জেনে নিন, প্রেমের সম্পর্কে সুখ ও শান্তি ধরে রাখার সহজ উপায়গুলো!
লাইফস্টাইল ডেস্ক : বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভুলে যাই যে সম্পর্ক হচ্ছে চর্চা করার বিষয় প্রেম হোক বা দাম্পত্য, আপনি যদি এটা ধরে নেন যে মানুষটি চিরকাল কাছেই থাকবে, তাহলে সম্পর্ক তিলে তিলে ক্ষয়ে যেতে থাকে। মনে রাখতে হবে যে মানুষের মন নিয়ত পরিবর্তনশীল। আজ যিনি আপনাকে ভীষণ ভালোবাসেন, কিছুদিন পর হয়তো আপনার অবহেলা আর অভিমান তাঁকে ঠেলে দেবে অনেক দূরে। আর তাই, কাউকে কাছে চাইলে তাঁকে ধরে রাখার চেষ্টাটা করতে হবে খুব।
কিন্তু কীভাবে অটুট রাখবেন ভালোবাসার বন্ধন? জেনে নিন আপনার সম্পর্কে সুখ ও শান্তি ধরে রাখার কিছু উপায়।
১) ভালবাসুন নিঃশর্ত। এই ভালোবাসায় যেন কোন খাদ না থাকে, তাঁকে যা দেবেন বা তার জন্য যা করবেন সেগুলো থেকে কোন বিনিময় প্রত্যাশা রাখবেন না। এটা মোটেও আশা করবেন না যে তিনিও আপনার জন্য একই কাজ করবেন। দাবী ছেড়ে দিয়ে নিঃস্বার্থ ভাবে যেটুকু করতে পারেন, কেবল সেটুকুই করুন ভালোবাসায়।
২) হ্যাঁ, মাঝে মাঝে হয়তো ছোট ছোট কিছু নির্দোষ মিথ্যা সম্পর্কের জন্য ভালো। কিন্তু তার মানে এই নয় যে সব কিছু নিয়েই মিথ্যা বলবেন কিংবা সত্য গোপন করবেন। সম্পর্কে ভালোবাসা অটুট থাকে, ভরসার জায়গা তৈরি হয় সত্য বলার ব্যাপারে। যদি একান্ত আপন মানুষটার কাছ থেকেও সব গোপন করতে হয়, তাহলে জীবনে অশান্তির সীমা থাকবে না। বরং এমন কাজ থেকে বিরত থাকুন যা নিজের আপন মানুষটিকে বলা যায় না।
৩) জীবনে একটি মানুষ আছে, তিনি আপনাকে ভীষণ ভালোবাসেন- এই ব্যাপারটিকে কখনো চিরস্থায়ী ধরে নেবেন না। বা এই ব্যাপারির ফায়দা তোলার চেষ্টা করবেন না। অনেকেই একটি সম্পর্কে সেটল হয়ে যাবার পর সেটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। তখন সঙ্গী বা সঙ্গিনীকে বাদ দিয়ে অন্য স্থানে সম্পর্ক খোঁজেন, এদিকে সঙ্গী বা শঙ্গিনিকেও ত্যাগ করেন না। তার মনে হয়-“ও টো আছেই”! এ কথা কখনোই ভুলে যাবেন না যে আপনি যা করতে পারেন, সেটা কিন্তু তাঁর দ্বারাও সম্ভব!
৪) এটা প্রকাশ করতে কখনোই ভুলবেন না যে আপনি তাঁকে কতটা ভালোবাসেন বা কতটা প্রবলভাবে নিজের জীবনে কামনা করেন। প্রশংসা ও উপহার হচ্ছে এটা বলার সবচাইতে ভালো মাধ্যম। সঙ্গী বা সঙ্গিনী যে সর্বদা এটাই অনুভব করেন যে আপনার জীবনে তিনি খুবই গুরুত্বপূর্ণ। এই অনুভব সম্পর্ককে মজবুত রাখে।
৫) যদি বিবাহিত দম্পতি হয়ে থাকেন, তাহলে কখনোই দূরে থাকবেন না শারীরিক সম্পর্ক থেকে। শারীরিক সম্পর্ক অনেক কিছুরই সমাধান। বিবাহিত জীবনে যৌনতা ভালোবাসা প্রকাশের একটা মস্ত বড় হাতিয়ার। তবে এই যৌন সম্পর্ককে একঘেয়ে করে ফেলবেন না। নতুন যা অ্যাডভেঞ্চার করতে চান সেগুলো সঙ্গী বা সঙ্গিনীকে সাথে নিয়েই করুন। জীবনে সর্বদা একটা নতুনত্ব বজায় থাকবে।
Find out about love, happiness and peace in simple ways to maintain!
Lifestyle Desk: in most cases, we forget that love is a matter of practice or marital relationship, if you took it that will close forever, you have to decrease in relation to torture. Keep in mind that the human mind is constantly moving. Today the great love you, after a few days, maybe a lot of you will negligence and arrogance led him away. So, if you want to someone to hold him to cestata too.
But how to keep intact the bond of love? Find out about some of the ways of capturing the happiness and peace.
1) unconditional love. This love is not no bass, which will give him or her to do that, do not expect any money from them. It certainly did not expect that he will do the same for you. You can leave a claim whatever selfless way, the love of his improvement.
B) Yes, sometimes it is good for some small harmless false relationship. But that does not mean anything at all to do with a lie or hide the truth. Remained about love, is to create trust to tell the truth. All from the privacy of his man to hide, then you will not have to limit the rural life. But refrain from doing that which can be called one's own person.
3) There is a man's life, he would not hold you forever in this matter very bhalobasena. Do not try to take advantage of these Bepari. That says to me that many people lose interest after that. Other than the partner or companion to pursue the relationship, the partner will not leave sanginikeo. His think- "and has tow!" Will never forget the things that you can do, but also accompanied by her!
4) Do not forget that it never express how much you love him, or how much of life is strongly desired. Praise and gifts are the best way to say it. Partner that always feel that he is very important in your life. This feeling is stronger relationship.
5) If you are a married couple, you do not really stay away from the physical relationship. Things to resolve a sexual relationship. Marital sex is a great tool for the expression of love. However, sexual relations do not monotonic. If you are new to adventure along with the partner or companion. Life will always remain a novelty.
লাইফস্টাইল ডেস্ক : বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভুলে যাই যে সম্পর্ক হচ্ছে চর্চা করার বিষয় প্রেম হোক বা দাম্পত্য, আপনি যদি এটা ধরে নেন যে মানুষটি চিরকাল কাছেই থাকবে, তাহলে সম্পর্ক তিলে তিলে ক্ষয়ে যেতে থাকে। মনে রাখতে হবে যে মানুষের মন নিয়ত পরিবর্তনশীল। আজ যিনি আপনাকে ভীষণ ভালোবাসেন, কিছুদিন পর হয়তো আপনার অবহেলা আর অভিমান তাঁকে ঠেলে দেবে অনেক দূরে। আর তাই, কাউকে কাছে চাইলে তাঁকে ধরে রাখার চেষ্টাটা করতে হবে খুব।
কিন্তু কীভাবে অটুট রাখবেন ভালোবাসার বন্ধন? জেনে নিন আপনার সম্পর্কে সুখ ও শান্তি ধরে রাখার কিছু উপায়।
১) ভালবাসুন নিঃশর্ত। এই ভালোবাসায় যেন কোন খাদ না থাকে, তাঁকে যা দেবেন বা তার জন্য যা করবেন সেগুলো থেকে কোন বিনিময় প্রত্যাশা রাখবেন না। এটা মোটেও আশা করবেন না যে তিনিও আপনার জন্য একই কাজ করবেন। দাবী ছেড়ে দিয়ে নিঃস্বার্থ ভাবে যেটুকু করতে পারেন, কেবল সেটুকুই করুন ভালোবাসায়।
২) হ্যাঁ, মাঝে মাঝে হয়তো ছোট ছোট কিছু নির্দোষ মিথ্যা সম্পর্কের জন্য ভালো। কিন্তু তার মানে এই নয় যে সব কিছু নিয়েই মিথ্যা বলবেন কিংবা সত্য গোপন করবেন। সম্পর্কে ভালোবাসা অটুট থাকে, ভরসার জায়গা তৈরি হয় সত্য বলার ব্যাপারে। যদি একান্ত আপন মানুষটার কাছ থেকেও সব গোপন করতে হয়, তাহলে জীবনে অশান্তির সীমা থাকবে না। বরং এমন কাজ থেকে বিরত থাকুন যা নিজের আপন মানুষটিকে বলা যায় না।
৩) জীবনে একটি মানুষ আছে, তিনি আপনাকে ভীষণ ভালোবাসেন- এই ব্যাপারটিকে কখনো চিরস্থায়ী ধরে নেবেন না। বা এই ব্যাপারির ফায়দা তোলার চেষ্টা করবেন না। অনেকেই একটি সম্পর্কে সেটল হয়ে যাবার পর সেটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। তখন সঙ্গী বা সঙ্গিনীকে বাদ দিয়ে অন্য স্থানে সম্পর্ক খোঁজেন, এদিকে সঙ্গী বা শঙ্গিনিকেও ত্যাগ করেন না। তার মনে হয়-“ও টো আছেই”! এ কথা কখনোই ভুলে যাবেন না যে আপনি যা করতে পারেন, সেটা কিন্তু তাঁর দ্বারাও সম্ভব!
৪) এটা প্রকাশ করতে কখনোই ভুলবেন না যে আপনি তাঁকে কতটা ভালোবাসেন বা কতটা প্রবলভাবে নিজের জীবনে কামনা করেন। প্রশংসা ও উপহার হচ্ছে এটা বলার সবচাইতে ভালো মাধ্যম। সঙ্গী বা সঙ্গিনী যে সর্বদা এটাই অনুভব করেন যে আপনার জীবনে তিনি খুবই গুরুত্বপূর্ণ। এই অনুভব সম্পর্ককে মজবুত রাখে।
৫) যদি বিবাহিত দম্পতি হয়ে থাকেন, তাহলে কখনোই দূরে থাকবেন না শারীরিক সম্পর্ক থেকে। শারীরিক সম্পর্ক অনেক কিছুরই সমাধান। বিবাহিত জীবনে যৌনতা ভালোবাসা প্রকাশের একটা মস্ত বড় হাতিয়ার। তবে এই যৌন সম্পর্ককে একঘেয়ে করে ফেলবেন না। নতুন যা অ্যাডভেঞ্চার করতে চান সেগুলো সঙ্গী বা সঙ্গিনীকে সাথে নিয়েই করুন। জীবনে সর্বদা একটা নতুনত্ব বজায় থাকবে।
Find out about love, happiness and peace in simple ways to maintain!
Lifestyle Desk: in most cases, we forget that love is a matter of practice or marital relationship, if you took it that will close forever, you have to decrease in relation to torture. Keep in mind that the human mind is constantly moving. Today the great love you, after a few days, maybe a lot of you will negligence and arrogance led him away. So, if you want to someone to hold him to cestata too.
But how to keep intact the bond of love? Find out about some of the ways of capturing the happiness and peace.
1) unconditional love. This love is not no bass, which will give him or her to do that, do not expect any money from them. It certainly did not expect that he will do the same for you. You can leave a claim whatever selfless way, the love of his improvement.
B) Yes, sometimes it is good for some small harmless false relationship. But that does not mean anything at all to do with a lie or hide the truth. Remained about love, is to create trust to tell the truth. All from the privacy of his man to hide, then you will not have to limit the rural life. But refrain from doing that which can be called one's own person.
3) There is a man's life, he would not hold you forever in this matter very bhalobasena. Do not try to take advantage of these Bepari. That says to me that many people lose interest after that. Other than the partner or companion to pursue the relationship, the partner will not leave sanginikeo. His think- "and has tow!" Will never forget the things that you can do, but also accompanied by her!
4) Do not forget that it never express how much you love him, or how much of life is strongly desired. Praise and gifts are the best way to say it. Partner that always feel that he is very important in your life. This feeling is stronger relationship.
5) If you are a married couple, you do not really stay away from the physical relationship. Things to resolve a sexual relationship. Marital sex is a great tool for the expression of love. However, sexual relations do not monotonic. If you are new to adventure along with the partner or companion. Life will always remain a novelty.
No comments:
Post a Comment