Tuesday, January 6, 2015

প্রথম মিলনের সময় যে ব্যাপারগুলো মনে রাখা জরুরী

লাইফস্টাইল ডেস্ক : যৌনতা জড়িয়ে আছে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে। তাই এই বিষয়ে লজ্জা পাবার কিছু নেই। বিশেষ করে জীবনের প্রথম যৌন মিলন প্রসঙ্গে। আমাদের সমাজে সাধারণত বিয়ের আগে যৌন মিলনকে প্রশ্রয় দেয়া হয় না। আর যেহেতু যৌনতা বিষয়ে বিশেষ কথা বলতে আমরা অভ্যস্ত নই, তাই অনভিজ্ঞতার কারণে বেশিরভাগ নারী-পুরুষেরই প্রথম যৌন মিলনের অভিজ্ঞতা সুখকর হয় না। জেনে রাখুন ৭টি বিষয়, যা জীবনের প্রথম যৌন মিলনের ক্ষেত্রে কাজে আসবে আপনার।

১) যৌন মিলন খুবই স্বাভাবিক একটি শরীরবৃত্তীয় ব্যাপার, এটা নিয়ে ভয় বা সংকোচ করার কিছু নেই। প্রথম যৌন মিলনেই যে আপনার দুর্দান্ত পারফর্মেন্স হবে, এমনটা ভাববেন না। এমনটা আশাও করবেন না। তবে হ্যাঁ, যত নার্ভাস হবেন, যৌন মিলনের অভিজ্ঞতা তত খারাপ হবে। তাই প্রথম মিলনের আগে অবশ্যই পর্যাপ্ত মানসিক প্রস্তুতি রাখুন।

২) প্রথম যৌন মিলনে খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় অধিকাংশ পুরুষের। এটা নিয়ে ঘাবড়ে যাবেন না। নিজে পুরুষত্বহীন বা দুর্বল ভাববেন না। কয়েকঘণ্টা বিরতি দিয়ে আবার চেষ্টা করুন। আগের চাইতে ভালো ফল পাবেন।

৩) প্রথম যৌন মিলনের সময় প্রত্যেক নারীই ব্যথা পাবেন, এই ব্যাপারটির জন্য মানসিক প্রস্তুতি রাখুন। ব্যথা পাবেন, সামান্য রক্তপাত হবে। এই বিষয়টি নিয়ে একদম ঘাবড়ে যাবেন না। পরবর্তীতে একটু জ্বালাপোড়াও করতে পারে। তবে বিষয়টি সাময়িক। কয়েক ঘণ্টার মাঝেই ঠিক হয়ে যাবে। যদি রক্তপাত বন্ধ না হয় বা জ্বালাপোড়া বেশি করে, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন।

৪) পুরুষ সঙ্গী একটু বিশেষ খেয়াল রাখবেন, যদি নারী সঙ্গীরও এটা প্রথম যৌন অভিজ্ঞতা হয়ে থাকে। জোর করে যোনিতে প্রবেশের চেষ্টা করবেন না। কিংবা বল প্রয়োগ করবেন না। খুব আদরের সাথে চেষ্টা করুন। সঙ্গিনীকে পর্যাপ্ত উত্তেজিত করুন, পুরো বিষয়টি সহজ হয়ে আসবে দুজনের জন্যই।

৫) প্রথম যৌন মিলনে বেশিরভাগ নারীরই অরগাজম আসবে না, কেননা নারীদের অরগাজমের সাথে অভিজ্ঞতার ব্যাপারটি জড়িয়ে আছে। তাই এটা নিয়ে হতাশ হবেন না।

৬) যৌন মিলনের ক্ষেত্রে প্রথম সতর্কতার নাম হচ্ছে গর্ভসঞ্চার রোধ করা। আর এই কাজে সবচাইতে সহায়ক হচ্ছে কনডম। পুরুষেরা অবশ্যই কনডম ব্যবহার করুন। প্রথম যৌন মিলনের ক্ষেত্রে এটাই বেশি উপযোগী। তবে কনডমের ব্যবহার প্রণালি খুব ভালোভাবে জেনে নিন।

৭) প্রথম যৌন মিলনেই কেউ গর্ভধারণ করতে চান না। তবে গর্ভ নিরোধক ব্যবস্থা গ্রহনের পরেও অনভিজ্ঞতার কারণে ভুল হয়ে যেতে পারে। যেমন সঠিক সময়ে কনডম ব্যবহার করতে না পারা, কনডমে ফুটো হয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া ইত্যাদি। এমন ঘটনা ঘটে গেলে সাহায্য নিতে হবে জরুরী গর্ভনিরোধক পিলের। আইপিল বা সমমানের যে কোন ওষুধ কাজে আসবে। খুব ভালো হয় ডাক্তারের সাথে পরামর্শ করে নিলে।

Lifestyle Desk: sexuality are inextricably intertwined with our lives. So there is nothing to be ashamed about. Especially in the context of first sexual intercourse. Our society is not normally indulge in sex before marriage union. Talk about sex, especially since we are not accustomed to, mostly due to the inexperience of the man's first sexual experience of women is not the case. Know of 7, which will help you in case of the first sexual intercourse.

1) sex is quite normal for a physical thing, it does not have anything to fear or hesitation. The first sexual milanei great performance that you would not think so. Do not expect that. But yes, the nervous, sexual experience will be so bad. Keep adequate mental preparation before the first mating.

Ii) the first sexual intercourse was ejaculating too fast, most of the men. Do not panic about it. Do not think one's manhood or weak. Break few hours and try again. I want to get better results.

3) The first sexual intercourse every woman will not hurt, keep yourself prepared for this phenomenon. Will not hurt, will be a little bleeding. Do not panic at this point. Can the little irritation. However, it is temporary. Within a few hours will be OK. If you do not stop the bleeding or irritation over, then the doctor will go.

4) Remember that the male partner is a bit if a woman's first sexual experience is sangirao. Do not try to force entry into the vagina. Or do not use force. Try it with a very beloved. Companion sufficiently excited, the whole thing will be easier for both.

5) The first sexual intercourse will not aragajama narirai mostly because women are involved in the matter of experience with aragajamera. So it will not be disappointed.

6) The name of the first warning for sexual intercourse to prevent pregnancy. The condom is the most helpful. Men, of course, use a condom. This is more useful in the case of the first sexual intercourse. However, the use of condoms to drain very well know.

7) Do not want to become pregnant in the first sexual milanei. However, due to the inexperience of the womb after taking preventive measures can not go wrong. At the right time, such as how to use a condom, the condom leakage or rupture on. Emergency contraceptive pills should be taken to help the incident. Aipila or equivalent drugs that will work. It is better to consult a doctor if.

No comments:

Post a Comment