Thursday, January 1, 2015

জেনে নিন , যে ১০টি কারণে ভালো ছেলেরা প্রেমিকা পায় না !

জেনে নিন , যে ১০টি কারণে ভালো ছেলেরা প্রেমিকা পায় না !

নিউজ ডেস্ক : ছেলেটি খুব ভালো। নম্র-ভদ্র স্বভাবের, কারো সাথে খারাপ ব্যবহার করে না, লেখাপড়ায়ও ভালো। অন্যদিকে ক্যারিয়ার সচেতন, মা-বাবার খেয়াল রাখে, সমাজে সকলেই তাঁদেরকে ভালো ছেলে হিসাবে জানে। একটু লক্ষ্য করলেই দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই এই ভালো ছেলেগুলোর প্রেমিকা হয় না। বা প্রেমিকা হলেও সম্পর্ক স্থায়ী হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই মন ভাঙার যন্ত্রণা ছেলেটি একা বহন করে বেড়ায়। কেন হয় এমন? সেই প্রশ্নের জবাব রইলো এই ফিচারে।

১) গায়ে পড়া স্বভাব নেই

ভালো ছেলেরা শুধু মেয়ে কেন, কারো সাথেই গায়ে পড়ে আলাপ করতে পারেন না। এমনকি কেউ আলাপ করতে এলেও অনেকেই নিজের মাঝে গুটিয়ে থাকেন। ফলে তাঁদের পরিচিত মানুষের পরিধি হয় অনেক কম। আর মেয়েদের সাথে পরিচয়ও হয় কম।

২)তারা ছলকলা বোঝে না

প্রেম করতে ও কোন মেয়েকে প্রেমে ফেলতে গেলে একটু কৌশল, একটু ছলকলা জানতেই হয়। বলাই বাহুল্য যে ভালো ছেলেরা এসব থেকে একশ হাত দূরে থাকেন এবং এগুলো বোঝেনও না। প্রেমের সপ্ত ছলকলা এদের রপ্তের বাইরেই থেকে যায়।

৩) ভালো ছেলেরা “বোরিং” হয়

মেয়েদের একটা চিরকালের আগ্রহ আছে একটু খারাপ ছেলেদের প্রতি। তাঁদের প্রেমিকা হওয়াকে মেয়েদের কাছে একটা চ্যালেঞ্জ মনে হয়। অন্যদিকে ভালো ছেলেদেরকে তাঁদের চোখে মনে হয় “বোরিং”।

৪) মায়ের কথা মেনে চলে

বেশিরভাগ ভালো ছেলে মায়ের কথা খুব শোনে। মায়ের পছন্দ ছাড়া বিয়ে করবো না, কিংবা সব সিধান্তে মাকে শামিল করে তারা। এই ব্যাপারটা বেশিরভাগ মেয়ে পছন্দ করে না।

৫) ক্যারিয়ার নিয়ে বেশী সচেতন

বেশিরভাগ ভালো ছেলেই নিজের লেখাপড়া ও ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত থাকেন। আর এই সবের মাঝেই হারিয়ে যায় প্রেম ও অন্যান্য ব্যাপার। যখন বুঝতে পারেন, ততক্ষণে দেরি হয়ে গেছে।

৬) মিথ্যা বলতে পারে না

প্রেমের সম্পর্কে টুকটাক নির্দোষ মিথ্যা থাকেই। নিজের সম্পর্কে একটু বাড়িয়ে বলা, নিজেকে একটু হিরো সাজিয়ে উপস্থাপন করা ইত্যাদি ভালো ছেলেরা পারেই না একদম। ফোলে মেয়েরাও পটে না সহজে।

৭) শুরুতেই সিরিয়াস হয়ে যায়

কারো সাথে প্রথম প্রথম ডেটিং-এই এই ধরণের ছেলেরা খুব বেশী সিরিয়াস হয়ে যায়। মেয়েটির ওপরে অধিকার ফলাতে থাকে। আর এটাই সম্পর্কটাকে সামনে এগোতে বাঁধা দেয়।
৮) প্রচণ্ড আবেগী হয়

বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ছেলেরা হয় প্রচণ্ড আবেগী ও স্পর্শকাতর। এরা খুব অভিমানী স্বভাবেরও হয়। তাই তুচ্ছ কারণে এদের সম্পর্ক ভাঙে এবং নতুন সম্পর্ক হয় না।

৯) খারাপ মেয়েদের খপ্পরে পড়ে

বেশিরভাগ ভালো ছেলেই সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য বুঝতে পারে না। ফলে তারা পুরুষ লোভী কিছু খারাপ মেয়েদের খপ্পরে পড়ে। এবং অন্য মেয়েদের উপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলে।

১০) সম্পর্কভীতি কাজ করে

প্রেম করলে কী হবে? যদি বিয়ে না করতে পারি? বাসায় জানলে কী হবে? কীভাবে প্রপোজ করবো… সম্পর্ক নিয়ে ইত্যাদি হরেক রকম ভীতি কাজ করে অনেকের মনেই। আর এর ফলে তাঁদের প্রেম করাটাই হয়ে ওঠে না।

Please note that due to the good guys lover gets 10!
News Desk: The boy is very good. Bland-behaved nature, not bad with anyone, studies like this. The career, takes care of parents, society, everyone knows them as the good boy. You will see that in most cases this is done by a young lady does not like boys. Or lover, but the relationship did not last. He goes alone to bear the pain of breaking up in most cases. Why is that? In the future, the question remained.

1) There is no disposition on the reading

Guys like girls, that's why you can not talk with anyone on the left. Even in the midst of his talk, but many are closed. As a result, the scope is much less known. Less than girls met.

Ii) They do not understand chalakala

When a woman to love and to love a little strategy, a little chalakala is essential. Needless to say these guys are like that, and they're far from the hundred hands is not bojhenao. Love Seven chalakala remained outside their field.

3) Good Boys "guess" is

Have an interest in a little bad boys girls forever. Being a lover of women think they are a challenge. Their eyes are like the boys "guess".

4) adhere to the mother

Very much like to hear most of the boy's mother. Mom will not marry without love, and they joined the sidhante mother. Most girls do not like this thing.

5) more aware of career

Most of the good boys are too busy with their studies and career. I love to get lost in the midst of all this, and the other thing. When realized, already late.

6) can not tell a lie

Love easing innocent lie FIG. Exaggeration little bit about yourself, to present himself as a hero of occurrence across not just good guys. Women canvas swell easily.

7) In the beginning was serious

Some of these guys with the first dating becomes too serious. The girl on the right is produce. This relationship is bound to go.
8) is a severe emotional

Most of the good guys are very emotional and sensitive. They are very touchy sbabhaberao. So trivial, so their relationship is not broken, and new relationships.

9) bad girls fall prey to

Most do not understand the difference between right and wrong, like son. Some men are greedy and they fall prey to bad girls. And on the other girls lose faith.

10) samparkabhiti works

What happens if you love? If you can not get married? What do you have at home? How do prapoja ... etc assorted fear that people thinking about the relationship. As a result, they became the love itself.

No comments:

Post a Comment