখুন।
অধিকাংশ মানুষ বিবেচনা না করে অথবা সাধ্যের অতিরিক্ত ঝুঁকি নিয়ে ফেলে, যা তাদের নেয়া উচিত নয়। তার বদলে স্মার্ট ঝুঁকি নিতে হবে,যা বাস্তবে পূরণ করা সম্ভব। নিজের ওপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যান। ভুল হলেও তা স্বাভাবিক। আঘাত না পেয়ে কেউ সামনে এগোতে পারে না।
# অনেক ত্যাগ করে সর্বশক্তি দিয়ে কাজ করুন।
জীবনের পথে চলতে গেলে ত্যাগ স্বীকার করতেই হবে। কিছু পেতে হলে কিছু হারাতে হয়- এই নীতি সামনে রেখে লক্ষ্য অর্জনের দিকে এগোতে হবে। আর সর্বশক্তি ও নিজের সবটুকু দিয়ে কাজ করতে হবে।
# শূন্য থেকে শুরু করে সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে উঠুন।
বহু সফল ব্যক্তি খালি হাতেই তাদের কাজ শুরু করেছিলেন। স্টারবাকস প্রতিষ্ঠাতা ও সিইও হাওয়ার্ড স্কুলজ ও গোল্ডম্যান সাক্স-এর সিইও লয়েড ব্ল্যাংকফেইন বড় হয়েছেন এভাবেই। প্রতিযোগিতা ও দুর্ভাগ্য তৈরি করে বড় নেতা।
# বড় লক্ষ্য নির্ধারণ করুন।
অনেকেই লক্ষ্য নির্ধারণে বুদ্ধির পরিচয় দেয় না। এ কারণে তারা লক্ষ্যমাত্রাই অল্প করে ধরে রাখে। ফলে মূল উপার্জন এর চেয়েও কমে যায়। তাই লক্ষ্যমাত্রা নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিন, এক কোটির জায়গায় টার্গেট করুন ১০ কোটি টাকার। এ ক্ষেত্রে পুরো টাকাটা না পেলেও এর কাছাকাছি অন্তত পৌঁছাতে পারবে।
# নিজের ভাগ্য নিজেই তৈরি করুন।
এটা বলা হয় যে, সুযোগ যখন প্রস্তুতির সঙ্গে মিলে যায় তখন সৌভাগ্য আসে। এ কারণে অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়ে বাস্তব জগতের সফল মানুষদের সঙ্গে পরিচিত হতে হবে এবং নিজের ভাগ্যকে নিজেই গড়ে নিতে হবে।
# সিলিকন ভ্যালি অনুসরণ করুন।
যুক্তরাষ্ট্রের হাইটেক ইন্ডাস্ট্রির কেন্দ্র সিলিকন ভ্যালি বহু মানুষের ভাগ্য ফিরিয়েছে। শুধু প্রধান নির্বাহীরাই নয়, বহু চাকরিজীবীও এখানে খুব ভালো আছেন। এর কারণ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো হয়ে উঠেছে বহু মানুষের সমৃদ্ধির সোপান।
# লাভ ছাড়া ঋণ নয়।
সরাসরি আর্থিক লাভ হয় না, এমন ঋণ বাদ দিন। ঋণ নিয়ে একটি গাড়ি কিনতে হলেও আপনার চিন্তা করতে হবে, এ থেকে কী লাভ হবে? যদি ব্যবসাক্ষেত্রে বড় অঙ্কের আর্থিক লাভ আনতে পারে গাড়িটি, তা হলেই তা কেনা যেতে পারে।
# যা ভালো লাগে, তাই করুন।
আপনার নিজের ভালোলাগার কাজটি করুন। আপনি যদি নিজের আগ্রহের বিষয়ে কাজ করেন তাহলে গ্রাহকরাও আপনাকে খুঁজে বের করবে। আর এভাবে টাকাও খুঁজে বের করবে আপনাকে।
# কাজে বৈচিত্র্য আনুন।
বহু ধরনের ধারণা আনুন নিজের কাজে। এতে অনেক কষ্ট ও সময় ব্যয় হতে পারে। তবে প্রাথমিকভাবে কষ্ট হলেও ভবিষ্যতে এর সুফল অবশ্যই পাবেন।
# টাকাকে অগ্রাধিকার দিন।
বহু মানুষই আর্থিক স্বাধীনতা আশা করে কিন্তু একে বাস্তবে অগ্রাধিকার দেয় না। যদি বাস্তবেই টাকাকে ভালোবাসেন তা হলে সে আপনার কাছে আসবেই। তবে এ জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।
# গুরু খুঁজে নিন।
মধ্যবিত্ত সমাজে ধনী হওয়ার কলাকৌশল নিজে নিজে রপ্ত করা অনেক কঠিন। এ ক্ষেত্রে একজন ধনী ব্যক্তির আন্তরিক পরামর্শ প্রয়োজন। এ কাজে উপযুক্ত ব্যক্তি খুঁজে নিন।
# অবিলম্বে উপার্জন শুরু করুন।
ধনী হতে চাইলে অল্প বয়স থেকেই উপার্জন করা শুরু উচিত। কেননা, যত বেশী বয়সে উপার্জন শুরু হবে ততই উপার্জন করার বয়স কম পাওয়া যাবে। তাছাড়া, বেশী বয়সে উপার্জন শুরু করলে, তখন আপনার পিছু টান থাকবে অনেক। আর আপনি টগবগে তরুণদের মতো কাজ ও তেমন করতে পারবেন না।
# সর্বাত্মক চেষ্টা করুন।
সর্বাত্মক চেষ্টাই আপনাকে পৌঁছে দেবে লক্ষ্যে। আপনি যখন কিছু চাইবেন, প্রকৃতি আপনাকে তা পাইয়ে দিতে তোলজোড় শুরু করে। সুতরাং চেষ্টা করুন, পেয়ে যাবেন।

Get rich heard that the mind leaps forward, that greed has grown. How to become rich, how to get rich quickly and eat it in my mind reeling. Khabebai why everyone loves it is the desire to live, to be a little happier. But that may not be rich, some are successful because of tries in vain to try. But yes, if there is a strong desire to follow some strategies that you can be one of the richest men in a very young age. If there's such a young age to get rich strategy
# Take risks, make mistakes, and keep believing in yourself.
Most people do not have or can not afford the additional risks into consideration, which should not take them. Instead, take smart risks, which can be met in practice. Keep faith in yourself, go ahead. Wrong, but it is normal. Can anyone getting hurt to go.
# To work with a lot of strength left.
When you go the way of life must be sacrificed. If you happened to lose some of these policies will continue towards achieving the goal. And his whole strength and be done with.
# Start from zero and go up through the struggle.
Many successful people began their bare hands. Starbucks founder and CEO Howard skulaja and Goldman Sachs CEO Lloyd blyankapheina thus grew. Competition and the loser would have made a great leader.
# Set big goals.
The goal is to determine some insight. Laksyamatrai little use because they hold. Than the original revenue decreases. Prudently determine the targets, and the target of one million in 10 billion. Though the whole amount at least be able to reach around.
# Create your own fate itself.
It is said that, when the opportunity to prepare and good luck with the matches to come. Successful in the real world with the exception of unnecessary work because people will be familiar with, and will take up his own fate itself.
# Follow the Silicon Valley.
Silicon Valley high-tech industry of the United States turned the fate of many people. Not just the nirbahirai, many employees here are very good. Because of the growth of technology has become the stairs.
# Love is the loan.
Direct financial gain, not even delete the loan. Loans to buy a car, but you have to think, what you will gain from it? If you can bring financial gain byabasaksetre large vehicle, it can be if you bought it.
# Which is good, and so on.
Please do your own liking. If you work on your own interests, you will find customers. And you will find the money.
# Bring the diversity.
Bring yourself to the idea of the kind. It may take a lot of trouble. Although initially the trouble in the future will certainly benefit.
# Prefer money.
Many people hope for financial freedom, but in reality it is not a priority. LOVE the actual money then he will come to you. However, to create the perfect environment for you.
# Find the Guru.
The middle of the richest in society much harder to learn the techniques yourself. In the case of a rich man need sincere advice. Find the perfect person to work.
# Immediately start to earn.
If you want to be rich, you should start making an early age. Because, as much at the age to earn more revenue will be available. Moreover, when making old ones, you will have to pull back. And you really can not work with the dashing young.
# Try best.
Will bring you the most comprehensive effort. When you want something, the nature of what you tolajora obtaining started. So, try to get.

Sunday, January 18, 2015

জেনে নিন, প্রেমের সম্পর্কে সুখ ও শান্তি ধরে রাখার সহজ উপায়গুলো!

জেনে নিন, প্রেমের সম্পর্কে সুখ ও শান্তি ধরে রাখার সহজ উপায়গুলো!
লাইফস্টাইল ডেস্ক : বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভুলে যাই যে সম্পর্ক হচ্ছে চর্চা করার বিষয় প্রেম হোক বা দাম্পত্য, আপনি যদি এটা ধরে নেন যে মানুষটি চিরকাল কাছেই থাকবে, তাহলে সম্পর্ক তিলে তিলে ক্ষয়ে যেতে থাকে। মনে রাখতে হবে যে মানুষের মন নিয়ত পরিবর্তনশীল। আজ যিনি আপনাকে ভীষণ ভালোবাসেন, কিছুদিন পর হয়তো আপনার অবহেলা আর অভিমান তাঁকে ঠেলে দেবে অনেক দূরে। আর তাই, কাউকে কাছে চাইলে তাঁকে ধরে রাখার চেষ্টাটা করতে হবে খুব।


কিন্তু কীভাবে অটুট রাখবেন ভালোবাসার বন্ধন? জেনে নিন আপনার সম্পর্কে সুখ ও শান্তি ধরে রাখার কিছু উপায়।

১) ভালবাসুন নিঃশর্ত। এই ভালোবাসায় যেন কোন খাদ না থাকে, তাঁকে যা দেবেন বা তার জন্য যা করবেন সেগুলো থেকে কোন বিনিময় প্রত্যাশা রাখবেন না। এটা মোটেও আশা করবেন না যে তিনিও আপনার জন্য একই কাজ করবেন। দাবী ছেড়ে দিয়ে নিঃস্বার্থ ভাবে যেটুকু করতে পারেন, কেবল সেটুকুই করুন ভালোবাসায়।

২) হ্যাঁ, মাঝে মাঝে হয়তো ছোট ছোট কিছু নির্দোষ মিথ্যা সম্পর্কের জন্য ভালো। কিন্তু তার মানে এই নয় যে সব কিছু নিয়েই মিথ্যা বলবেন কিংবা সত্য গোপন করবেন। সম্পর্কে ভালোবাসা অটুট থাকে, ভরসার জায়গা তৈরি হয় সত্য বলার ব্যাপারে। যদি একান্ত আপন মানুষটার কাছ থেকেও সব গোপন করতে হয়, তাহলে জীবনে অশান্তির সীমা থাকবে না। বরং এমন কাজ থেকে বিরত থাকুন যা নিজের আপন মানুষটিকে বলা যায় না।

৩) জীবনে একটি মানুষ আছে, তিনি আপনাকে ভীষণ ভালোবাসেন- এই ব্যাপারটিকে কখনো চিরস্থায়ী ধরে নেবেন না। বা এই ব্যাপারির ফায়দা তোলার চেষ্টা করবেন না। অনেকেই একটি সম্পর্কে সেটল হয়ে যাবার পর সেটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। তখন সঙ্গী বা সঙ্গিনীকে বাদ দিয়ে অন্য স্থানে সম্পর্ক খোঁজেন, এদিকে সঙ্গী বা শঙ্গিনিকেও ত্যাগ করেন না। তার মনে হয়-“ও টো আছেই”! এ কথা কখনোই ভুলে যাবেন না যে আপনি যা করতে পারেন, সেটা কিন্তু তাঁর দ্বারাও সম্ভব!

৪) এটা প্রকাশ করতে কখনোই ভুলবেন না যে আপনি তাঁকে কতটা ভালোবাসেন বা কতটা প্রবলভাবে নিজের জীবনে কামনা করেন। প্রশংসা ও উপহার হচ্ছে এটা বলার সবচাইতে ভালো মাধ্যম। সঙ্গী বা সঙ্গিনী যে সর্বদা এটাই অনুভব করেন যে আপনার জীবনে তিনি খুবই গুরুত্বপূর্ণ। এই অনুভব সম্পর্ককে মজবুত রাখে।

৫) যদি বিবাহিত দম্পতি হয়ে থাকেন, তাহলে কখনোই দূরে থাকবেন না শারীরিক সম্পর্ক থেকে। শারীরিক সম্পর্ক অনেক কিছুরই সমাধান। বিবাহিত জীবনে যৌনতা ভালোবাসা প্রকাশের একটা মস্ত বড় হাতিয়ার। তবে এই যৌন সম্পর্ককে একঘেয়ে করে ফেলবেন না। নতুন যা অ্যাডভেঞ্চার করতে চান সেগুলো সঙ্গী বা সঙ্গিনীকে সাথে নিয়েই করুন। জীবনে সর্বদা একটা নতুনত্ব বজায় থাকবে।

Find out about love, happiness and peace in simple ways to maintain!
Lifestyle Desk: in most cases, we forget that love is a matter of practice or marital relationship, if you took it that will close forever, you have to decrease in relation to torture. Keep in mind that the human mind is constantly moving. Today the great love you, after a few days, maybe a lot of you will negligence and arrogance led him away. So, if you want to someone to hold him to cestata too.


But how to keep intact the bond of love? Find out about some of the ways of capturing the happiness and peace.

1) unconditional love. This love is not no bass, which will give him or her to do that, do not expect any money from them. It certainly did not expect that he will do the same for you. You can leave a claim whatever selfless way, the love of his improvement.

B) Yes, sometimes it is good for some small harmless false relationship. But that does not mean anything at all to do with a lie or hide the truth. Remained about love, is to create trust to tell the truth. All from the privacy of his man to hide, then you will not have to limit the rural life. But refrain from doing that which can be called one's own person.

3) There is a man's life, he would not hold you forever in this matter very bhalobasena. Do not try to take advantage of these Bepari. That says to me that many people lose interest after that. Other than the partner or companion to pursue the relationship, the partner will not leave sanginikeo. His think- "and has tow!" Will never forget the things that you can do, but also accompanied by her!

4) Do not forget that it never express how much you love him, or how much of life is strongly desired. Praise and gifts are the best way to say it. Partner that always feel that he is very important in your life. This feeling is stronger relationship.

5) If you are a married couple, you do not really stay away from the physical relationship. Things to resolve a sexual relationship. Marital sex is a great tool for the expression of love. However, sexual relations do not monotonic. If you are new to adventure along with the partner or companion. Life will always remain a novelty.

জেনে নিন, দ্রুত মন ভালো করার সহজ ৯টি উপায়!

জেনে নিন, দ্রুত মন ভালো করার সহজ ৯টি উপায়!

লাইফস্টাইল ডেস্ক : অনেক বেশি মন খারাপ থাকলে তা স্বাভাবিক কাজকর্মের উপর খারাপ প্রভাব পড়তে থাকে। কাজে ঠিকমতো মন বসে না, এবং দেখা যায় অনেক ক্ষেত্রেই ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। আবার এই আবেগটি যখন কাজ করতে থাকে তখন যে সিদ্ধান্তগুলো নেয়া হয় তাও পরবর্তী জীবনের জন্য খারাপ হয়। কিন্তু মন খারাপ যে কোনো কারণেই হতে পারে। এর উপর আমাদের সত্যিকার অর্থেই কোনো নিয়ন্ত্রণ নেই। তবে মন খারাপ ভালো করার উপর আমাদের নিজেদের নিয়ন্ত্রণ রয়েছে অনেকাংশে। তাই চলুন দ্রুত মন ভালো করে ফেলার কিছু উপায় জেনে নেয়া যাক ঝটপট।


আপন কোনো মানুষের সাথে কথা বলুন
যে বিষয়টি নিয়ে বেশি মন খারাপ লাগছে সে বিষয়টি নিয়ে যতো কথা বলবেন ততো আপনার মন ভালো হবে। কারণ কারো সাথে দুঃখটা ভাগ করে নিলে তা অর্ধেক হয়ে যায়। তাই মন ভালো করতে চাইলে আপন কারো কাছে বিষয়টি নিয়ে কথা বলুন।

বাইরে কথাও ঘুরতে চলে যান
মন ভালো করার আরেকটি ভালো উপায় হচ্ছে এক জায়গায় বসে না থেকে ঘুরে আসা। বাসায় বসে থাকা কিংবা অন্য কোনো স্থানে বসে থাকলে মন ভালো হবে না মোটেই। বেড়িয়ে পড়ুন। ঘোরাঘুরি এবং হাঁটাহাঁটির মধ্যমে ও প্রাকৃতিক দৃশ্য দেখার মাধ্যমেও মন খুব দ্রুত ভালো হয়ে যায়।

নিজেকে উপহার দিন মজার কিছু খাবার
নিজের পছন্দের মজার কোনো খাবার খেয়ে নিন। বিশেষ করে চকলেট ধরণের কিছু খাবার। এতে করে ভালোলাগা আপনাআপনি উৎপন্ন হবে। কারণ পছন্দের কিছু করলে এবং খেলে মস্তিষ্কে ‘সেরেটেনিন’ নামক ভালোলাগার হরমোন উৎপন্ন হয়।

জড়িয়ে ধরে চুমু খান
বেশ কিছু গবেষনায় দেখা গিয়েছে যে মন খারাপ থাকলে প্রিয় মানুষদেরকে আলিঙ্গন করে চুমু খেলে মন ভালো হয়ে যায়। খুব বেশি মন খারাপ থাকলে আপনার মাকে জড়িয়ে ধরে চুমু খেতে পারেন। অথবা প্রিয় মানুষটিকে আলিঙ্গন করে চুমু খেলেও মন ভালো হয়ে যাবে মাত্র ১ মিনিটেই।

বড় করে শ্বাস নিন
যখন অনেক বেশি মন খারাপ হবে তখন তা আমাদের মস্তিষ্কে চাপ ফেলবে এবং মানসিক অশান্তি ও চাপ বাড়তে থাকবে। এই জিনিসটি দূর না করতে পারলে মন ভালো হবে না। তাই বড় করে শ্বাস নিন ও ধীরে ধীরে ছাড়ুন। এতে মস্তিষ্ক রিলাক্স হবে ও মানসিক চাপ কমতে থাকবে। সেই সাথে কমবে মন খারাপের মাত্রাও।

মন খারাপের বিষয়টি মাথা থেকে সরিয়ে রাখুন
নিজেকে অন্য কাজে ব্যস্ত রেখে হলেও মন খারাপের বিষয়টি ভুলে থাকার চেষ্টা করুন। কারণ বিষয়টি যতোটা সময় আপনার মাথায় থাকবে ততোই তা আপনার কষ্ট বাড়াবে। সৃজনশীল কোনো কাজে মন দিন, নিজের যা পছন্দ হয় করতে থাকুন। এতে করে মন থেকে দূর হয়ে যাবে মন খারাপের বিষয়টি।

চিৎকার করে নিন
সাইকোলজিস্টদের মতে আমরা যখন চিৎকার করি তখন আমাদের মস্তিষ্কে যে হরমোনের সৃষ্টি হয় তা মন খারাপের বিষয়টি দূর করে দেয়। তাই অনেক বেশি মন খারাপ লাগলে চিৎকার করুন একলা বসে, আপন মনেই। অথবা লুকিয়ে নিঃশব্দে কাঁদবেন না। চিৎকার করেই কেঁদে নিন খানিকক্ষণ।

নিজের জন্য কিছু করুন
অনেক সময় আমাদের মন খারাপ হয় যখন আমরা অনেক কিছু আশা করে থাকি এবং তা ভেঙে যায়। এটি আমাদের মানসিকতার উপর অনেক বেশি প্রভাব ফেলে থাকে। তাই সাইকোলজিস্টগন বলেন, এইধরনের মন খারাপ দূর করতে চাইলে নিজের মনের শান্তির জন্য কিছু করা উচিত। এতে করে নিজ থেকেই মন খারাপ দূর হয়ে যাবে।

পানি পান করুন
অনেক সময় ডিহাইড্রেশনের জন্য আমাদের মানসিক চাপ বেড়ে যায় এবং মন খারাপটি আরও বেশি করে আমাদের সামনে চলে আসে। তাই মন খারাপ দূর করতে পানি পান করে নিন এক নিঃশ্বাসে ১ গ্লাস। পানি পানের ফলে অনেকটা হালকা হয়ে যাবে মন।

Find out fast, easy 9 Ways to mind!

Lifestyle Desk: much more upset if they do have a negative influence on the normal course. It did not work properly, and can be seen in many cases there is likely to be wrong. And when you have the urge to do this again, that decisions are taken, it is bad for the next life. But that's no reason to be upset. We really have no control over. The mind has to be good models for our own control. So let's have a quick mind, let's have some way to quick.


Talk to any of his
More about the feeling that he gets to talk at all about what would be good for your mind. Share with anyone possibly because half of it is taken. So his mind to talk to anyone about it.

Also went out to visit
Another good way to improve your mood is not in a place to come back. If sitting at home or anywhere else will not mind at all. Read out. Madame and landscaping to roam and walking the mind is very fast.

Give yourself the gift of fun things to eat
Choose your favorite fun to eat. Some kinds of foods, especially chocolate. The remarks will be generated automatically. If you like playing in the brain 'seretenina called liking hormone is produced.

Embraced and kissed Khan
Several studies have found that when the mind is like the mind of your favorite people embracing kissed. If you kiss your mother hugged too upset to eat. Or a loved one are embracing kissed mind just 1 minute.

Take a deep breath
When will upset a lot of pressure and it will be in our brain and emotional turmoil and stress will increase. This thing will not mind if I can not fix. So take a deep breath and slowly drop. Rilaksa the brain and stress will decrease. Reduce the level of upset.

Keep in mind that the head is removed from the
While keeping myself busy and try to forget the bad things in mind. Because the word, the more time you'll have to head Expand your trouble. The creative mind of any work, the choice of which one to keep. It would be far from the mind of the mind.

To cry
According saikolajistadera when we cry out to us that the hormone is produced in the brain, it takes away the bad things in mind. If you feel so much more upset and crying alone in his thinking. Do not lie or hide silently. Take some time without crying tears.

Do something for yourself
Many of us are upset when we do not expect a lot, and it was broken. This is our mentality has greater impact. So saikolajistagana he wants to get rid of such bad things should be for peace of mind. The mind will be removed automatically.

Drink Water
Dehydration can increase stress for a long time and moves in front of us even more upset. So to get rid of bad breath and 1 glass of water to drink. Water, the light will be a lot of minds.

জেনে নিন, যেসব কথাবার্তায় মুহূর্তে প্রেমে পড়বেন আপনি!

জেনে নিন, যেসব কথাবার্তায় মুহূর্তে প্রেমে পড়বেন আপনি!

সময়ের কণ্ঠস্বর ডেস্ক : আমেরিকার স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক এর এক মনোবিজ্ঞানী আর্থার অ্যারোন ১৯৯৭ সালে প্রেমের অনুভূতি নিয়ে গবেষণা করেন। দেখা যায়, দুটো মানুষ হঠাৎ করেই একে অপরের প্রতি খুব বেশি মনোযোগ দেওয়া শুরু করেছেন, তারা তীব্র আকর্ষণ বোধ করছেন এবং সুখ অনুভব করছেন। খুব অল্প সময়ের মধ্যেই এই পরিবর্তন আসতে পারে।


নিউ ইয়র্ক টাইমস-এ তার এই গবেষণাটি ‘মডার্ন লাভ কলাম’ নামে প্রকাশিত হয়েছে। বেশ কিছু প্রশ্ন এবং জবাব রয়েছে যার মাধ্যমে আপনি সম্পূর্ণ অপরিচিত একজনের প্রেমে পড়ে যেতে পারেন।

এ গবেষণায় অ্যারোন দুই দলে মানুষ ভাগ করে নেন। একটি দলে জুটিবদ্ধভাবে নারী-পুরুষ কথা বলতে থাকেন। এভাবে তারা একে অপরের সঙ্গে টানা ৪৫ মিনিট কথা বলেন। অপর দল সবাই মিলে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন। যারা জুটিবদ্ধ হয়ে আলাপ করছিলেন, তাদের মাঝে সম্পর্ক অনেক এগিয়ে যায়। তারা নিজের পছন্দ-অপছন্দের বিষয়ে আলাপ করেন।

পরে এদের আরেকটু গভীর বা একান্ত বিষয় নিয়ে আলাপ করতে বলা হয়। এভাবে বেশ কয়েক দফা তারা ৪৫ মিনিট ধরে আলাপচারিতায় সময় কাটান। ছয় মাসের মধ্যে দেখা যায়, একটি জুটি একে-অপরের প্রেমে পড়ে যায়।

এখানে দেখুন অ্যারোনে সেই প্রশ্নের সেট। এগুলো গবেষণায় অংশগ্রহণকারীদের আলাপচারিতায় প্রবেশ করিয়ে দেওয়া হয়েছিল।
১. যদি একজনকে বেছে নিতে বলা হয়, তবে কার সঙ্গে ডিনারে যেতে ইচ্ছুক?
২. বিখ্যাত হতে চান? তবে কোন উপায়ে?
৩. মোবাইলে কল করার সময় কি আগে থেকে ঠিক করে নেন কি বলবেন এবং কেন?
৪. দিনটিকে মনের মতো করতে আপনার কি কি প্রয়োজন?
৫. শেষ কবে আপনি নিজের বা অন্যকারো আনন্দে খুশী হয়েছেন?
৬. আপনি ৯০ বছর বয়স পর্যন্ত যদি বাঁচেন এবং শেষ ৬০ বছর তিরিশ বছরের তরুণের তারুণ্য ফিরে পান, তবে কি করবেন?
৭. কিভাবে মরতে চান, এ নিয়ে কোনো গোপন ইচ্ছা রয়েছে?
৮. তিনটি বিষয়ের কথা বলুন যা আপনি এবং আপনার প্রিয় মানুষটির মাঝে দেখতে চান।
৯. জীবনের কোন বিষয়ের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করবেন?
১০. বড় হয়ে ওঠার সময় একটি বিষয় বদলে ফেলার সুযোগ পেলে কোনটি বদলে করবেন?
১১. নিজের জীবন সম্পর্কে চার মিনিটি কিছু বলুন।
১২. আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই যদি একটি দক্ষতা অর্জন করেন, তবে কোনটি চাইবেন?
১৩. যদি একটি ক্রিস্টাল বল জীবনের সবকিছু বলে দিতে পারে, তবে কি জানতে চাইবেন?
১৪. বহুদিন ধরে যদি কোনো স্বপ্ন পুষে রাখেন, তবে তা পূরণ করছেন না কেন?
১৫. জীবনের সবচেয়ে বড় অর্জন কি?
১৬. বন্ধুত্বের মাঝে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বের সঙ্গে দেখেন?
১৭. আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতি কি?
১৮. আপনার সবচেয়ে ভয়ংকর স্মৃতি কি?
১৯. যদি আগামী এক বছরের মধ্যে মারা যাবেন বলে জানতে পারেন, তাহলে জীবনযাপনের কোন বিষয়টি বদলে ফেলবেন?
২০. আপনার কাছে বন্ধুত্বের মানে কি?
২১. ভালোবাসা ও স্নেহ আপনার জীবনে কি ভূমিকা রেখেছে?
২২. পার্টনারের সঙ্গে ভালো কিছু শেয়ার করতে হলে কোন ৫টি করবেন?
২৩. আপনার শৈশব কি অন্যদের চেয়ে বেশি সুখের ছিলো?
২৪. মায়ের সঙ্গে আপনার সম্পর্ক কতটা বন্ধুত্বপূর্ণ?
২৫. একসঙ্গে দুজন বসে থাকা অবস্থায় মনের তিনটি সত্য প্রকাশ করুন।
২৬. ‘এমন কেউ থাকতো যে তার সঙ্গে আমি…..শেয়ার করতে পারতাম’, শূন্যস্থান পূরণ করুন।
২৭. পার্টনারের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে ওঠাতে চাইলে কোন বিষয়টি গুরুত্বের সঙ্গে বলবেন।
২৮. অপরের কোন বিষয়টি ভালো লাগছে তা সততার সঙ্গে বলুন।
২৯. জীবনের অস্বস্তিকর কোনো অভিজ্ঞতার কথা তুলে ধরুন।
৩০. শেষ কবে কারো সামনে কেঁদেছিলেন?
৩১. ইতিমধ্যে ভালো লেগেছে এমন কোনো বিষয় পার্টনারের কাছে তুলে ধরুন।
৩২. কৌতুক করার ক্ষেত্রে খুব সিরিয়াস বিষয় কোনটি?
৩৩. যদি মৃত্যুর আগে প্রিয়জনকে কিছু বলার থাকে, তবে তা কি এবং এখনো কেন বলেননি?
৩৪. বাড়ি আগুন লাগলে প্রিয়জনকে বাঁচানোর পর আর কি বাঁচাতে ছুটে যাবেন?
৩৫. পরিবারের কার মৃত্যুতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন এবং কেন?
৩৬. ব্যক্তিগত একটি সমস্যা তুলে ধরে পার্টনারের কাছে পরামর্শ চান।

Find out who you fall in love with the conversation now!

The voice on the American State University of New York in 1997, a psychologist Arthur Aaron studied the feeling of love. Can be seen, two people suddenly paid much attention to each other, they feel a strong attraction and feel happiness. This may change very soon.


In this study, in the New York Times 'Modern Love column' name has been published. There are several questions and answers which you can fall in love with someone totally unfamiliar.

Aaron took two groups of people to share in the study. A group of men and women say jutibaddhabhabe. Thus, they said to each other, drawn 45 minutes. The other group was together, engage in conversation. Talk to the people who were together, the relationship between them is far ahead. They talked about his preference.

Then they were asked to talk about a deeper or personal issues. Thus, they have quite a few times over the 45 minutes spent in conversation. Can be seen in six months, the pair fell in love with each other.

The set of questions here ayarone. They were given to the participants enter the conversation.
1. If you had to choose one, but with whom you want to go to dinner?
II. Want to be famous? But, anyhow?
3. Before the phone call was just what to say and why?
4. What you need to do the day of the mind?
5. The last time you were happy with the joy of your own, or anyone?
6. If you survive the last 60 years up to the age of 90 years young youth get back thirty years, but what to do?
7. How you want to die, so there is no secret desires?
8. Tell us three things you want to see your favorite among the people.
9. Grateful for the things in life do?
10. Growing up in a matter of time, rather than what will get the chance to change?
11. Tell us something about yourself, four mini.
1. Leaving tomorrow morning to acquire a skill, but none want?
13. If a crystal ball that can give everything in life, but you'll want to know what?
14. If you put the long cherished dream, but it would not have been met?
15. What is the greatest achievement in life?
16. What do you see the importance of friendship between?
17. What is your most important memories?
18. What is your most terrible memories?
19. If you can learn to die within the next year, no matter if life will change?
0. What is the meaning of friendship to you?
21. Played a role in your life with love and affection?
Twenty. If something like this to share with a partner, not 5?
3. What your childhood was happier than others?
4. How friendly your relationship with your mother?
5. Three men sitting together in the mind to reveal the truth.
6. One who was with her that I could ... seyara, to fill the gap.
7. No matter if you want to leverage the deep friendship with partner will seriously.
8. Talk honestly with each other, no matter what you feel like.
9. Give an experience life uncomfortable.
30. The last time somebody crying in front of?
31. Like the partner raise any issues.
3. Which is a very serious issue in the sport?
33. If you have something to say before the death of loved ones, and yet why did they do it?
34. House fire after saving one's ever going to rush to save?
35. Family whose death was the most difficult and why?
36. Highlights a problem with the private partner would like to suggest.

Tuesday, January 13, 2015

প্রেম করুন এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমান

প্রেম করুন এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমান
ব্যর্থ প্রেমিক ছাড়া প্রেম ব্যাপারটা দোষে গুণে সবার কাছেই বেশ আকর্ষণের । প্রেম নিয়ে আহ্লাদীপনার দাপটটা এবার কয়েকগুণ বাড়িয়ে নেওয়ার ভরপুর কারণের হদিশ দিলেন এক হৃদরোগ বিশেষজ্ঞ । শুধু মন নয়, একটা হৃষ্টপুষ্ট প্রেমের সম্পর্ক আপনার হৃদয়টিকেই ভালবেসে আদর যত্নে ভরিয়ে রাখে ।

ফিনল্যান্ডের একটি সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে বিবাহিত পুরুষ ও মহিলাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা অবিবাহিতদের থেকে অনেক কম ।

ভ্যান্ডারবিল্ট হার্ট অ্যান্ড ভাসকুলার ইন্সটিটিউটের হৃদয় বিশেষজ্ঞ জুলি ডাম্পের মতে প্রেমে পড়লে শরীরে নিউরো-হরমোনাল পরিবর্তন আসে যা শরীরের পক্ষে খুবই ভাল । রক্তসংবহন তন্ত্রেও এই পরিবর্তন অত্যন্ত ভাল প্রভাব ফেলে ।

জুলি জানিয়েছেন কোনও ব্যক্তির চাপ ও দুঃশ্চিন্তার সঙ্গে শরীরে বিভিন্ন হরমোনের লেভেলের তারতম্য ঘটে । ভালবাসার মানুষকে নিশ্চিন্তে এক বাক্স ডার্ক চকোলেট দিতে পারেন ।কারণ এটা আপনার হার্টের পক্ষে অত্যন্ত উপকারী ।

To love and to minimize the risk of heart attack
Love without fail boyfriend found it quite interesting in regard to everyone. Dapatata ahladipanara love the enhanced to a cardiologist gave ample reasons tracing. Not just the mind, a healthy relationship is to fill your hrdayatikei loving caress care.

A recent study in Finland came from married men and women singles are much less likely to develop heart failure.

Vanderbilt Heart and Vascular Institute Heart Specialist Julie dump fell in love with the Neuro-Hormonal changes in the body, which is very good for the body. This change is very well affect the blood circulation system.

Julie said the body of a person's stress hormone levels varies with concern. People love a box of dark chocolate can safely karana It is highly beneficial for the heart.

পৃথিবীর ভয়ংকর ১০টি জায়গা


পৃথিবীতে ভূত বলে আদৌ কোন কিছু আছে নাকি সে নিয়ে বিতর্কের শেষ নেই । তবে বিজ্ঞান ভুতের অস্তিত্বকে স্বীকার করে না । কিন্তু তবুও মানুষ ভূত ভয় পায়, কেউ কেউ তো নিজ চোখে ভূত দেখেছে বলেও দাবিও করে । পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক জায়গা আছে যেখানে গেলে ভূতদের দেখা মেলে বলে শোনা যায় ! তেমনি কয়েকটি জায়গার বর্ননা থাকছে আজকের লেখায় ।


চাঙ্গি বীচ, সিঙ্গাপুর: চাঙ্গি বীচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি জায়গা । ‘সোক চিং’ যুদ্ধ সংঘটিত হবার সময় জাপানিরা নিজেদের বিরোধী ভেবে অনেক অনেক নিরীহ চীনা নাগরিককে হত্যা করে তারপর তাদেরকে এখানে কবর দেয় আর সেই থেকে এই জায়গাটি পরে নাকি হয়ে ওঠে ভূতুড়ে । এখানে রাত হলে শুরু হয় ভূতুড়ে সব কাজ কারবার । মনে হয় দূর থেকে কিছু মানুষ কান্না করতে করতে সামনের দিকে এগিয়ে আসছে । অনেক পর্যটক কিছু না জেনে এখানে রাত্রে বেলা ঘুরতে আসে আর ফেরার সময় নিয়ে যায় অদ্ভুত এক অভিজ্ঞতা । এখন পর্যন্ত প্রায় হাজার খানেক মানুষ এমন কান্নাকাটি শোনার কথা স্বীকার করেছে । আর স্থানীয়ও কেউ এখানে রাতের বেলা ভুল করেও আসে না ।

স্ক্রিমিং টানেল, নায়াগ্রা ফলস: কুখ্যাত জায়গার মধ্যে অন্যতম একটি জায়গা এটি । এখানকার মানুষেরা বলে আপনি যদি এই টানেলের ভেতরে একটি ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালান তবে সেটি আগুনের গোলা টানেলের বাইরে চলে যাবে আর আপনি একটি ছোট্ট মেয়ের চীৎকার দেবার আওয়াজ শুনতে পাবেন যা খুবই ভয়ানক । এখানকার বাসিন্দারা সব সময় সেখানে যেতে মানা করে ।

ভাঙ্গার দুর্গ, ইন্ডিয়া: এটি ইন্ডিয়ার রাজস্থানের পাশে অবস্থিত । এখানকার মানুষের মুখে শোনা যায় এই জায়গাটির ওপর নাকি অনেক অভিশাপ আছে । কোন এক পুরনো ঋষি এই জায়গারটির ওপর অভিশাপ দিয়েছিল যে যারা এখানে মারা যাবে তাদের আত্মা সারা জীবন এইখানে বন্দী থাকবে । সব চেয়ে আশ্চর্যও জনক ব্যাপার হচ্ছে এখানকার কোন বাড়ির ছাদ নেই আর সবগুলো বাড়ির ছাদ তৈরি করার সময় নাকি সেগুলা নাকি হঠাতই ভেঙ্গে পড়ে । শোনা যায় সন্ধ্যার পড়ে এই দূর্গে যারা গিয়েছে তারা আজ পর্যন্ত ফিরে আসেনি ! এখনকার সরকার পর্যটকদের সন্ধ্যার পর সেখানে যেতে পুরোপুরি নিষেধ করে দিয়েছে ।

মন্টে ক্রিস্টো, অস্ট্রেলিয়া: এই বাড়ির মালিক মিসেস ক্রাওলি তার স্বামীর মৃত্যুর পরবর্তী ২৩ বছরে মাত্র ২ বার বাড়ির বাইরে বের হয়েছিল । এবং তার মৃত্যুর পর আজও নাকি তাকে এই বাড়িতে ঘুরে বেড়াতে দেখা যায় । এই বাড়ির ভেতর থেকে যারা ঘুরে এসেছে তাদের মুখ থেকে এর সত্যতা মেলে । তারা বলে বাড়ির ভেতরে গেলে মনে হয় কে যেন আয়নার সামনে দাড়িয়ে আছে আবার হুট করে মিলিয়ে যাচ্ছে । তারা আরও বলেন যখন তারা ক্রাওলির ঘরে প্রবেশ করে তখন প্রত্যেকে রূদ্ধশ্বাস পরিস্থিতির ভেতরে ছিলেন এবং তাদের মনে হচ্ছিলো যেন তাদের সারা গায়ে কেমন রক্তবর্ণের আভা দেখা দিচ্ছে । কিন্তু পরবর্তীতে যখন তারা ঐ বাড়ি থেকে বের হয়ে আসে তখন নাকি আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায় ।

ডোমিনিকান হিল, ফিলিপাইনস: সবাই বলে এখানে নাকি যুদ্ধের সময় যারা আহত হতো তাদের চিকিৎসা দেয়া হতো । আর চিকিৎসারত অবস্থায় যারা মারা যেত তাদের এখানেই কবর দেয়া হতো । পরবর্তীতে জায়গাটি পরিত্যক্ত ঘোষণা করা হয় । এখানকার মানুষেরা বলে রাত হলে এখান থেকে নাকি অদ্ভুত রকমের সব শব্দ পাওয়া যায় । কখনো গুলির শব্দ, কখনো মানুষের বাঁচার জন্য আর্তনাদ ইত্যাদি । ভয়ে এখানে কেউ আসে না। আর যারা টুরিস্ট আসে তারা দূর থকে দেখেই চলে যায় ।

Is there anything at all that the world of demons, he is not the end of the debate. But science does not recognize the existence of ghost. But people are afraid of ghosts, some even claim to have seen a ghost with my own eyes. Different parts of the world where there are so many places to match the demons can be heard! This article explains a few places remain so.


Changi Beach, Singapore: Changi Beach is a place used during World War II. "Sok Ching 'time of war against the Japanese consider themselves killed many innocent Chinese citizens, and then buried them here, and since then this place became a ghostly or later. Here starts the ghostly night to deal with all the work. From a distance it seems to some people to tears coming forward. Many tourists do not know anything that comes around here at night and goes back in time to experience the odd one. There are thousands of people listening to the cry has confessed. Localized and does not come without a mistake one night here.

Skrimim tunnels, Niagara Falls: One of the infamous place to find a place. The people say that if you stick a match inside the tunnel fire with fire, but it can get out of the tunnel and you'll hear a little girl, she was very frightening. The residents are not to go there all the time.

Demolished the castle, India: India, Rajasthan, is located next to it. Or a lot of people had heard of the curse on this place. No one on the old sage who cursed this jayagaratira here who will die in the life of the spirit is captured here. The strange thing here is there is no roof or the Quran or the time to create all of the roof collapsed ♪ all at once. The fort can be heard in the evening for those who did not return until they are gone! The present government has prohibited the tourists go there in the evening.

Monte Cristo, Australia: The owner of the house of her husband's death, Mrs. kraoli next 3 years were the only two times out of the house. And after his death is still to be seen whether she traveled home. Who in turn came from inside the house to match the authenticity of their mouths. Who is in the house when they are standing in front of the mirror, the rush is over. They said when they entered the room, everyone breathless kraolira situation was inside and the outside of them and how they seemed to have seen a whole bunch of purple. But later, when they come out of the house once again, when everything goes back to normal.

Dominican Hill, Philippines: Is everyone here who were injured during the war, those who were treated. The treatment of the people who died here, was buried them. The place was abandoned. The people say that the odd night or all of the words are found here. Gunshots ever, ever scream for people to live on. Fear does not come in here. From far away, they can see who comes to tourist.