Saturday, January 3, 2015

প্রিয় মানুষটিকে ৮ টি অভিনব উপায়ে বলুন ‘ভালোবাসি’

প্রিয় মানুষটিকে ৮ টি অভিনব উপায়ে বলুন ‘ভালোবাসি’
ভালোবাসার মাঝে যে আনন্দ, অনুভূতি আছে তা পৃথিবীর অন্য কিছুতে নেই। নিশ্চয়ই আপনার পছন্দের মানুষটিকে খুব ভাল ভালোবাসেন? কিন্তু তাকে ভালোবাসি কথাটি জানাতে মাঝে মাঝে খুব কষ্টকর হয়ে যায়। কীভাবে তাকে সুন্দর ভাবে ভলোবাসি কথাটি বলা যায়? কেমন করে বললে মানুষটি খুশি হবে? তাই চলুন আজ জেনে নিই কিছু মিষ্টি উপায় যার মাধ্যমে আপনার প্রিয় মানুষটিকে ‘ভালোবাসি’ কথাটি বলতে পারবেন খুব সহজেই কিন্তু রোমান্টিক ভাবে।
ক্যাসেটে ভালোবাসার কথা

ক্যাসেট প্লেয়ার ও ক্যাসেট নিশ্চয়ই আপনার বাসায় আছে। যদিও আজকাল খুব কম মানুষের বাড়িতে এগুলো থাকে। কারণ যুগ পাল্টেছে। কিন্তু যদি থাকে একটি ক্যাসেট নিয়ে তাতে প্রিয় মানুষটির জন্য কিছু কথা রেকর্ড করুন ও তাকে শুনতে বলুন। বা মোবাইলেও ভয়েস রেকর্ড করে দিতে পারেন।
একটু অন্যরকম রোমান্টিক কবিতা

আপনার ভালোবাসার মানুষটিকে আপনি ভালোবাসেন এই কথাটি জানাতে যে তাকে ‘ আমি তোমাকে ভালোবাসি বা I LOVE YOU’ কথাটিই যে বলতে হবে এমন কোন কথা নেই। একটু ভিন্ন ভাবে সঙ্গীকে ভালোবাসি কথাটি বললে সেও খুশী হবে। তাই খুব সুন্দর একটি কবিতা জাতে ভালোবাসি কথাটির সমস্ত ভাষা বলে দেয়া আছে আর খুব রোমান্টিক তেমন একটি প্রিয় মানুষটিকে পড়ে শোনান।
চিরকুটে লিখে দিন কিছু কথা

চিরকুট ব্যাপারটি কিন্তু খুব অসাধারণ। ভালোবাসি কথাটি খুব সুন্দর ভাবে জানানোর জন্য এর থেকে দারুণ উপায় আর হয়না। যেমন বিছানার পাশে কিংবা এমন কোন জায়গায় যেখানে আপনার সঙ্গী খুব সহজেই হাত বাড়ালে পেয়ে যাবে চিরকুটটি।
একটু অন্য ভাষায় ভালোবাসি বলুন

আমরা সাধারণত বাংলায় ও ইংলিশে ভালোবাসি কথাটি বেশি বলে থাকি। কিন্তু আপনি অন্য কোন ভাষায় আপনার সঙ্গীকে ভালোবাসি কথাটি বলতে পারেন। হয়তো সে বুঝবেনা কিন্তু আজকাল তো ইন্টারনেটে সবকিছুই পাওয়া একটু কষ্ট করলে সঙ্গী বুঝে নিতে পারবে আপনার অন্যরকম এই ভাষার মানেটি।
মনের কথাগুলো বলে ফেলুন চিঠিতে

অনেক আগে যখন প্রেম-ভালোবাসার সম্পর্ক তৈরি হতো নারী পুরুষের মধ্যে তখন একে অপরকে চিঠিতেই ভালোবাসি কথাটি বলে থাকতেন। কারণ তখন ছিল না মোবাইল ফোন, ইন্টারনেট। কিন্তু আজকাল খুব মানুষই চিঠি লিখে থাকেন। তাই আপনি আপনার প্রিয় মানুষটিকে একটি ভালোবাসায় ভরপুর চিঠি দিতে পারেন।
তার পছন্দের কোন উপহার দিন

প্রিয় মানুষটি খুশি থাকুক তা কে না চায়। সঙ্গীকে খুশী রাখতে দিতে পারেন তার খুব পছন্দের কোন উপহার এবং তার মাঝে দিয়ে দিন পছন্দের কোন চকলেট। ছোট্ট একটি কার্ডে লিখে দিতে পারেন ভালোবাসি কথাটি।
রোমান্টিক কোন গান

এমন কোন একটি গান যা প্রিয় মানুষটি শুনলেই বুঝতে পারেবন যে আপনই তাকে কতটা ভালোবাসেন। তাই এমন কিছু গান বেছে নিন।

 8 fancy way to say 'love' your Dear
Sometimes the joy of love, the feeling that there is something else in the world. Indeed, the very best love to your special one? But sometimes it is very difficult to tell him that the word love. He knew how beautiful the way the word is it? How to tell a man to be happy? So let's assume that the way in which some of the sweets of your favorite people 'love' can very easily but romantic way to say the word.
Cassette to love

Cassette player and cassette must have in your home. Although nowadays there are very few people in the house. Changed the era. But if any of the cassette and record some of your favorite people, and to hear him speak. Or cell phones can record voice.
A little different romantic poetry

Tell your loved ones that you love him, the word 'I love you or I LOVE YOU' is one thing to say that there is no such thing. Companion, said he would be happy to refer you love a little different way. So very beautiful love poems knows all the words have been spoken language that is very romantic and read a loved one.
Some write note

Notes about but very unusual. The word love is a great way for a very nice way to do it. Beside the bed or your partner as well as a place where you can easily note the hand extended.
Tell us a little love in other languages

We usually say more than words Bengal and alphonso love. But you can say the word love your partner in any other language. Maybe he found a little trouble bujhabena but nowadays the internet all the difference to your partner will be able to understand the meaning of this language.
Remove the words of the letter

Love-love relationship was made long ago, when the women were saying to each other love letters. And it was not because of mobile phones, the Internet. But nowadays people wrote letters are too. So you can give your loved one is a love letter to the fastener.
Give the gift of his choice

Who does not want to be the favorite people happy. Happy companion to keep you in the very choice of the day with a choice between a gift and no chocolate. The word love can write a small card.
Any songs romantic

You will be able to hear a song that is a favorite person how much he loves the apanai.

No comments:

Post a Comment