Android Phone কেনার আগে যা যা জেনে রাখা উচিত
বর্তমানে Android Smart ব্যাপক জনপ্রিয়। সবাই চায় একটা ভালো মানের Android Smart Phone কিনতে।
কিন্তু Android Smart Phone সম্পর্কে সবার ভালো ধারনা নেই, বিশেষ করে নতুন ব্যাবহারকারী যার। যারা নতুন ইউজার বা নতুন ফোন কিনবেন তাদের জন্য এই পোষ্টটি।।
Android SmartPhone (স্মার্টফোন)
প্রকৃত পক্ষে Android ফোনকে ফোন না বলে একটি Mini Computer বলা যেতে পারে। একটি ভাল মানের প্রসেসর অনেক দ্রুত কাজ করতে সাহায্য করবে। আর Ram যত বেশি হবে, তত বেশি ও বড় Application এবং Games চালাতে পারবেন। GPU হচ্ছে Graphic Processing Unitএর সংক্ষিপ্ত রূপ। GPUএর প্রধান কাজ হচ্ছে মোবাইলের Displayতে যেসব জিনিস আসবে, সেগুলোকে Process করা এবং অন্য আরেকটি Processor, যার কাজ শুধু Graphics Process করা।। যেমন:- ভিডিও, গেমস।
GPU Powerful হলে HD Games ও HD Videos চালানো কোন ব্যাপার নয়।
Android Smart Phone কেনার আগে যেসব বিষয় জেনে রাখা উচিত তা নিন্মে সংক্ষেপে আলোচনা করা হলো
প্রসেসর (Processor)
যেসব কাজগুলো প্রসেসর করতে পারে, তাকে বলা হয় ইন্সট্রাকশন (Instraction) সেট। একটি অ্যান্ড্রয়েড ফোন কেনার আগে প্রথমেই দেখতে হবে ইন্সট্রাকশন সেট কোনটি। পুরাতন ফোনের প্রসেসরের থাকে ARMV6 বা ARM11 ইন্সট্রাকশন সেট, যেটা এখনকার যুগের নতুন কোন বড়সড় অ্যাপলিকেশন বা গেম চালাতে পারে না। এখন আর ARMv6 ফোন না কেনাই ভাল। ইন্সট্রাকশনের তথ্য আপনি ফোনের স্পেসিফিকেশন দেখলেই পেয়ে যাবেন। যদি ARMv7 বা এর পরের হয়, প্রসেসরটি উন্নতমানের। এরপর হচ্ছে প্রসেসরের গঠন বা আর্কিটেকচার। কাজ শুধু জানলেই হবেনা, বলিষ্ঠ শক্তিশালী হতে হবে।।
Processor Architecture
ARMv7-এর মধ্যে Architecture (আর্কিটেকচার) মুলত পাঁচ ধরনের।
এগুলো হচ্ছেঃ--> Cortex A5, A7, A8, A9 ও A15..
প্রত্যেকটি কোম্পানিই এই পাঁচ ধরনের Architecture (আর্কিটেকচার) মেনেই Processor তৈরি করা হয়ে থাকে। Cortex A5 মূলত অনেক পুরাতন ও বেশ দুর্বল। অন্যদিকে Cortex A15 সবচেয়ে শক্তিশালী। সম্প্রতি সময়ে বাজারে আসা Android Smart Phone কেনার সময় সম্ভব হলে Cortex A9 দেখে নেয়া উচিত। আর তা না হলে Cortex A7.. তবে Cortex A5 এর স্মার্টফোন না নেয়াই ভাল। কিন্তু যারা ফোনে HD Games খেলে না বা
HD Video দেখে না, তাদের জন্য আবার Cortex A5 দেখে নেওয়াই ভালো। কারন Cortex A5 আর্কিটেকচারের প্রসেসরগুলো খুবই কম Battery Use করে, যার ফলে ফোনে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।
**প্রসেসরের আরেকটি ব্যাপারটি হলো NEON সাপোর্ট।
NEON কঠিন কিছু না। NEON Supported হলে আপনার ফোনের প্রসেসর উচ্চ মানের ভিডিও সরাসরি প্লে করতে বা চালাতে পারবে।
>> Clock Speed বা প্রসেসরের কাজের গতি:-->
Clock Speed যত বেশি হবে, ততো ভাল।
>> প্রসেসরের আরেকটি বিষয়, Processor মাল্টিকোর (MultiCore) কিনা? Dual Core মানে দুইটি প্রসেসর, Quad Core মানে ৪টি। প্রসেসর। ঠিক এমনি ভাবে Hexa Core মানে ৬টি প্রসেসর এবং Octa Core মানে ৮টি প্রসেসর। প্রসেসরের Coreই সবকিছু না। প্রসেসর কোন Architecture এর সেটা বড় ব্যাপার। যেমন Dual Core Cortex A9 এর স্কোর যদি হয় 40, Quad Core Cortex A7 এর স্কোর হবে 50.. তবে HD Games খেলার জন্য Quad Core বা তারচেয় বেশি Core দেখে কেনা উচিত। তাই প্রথমে দেখা উচিৎ প্রসেসর ইন্সট্রাকশন সেট ও আর্কিটেকচার।।
Ram (Random Access Memory)
আমাদের মেমোরি কার্ড বা ফোন মেমোরি প্রসেসর যে হারে কাজ করে, সেই হারে ডাটা পরে দিতে পারেনা। তাই
ডাটা আগে Ramএ নেয়া হয়, যা অনেক দ্রুত কাজ করে।
Ram যতো বেশি, ততো বেশি ডাটা দ্রুত প্রসেসরে যেতে পারে। ফলে ফোন অনেক দ্রুত কাজ করে ফেলতে পারে। Ramএরও Speed এবং আর্কিটেকচার (Architecture)
আছে। Ram মুলত তিন ধরনের হয়।
যথাঃ--> DDR-1, DDR-2 ও DDR-3..
DDR-1 Ramএর চেয়ে DDR-2 ভালো ও স্পীড বেশী,
ঠিক একইভাবে DDR-2 এর চেয়ে DDR-3 ভালো এবং স্পীড বেশি।. 512MB Ram যুক্ত ফোন নিতে পারেন তবে 1GB বা তার বেশী হলে ভাল হয়। Ram যত বেশী হবে ফোন ততো দ্রুত কাজ করবে।।
জিপিইউ (GPU: Graphics Processing Unit)
Android Smart Phoneএ GPU একটি গুরুত্বপূর্ণ বিষয়।
নিচে বিভিন্ন শ্রেণীর GPUএর তালিকা দেওয়া হলো।।
>> প্রথম শ্রেণীর GPU:-
Adreno 420, Adreno 330, PowerVR G6430, ARM Mali-T628, PowerVR GSX 544 MP4, ARM Mali-T604, NVIDIA GeForce Tegra 4, PowerVR SGX543 MP4, Adreno 320, PowerVR SGX543 MP2, PowerVR SGX545, PowerVR SGX544
>> দ্বিতীয় শ্রেণীর GPU:-
Adreno 305, Adreno 225, ARM Mali-400 MP4, NVIDIA GeForce ULP (Tegra 3), Broadcom VideoCore IV, Adreno 220, ARM Mali-400 MP2, NVIDIA GeForce ULP (Tegra 2), PowerVR GSX540
>> তৃতীয় শ্রেণীর GPU:-
Adreno 200, Andreno 205, Andreno 203, Mali 400, Tegra, PowerVR 531 Etc...
এখানে শ্রেণী মানেই সবকিছু না। প্রায় সব ধরনের গেমই তৃতীয় শ্রেণীর GPUতেও চলে। তবে যতো ভালো GPU হবে, তত ভালো পারফরম্যান্স পাওয়া যাবে। তাই যতদূর
বাজেটে সম্ভব নতুন GPU দেখে ফোন কেনা উচিৎ।
>> GPUএর সাথে সম্পর্কিত একটি বিষয় হচ্ছে Screen Resolution.. Resolution বেশি হলে বেশি Pixel অর্থাৎ বেশি ডাটা GPUকে Process করতে হয়। তাই
ফোনে রেজুলেশন বেশি হলে, শক্তিশালী GPU থাকতেই
হবে, নাহলে ফোন অনেক Slow কাজ করবে। আর আরেকটি বিষয় হচ্ছে HD Video, তালিকায় সব GPUই HD Video চালাতে সক্ষম। তবে 1080P HD Videoএর জন্যে অন্তত দ্বিতীয় শ্রেণীর GPU থাকতে হবে। 720P HD Video সবগুলোই GPU চালাতে পারবে।
ডিসপ্লে (Display)
Display একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোন Technology এর Display আপনি চান তা পছন্দ করা। Market এ বর্তমানে Amoled, Retina, IPS,LCD ইত্যাদি বিভিন্ন ধরনের ডিসপ্লে সম্পন্ন Mobile পাওয়া যায়। এগুলোর Picture Quality/ Brightness/Angling View/Clearness/ Sharpness ইত্যাদি ব্যাপারগুলো অনেক গুরুত্বপূর্ণ।
Screen Size
আরেকটি ব্যাপার হচ্ছে Screen Size। আপনি যদি বড় স্ক্রিন পছন্দ করেন তাহলে 5"-5.5" , আর ছোট পছন্দ করলে 4"-4.5" দেখে কেনা ভালো।
PPI(Pixels Per Inch)
PPI যদি কম হয় , তবে ফোনে ভাল মানের Graphics পাবার আশা করা যায় না। তবে PPI যত বেশি, ফোনের দামও ততো বেশি! PPI-250 নিচে না কেনাই ভালো। ফোনের Resolution যতো বেশী হবে, PPI ও ততো বেশী হবে।
Touch
বর্তমানে Capacitive আর Resistive দুই ধরনের টাচ
টেকনোলজি বাজারে আছে। ভুল করেও Resistive Touchএর ফোন কিনবেন না! কারন Resistive Touch অনেক ঝামেলার।
Protection
ভালো মানের Protection থাকলে Screen এ Scratch বা দাগ পড়ার কোন সম্ভাবনা থাকে না। Protection এর মধ্যে রয়েছে Corning Gorilla Glass 1st,2nd, 3rd Generation ইত্যাদি।
ক্যামেরা (Camera)
অনেকে মনে করেন যে, ফোনে HD Video Recording শুধু ক্যামেরার সেন্সরের উপর নির্ভর করে। কিন্তু মোবাইলের 720P এবং 1080P ভিডিও রেকর্ডিং আসলে ভালো GPU এবং CPUএর উপর নির্ভর করে। ক্যামেরার সেন্সর শুধু ছবি বা ভিডিও রেকর্ড করে। পরবর্তী পর্যায়ে কিন্তু সেটি চলে যায় সিপিইউ এবং জিপিইউ কাছে প্রকিয়াকরণ (Rendering) এর জন্য।।
মেমোরি (Memory)
ফোনে যদি SD Card Slot না থাকে, তবে Internal Mass Storage Minimum 16/32GB আছে কিনা দেখে নিন। আর SD CardSlot থাকলে তো আরো ভালো। SD Card আলাদা কিনলে, অবশ্যই Class 10 দেখে কিনুন।।
সর্বপরি
কম্পিউটারের কনফিগারেশনের মতোই স্মার্টফোন কেনার সময়ও আপনাকে পুরো কনফিগারেশনকেই বিচারে রাখতে হবে। উপরের বিষয় গুলোর সাথে সাথে অন্য সব Features (যেমন:- 3G, Battery Backup, HTML-5, Flash Player Supported কিনা, GPS ইত্যাদি) মিলিয়ে বাজেটের ভিতর সবচেয়ে সেরা ফোনটি বেছে নিন। Specifications দেখে আপনি কেবল প্রাথমিকভাবে আপনার পছন্দের ফোনটি Select করবেন। ফোনে আসলেই পারফরম্যান্স কেমন, বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি ইত্যাদি বিষয়গুলো আপনাকে সেট হাতে নিয়ে দেখতে হবে। তাই নিজে নেড়েচেড়ে না দেখে কেবল স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে কখনো ফোন না কেনাই ভালো।।
Android Phone which should know before buying
The Android Smart popular. Everyone wants to buy a good quality Android Smart Phone.
Not a good idea for all of the Android Smart Phone, which is especially for new users. For those who buy a new user or a new phone .. this post
Android SmartPhone (smartphone)
In fact, Android phone to phone can be called a Mini Computer. A good quality processors will help you work faster. The Ram will be higher, you can run more and bigger Application and Games. GPU is the short form of Graphic Processing Unit. Display on mobile GPU's main job will be the thing, they Process and another Processor, which is just .. Graphics Process For example: - video games.
When GPU Powerful HD Videos HD Games and run does not matter.
Android Smart Phone should know before buying those issues are described ninme
Processor (Processor)
The tasks may processor is called Instruction (Instraction) set. Will see the first set of instructions before buying an Android phone none. If the old phone ARMV6 or ARM11 processor instruction set, which is now a major application or game may not run the new era. ARMv6 phones now do better buying. If you look at the specification of the phone will receive instructions for the information. Or next to the ARMv7 processor quality. The structure or architecture of the processor. Knowing not just sturdy, be strong ..
Processor Architecture
ARMv7- in Architecture (Architecture) basically five types.
These are: -> Cortex A5, A7, A8, A9 and A15 ..
Each of the five types of companies Architecture (Architecture) has been made in accordance Processor. Cortex A5 the old and weak. The Cortex A15 is the most powerful. Recently come on the market at the time of purchase, if possible, Cortex A9 Android Smart Phone should be seen. Otherwise, the Cortex A5 Cortex A7 .. smartphone is not worth taking. But those are not the phone playing HD Games
HD Video not seen them face to see the Cortex A5. It is very low Battery Use Cortex A5 processors architecture, allowing the phone long battery backup is available.
** Processors, NEON support is another matter.
NEON not difficult. The high-quality video directly on your phone's processor NEON Supported to play or not to play.
>> Clock Speed or processor speeds: ->
Clock Speed will be higher, the closer the better.
>> Another thing processor, Processor multicore (MultiCore) is? This means two processor Dual Core, Quad Core means 4. Processor. Thus, the meaning of the Hexa Core 6 Octa Core processor and processor means 8. E Core processor does everything. Processor Architecture of no matter what. Dual Core Cortex A9, as if the score is 40, Quad Core Cortex A7's score of 50 for the game .. The HD Games should be bought at Quad Core or Core taraceya more. You should have seen the first processor instruction set and architecture ..
Ram (Random Access Memory)
Our memory card or phone memory processor that operates at the same rate, then the data can not. So
The data are taken at the Ram, which works much faster.
Ram The more, the higher the data processor can be faster. This phone may not work much faster. Ram More Speed and Architecture (Architecture)
There. Are basically three types of Ram.
Namely: -> DDR-1, DDR-2 and DDR-3 ..
DDR-1 Ram DDR-2 is better than and greater speed,
Similarly, DDR-2 DDR-3 is good and the speed is more than .. If the phone can add 512MB Ram 1GB or more is good. Ram will be the ones that will work on phones as soon ..
GPU (GPU: Graphics Processing Unit)
Android Smart Phone is an important issue in the GPU.
Below is a list of different classes GPU ..
>> First-class GPU: -
Adreno 420, Adreno 330, PowerVR G6430, ARM Mali-T628, PowerVR GSX 544 MP4, ARM Mali-T604, NVIDIA GeForce Tegra 4, PowerVR SGX543 MP4, Adreno 320, PowerVR SGX543 MP2, PowerVR SGX545, PowerVR SGX544
>> Second-class GPU: -
Adreno 305, Adreno 225, ARM Mali-400 MP4, NVIDIA GeForce ULP (Tegra 3), Broadcom VideoCore IV, Adreno 220, ARM Mali-400 MP2, NVIDIA GeForce ULP (Tegra 2), PowerVR GSX540
>> Third-class GPU: -
Adreno 200, Andreno 205, Andreno 203, Mali 400, Tegra, PowerVR 531 Etc ...
The class does not mean everything. Almost all of the third-class GPU gemai to also. The GPU is faster, more the better performance can be obtained. So far
Budget by the phone to buy the new GPU.
>> GPU is an issue related to the Screen Resolution .. Resolution much more data than the GPU Pixel is a Process. So
Resolutions over the phone if you have a powerful GPU
Will, otherwise the phone will work in many Slow. Another thing is that the HD Video, list all of the GPU to run the HD Video. 1080P HD Video of the GPU will be the least of the second class. 720P HD Video all GPU will run.
Display (Display)
Display an important issue. Display Technology of the choice you want. Market currently Amoled, Retina, IPS, LCD display, etc. Different types of finishes are available on Mobile. The Picture Quality / Brightness / Angling View / Clearness / Sharpness, etc. A lot of things are important.
Screen Size
Another thing is the Screen Size. If you would prefer the larger screen 5 "-5.5", and choose the smaller 4 "-4.5" It is better to buy.
PPI (Pixels Per Inch)
If PPI is low, the phone can not be expected to get good quality Graphics. The PPI higher, the higher the price of the phone! PPI-250 is down, like buying. More will be the phone's Resolution, PPI and logo will be higher.
Touch
Currently, two types of Capacitive and Resistive Touch
Technology market. Resistive Touch do not buy the phone without having to make a mistake! Resistive Touch because much trouble.
Protection
If good quality Protection Screen Scratch or stain is not a possibility at. Protection includes Corning Gorilla Glass 1st, 2nd, 3rd Generation, etc.
Cameras (Camera)
Many people think that, on the phone, HD Video Recording, depending on the camera's sensor. But mobiles 720P and 1080P video recording depends on the good GPU and CPU. The camera sensor is just a picture or record a video. But it goes to the next stage of the CPU and the GPU processed (Rendering) for the ..
Memory (Memory)
If you do not have the phone SD Card Slot, the Internal Mass Storage Minimum 16 / 32GB check for. And even better if SD CardSlot. Buy a separate SD Card, Class 10 to buy the course ..
Overall
Like the configuration of the computer you are buying a smartphone should be in terms of the whole kanaphigaresanakei. In addition to the above things, all other Features (for example: - 3G, Battery Backup, HTML-5, Flash Player Supported whether, GPS, etc.) inside the overall budget, choose the best phone. Select your preferred phone will only initially see Specifications. Phone is really a sort of performance, build quality, display quality, etc. What you will see a set of hands. So do not play with the specifications based on looks alone are not buying the phone like never ..
বর্তমানে Android Smart ব্যাপক জনপ্রিয়। সবাই চায় একটা ভালো মানের Android Smart Phone কিনতে।
কিন্তু Android Smart Phone সম্পর্কে সবার ভালো ধারনা নেই, বিশেষ করে নতুন ব্যাবহারকারী যার। যারা নতুন ইউজার বা নতুন ফোন কিনবেন তাদের জন্য এই পোষ্টটি।।
Android SmartPhone (স্মার্টফোন)
প্রকৃত পক্ষে Android ফোনকে ফোন না বলে একটি Mini Computer বলা যেতে পারে। একটি ভাল মানের প্রসেসর অনেক দ্রুত কাজ করতে সাহায্য করবে। আর Ram যত বেশি হবে, তত বেশি ও বড় Application এবং Games চালাতে পারবেন। GPU হচ্ছে Graphic Processing Unitএর সংক্ষিপ্ত রূপ। GPUএর প্রধান কাজ হচ্ছে মোবাইলের Displayতে যেসব জিনিস আসবে, সেগুলোকে Process করা এবং অন্য আরেকটি Processor, যার কাজ শুধু Graphics Process করা।। যেমন:- ভিডিও, গেমস।
GPU Powerful হলে HD Games ও HD Videos চালানো কোন ব্যাপার নয়।
Android Smart Phone কেনার আগে যেসব বিষয় জেনে রাখা উচিত তা নিন্মে সংক্ষেপে আলোচনা করা হলো
প্রসেসর (Processor)
যেসব কাজগুলো প্রসেসর করতে পারে, তাকে বলা হয় ইন্সট্রাকশন (Instraction) সেট। একটি অ্যান্ড্রয়েড ফোন কেনার আগে প্রথমেই দেখতে হবে ইন্সট্রাকশন সেট কোনটি। পুরাতন ফোনের প্রসেসরের থাকে ARMV6 বা ARM11 ইন্সট্রাকশন সেট, যেটা এখনকার যুগের নতুন কোন বড়সড় অ্যাপলিকেশন বা গেম চালাতে পারে না। এখন আর ARMv6 ফোন না কেনাই ভাল। ইন্সট্রাকশনের তথ্য আপনি ফোনের স্পেসিফিকেশন দেখলেই পেয়ে যাবেন। যদি ARMv7 বা এর পরের হয়, প্রসেসরটি উন্নতমানের। এরপর হচ্ছে প্রসেসরের গঠন বা আর্কিটেকচার। কাজ শুধু জানলেই হবেনা, বলিষ্ঠ শক্তিশালী হতে হবে।।
Processor Architecture
ARMv7-এর মধ্যে Architecture (আর্কিটেকচার) মুলত পাঁচ ধরনের।
এগুলো হচ্ছেঃ--> Cortex A5, A7, A8, A9 ও A15..
প্রত্যেকটি কোম্পানিই এই পাঁচ ধরনের Architecture (আর্কিটেকচার) মেনেই Processor তৈরি করা হয়ে থাকে। Cortex A5 মূলত অনেক পুরাতন ও বেশ দুর্বল। অন্যদিকে Cortex A15 সবচেয়ে শক্তিশালী। সম্প্রতি সময়ে বাজারে আসা Android Smart Phone কেনার সময় সম্ভব হলে Cortex A9 দেখে নেয়া উচিত। আর তা না হলে Cortex A7.. তবে Cortex A5 এর স্মার্টফোন না নেয়াই ভাল। কিন্তু যারা ফোনে HD Games খেলে না বা
HD Video দেখে না, তাদের জন্য আবার Cortex A5 দেখে নেওয়াই ভালো। কারন Cortex A5 আর্কিটেকচারের প্রসেসরগুলো খুবই কম Battery Use করে, যার ফলে ফোনে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।
**প্রসেসরের আরেকটি ব্যাপারটি হলো NEON সাপোর্ট।
NEON কঠিন কিছু না। NEON Supported হলে আপনার ফোনের প্রসেসর উচ্চ মানের ভিডিও সরাসরি প্লে করতে বা চালাতে পারবে।
>> Clock Speed বা প্রসেসরের কাজের গতি:-->
Clock Speed যত বেশি হবে, ততো ভাল।
>> প্রসেসরের আরেকটি বিষয়, Processor মাল্টিকোর (MultiCore) কিনা? Dual Core মানে দুইটি প্রসেসর, Quad Core মানে ৪টি। প্রসেসর। ঠিক এমনি ভাবে Hexa Core মানে ৬টি প্রসেসর এবং Octa Core মানে ৮টি প্রসেসর। প্রসেসরের Coreই সবকিছু না। প্রসেসর কোন Architecture এর সেটা বড় ব্যাপার। যেমন Dual Core Cortex A9 এর স্কোর যদি হয় 40, Quad Core Cortex A7 এর স্কোর হবে 50.. তবে HD Games খেলার জন্য Quad Core বা তারচেয় বেশি Core দেখে কেনা উচিত। তাই প্রথমে দেখা উচিৎ প্রসেসর ইন্সট্রাকশন সেট ও আর্কিটেকচার।।
Ram (Random Access Memory)
আমাদের মেমোরি কার্ড বা ফোন মেমোরি প্রসেসর যে হারে কাজ করে, সেই হারে ডাটা পরে দিতে পারেনা। তাই
ডাটা আগে Ramএ নেয়া হয়, যা অনেক দ্রুত কাজ করে।
Ram যতো বেশি, ততো বেশি ডাটা দ্রুত প্রসেসরে যেতে পারে। ফলে ফোন অনেক দ্রুত কাজ করে ফেলতে পারে। Ramএরও Speed এবং আর্কিটেকচার (Architecture)
আছে। Ram মুলত তিন ধরনের হয়।
যথাঃ--> DDR-1, DDR-2 ও DDR-3..
DDR-1 Ramএর চেয়ে DDR-2 ভালো ও স্পীড বেশী,
ঠিক একইভাবে DDR-2 এর চেয়ে DDR-3 ভালো এবং স্পীড বেশি।. 512MB Ram যুক্ত ফোন নিতে পারেন তবে 1GB বা তার বেশী হলে ভাল হয়। Ram যত বেশী হবে ফোন ততো দ্রুত কাজ করবে।।
জিপিইউ (GPU: Graphics Processing Unit)
Android Smart Phoneএ GPU একটি গুরুত্বপূর্ণ বিষয়।
নিচে বিভিন্ন শ্রেণীর GPUএর তালিকা দেওয়া হলো।।
>> প্রথম শ্রেণীর GPU:-
Adreno 420, Adreno 330, PowerVR G6430, ARM Mali-T628, PowerVR GSX 544 MP4, ARM Mali-T604, NVIDIA GeForce Tegra 4, PowerVR SGX543 MP4, Adreno 320, PowerVR SGX543 MP2, PowerVR SGX545, PowerVR SGX544
>> দ্বিতীয় শ্রেণীর GPU:-
Adreno 305, Adreno 225, ARM Mali-400 MP4, NVIDIA GeForce ULP (Tegra 3), Broadcom VideoCore IV, Adreno 220, ARM Mali-400 MP2, NVIDIA GeForce ULP (Tegra 2), PowerVR GSX540
>> তৃতীয় শ্রেণীর GPU:-
Adreno 200, Andreno 205, Andreno 203, Mali 400, Tegra, PowerVR 531 Etc...
এখানে শ্রেণী মানেই সবকিছু না। প্রায় সব ধরনের গেমই তৃতীয় শ্রেণীর GPUতেও চলে। তবে যতো ভালো GPU হবে, তত ভালো পারফরম্যান্স পাওয়া যাবে। তাই যতদূর
বাজেটে সম্ভব নতুন GPU দেখে ফোন কেনা উচিৎ।
>> GPUএর সাথে সম্পর্কিত একটি বিষয় হচ্ছে Screen Resolution.. Resolution বেশি হলে বেশি Pixel অর্থাৎ বেশি ডাটা GPUকে Process করতে হয়। তাই
ফোনে রেজুলেশন বেশি হলে, শক্তিশালী GPU থাকতেই
হবে, নাহলে ফোন অনেক Slow কাজ করবে। আর আরেকটি বিষয় হচ্ছে HD Video, তালিকায় সব GPUই HD Video চালাতে সক্ষম। তবে 1080P HD Videoএর জন্যে অন্তত দ্বিতীয় শ্রেণীর GPU থাকতে হবে। 720P HD Video সবগুলোই GPU চালাতে পারবে।
ডিসপ্লে (Display)
Display একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোন Technology এর Display আপনি চান তা পছন্দ করা। Market এ বর্তমানে Amoled, Retina, IPS,LCD ইত্যাদি বিভিন্ন ধরনের ডিসপ্লে সম্পন্ন Mobile পাওয়া যায়। এগুলোর Picture Quality/ Brightness/Angling View/Clearness/ Sharpness ইত্যাদি ব্যাপারগুলো অনেক গুরুত্বপূর্ণ।
Screen Size
আরেকটি ব্যাপার হচ্ছে Screen Size। আপনি যদি বড় স্ক্রিন পছন্দ করেন তাহলে 5"-5.5" , আর ছোট পছন্দ করলে 4"-4.5" দেখে কেনা ভালো।
PPI(Pixels Per Inch)
PPI যদি কম হয় , তবে ফোনে ভাল মানের Graphics পাবার আশা করা যায় না। তবে PPI যত বেশি, ফোনের দামও ততো বেশি! PPI-250 নিচে না কেনাই ভালো। ফোনের Resolution যতো বেশী হবে, PPI ও ততো বেশী হবে।
Touch
বর্তমানে Capacitive আর Resistive দুই ধরনের টাচ
টেকনোলজি বাজারে আছে। ভুল করেও Resistive Touchএর ফোন কিনবেন না! কারন Resistive Touch অনেক ঝামেলার।
Protection
ভালো মানের Protection থাকলে Screen এ Scratch বা দাগ পড়ার কোন সম্ভাবনা থাকে না। Protection এর মধ্যে রয়েছে Corning Gorilla Glass 1st,2nd, 3rd Generation ইত্যাদি।
ক্যামেরা (Camera)
অনেকে মনে করেন যে, ফোনে HD Video Recording শুধু ক্যামেরার সেন্সরের উপর নির্ভর করে। কিন্তু মোবাইলের 720P এবং 1080P ভিডিও রেকর্ডিং আসলে ভালো GPU এবং CPUএর উপর নির্ভর করে। ক্যামেরার সেন্সর শুধু ছবি বা ভিডিও রেকর্ড করে। পরবর্তী পর্যায়ে কিন্তু সেটি চলে যায় সিপিইউ এবং জিপিইউ কাছে প্রকিয়াকরণ (Rendering) এর জন্য।।
মেমোরি (Memory)
ফোনে যদি SD Card Slot না থাকে, তবে Internal Mass Storage Minimum 16/32GB আছে কিনা দেখে নিন। আর SD CardSlot থাকলে তো আরো ভালো। SD Card আলাদা কিনলে, অবশ্যই Class 10 দেখে কিনুন।।
সর্বপরি
কম্পিউটারের কনফিগারেশনের মতোই স্মার্টফোন কেনার সময়ও আপনাকে পুরো কনফিগারেশনকেই বিচারে রাখতে হবে। উপরের বিষয় গুলোর সাথে সাথে অন্য সব Features (যেমন:- 3G, Battery Backup, HTML-5, Flash Player Supported কিনা, GPS ইত্যাদি) মিলিয়ে বাজেটের ভিতর সবচেয়ে সেরা ফোনটি বেছে নিন। Specifications দেখে আপনি কেবল প্রাথমিকভাবে আপনার পছন্দের ফোনটি Select করবেন। ফোনে আসলেই পারফরম্যান্স কেমন, বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি ইত্যাদি বিষয়গুলো আপনাকে সেট হাতে নিয়ে দেখতে হবে। তাই নিজে নেড়েচেড়ে না দেখে কেবল স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে কখনো ফোন না কেনাই ভালো।।
Android Phone which should know before buying
The Android Smart popular. Everyone wants to buy a good quality Android Smart Phone.
Not a good idea for all of the Android Smart Phone, which is especially for new users. For those who buy a new user or a new phone .. this post
Android SmartPhone (smartphone)
In fact, Android phone to phone can be called a Mini Computer. A good quality processors will help you work faster. The Ram will be higher, you can run more and bigger Application and Games. GPU is the short form of Graphic Processing Unit. Display on mobile GPU's main job will be the thing, they Process and another Processor, which is just .. Graphics Process For example: - video games.
When GPU Powerful HD Videos HD Games and run does not matter.
Android Smart Phone should know before buying those issues are described ninme
Processor (Processor)
The tasks may processor is called Instruction (Instraction) set. Will see the first set of instructions before buying an Android phone none. If the old phone ARMV6 or ARM11 processor instruction set, which is now a major application or game may not run the new era. ARMv6 phones now do better buying. If you look at the specification of the phone will receive instructions for the information. Or next to the ARMv7 processor quality. The structure or architecture of the processor. Knowing not just sturdy, be strong ..
Processor Architecture
ARMv7- in Architecture (Architecture) basically five types.
These are: -> Cortex A5, A7, A8, A9 and A15 ..
Each of the five types of companies Architecture (Architecture) has been made in accordance Processor. Cortex A5 the old and weak. The Cortex A15 is the most powerful. Recently come on the market at the time of purchase, if possible, Cortex A9 Android Smart Phone should be seen. Otherwise, the Cortex A5 Cortex A7 .. smartphone is not worth taking. But those are not the phone playing HD Games
HD Video not seen them face to see the Cortex A5. It is very low Battery Use Cortex A5 processors architecture, allowing the phone long battery backup is available.
** Processors, NEON support is another matter.
NEON not difficult. The high-quality video directly on your phone's processor NEON Supported to play or not to play.
>> Clock Speed or processor speeds: ->
Clock Speed will be higher, the closer the better.
>> Another thing processor, Processor multicore (MultiCore) is? This means two processor Dual Core, Quad Core means 4. Processor. Thus, the meaning of the Hexa Core 6 Octa Core processor and processor means 8. E Core processor does everything. Processor Architecture of no matter what. Dual Core Cortex A9, as if the score is 40, Quad Core Cortex A7's score of 50 for the game .. The HD Games should be bought at Quad Core or Core taraceya more. You should have seen the first processor instruction set and architecture ..
Ram (Random Access Memory)
Our memory card or phone memory processor that operates at the same rate, then the data can not. So
The data are taken at the Ram, which works much faster.
Ram The more, the higher the data processor can be faster. This phone may not work much faster. Ram More Speed and Architecture (Architecture)
There. Are basically three types of Ram.
Namely: -> DDR-1, DDR-2 and DDR-3 ..
DDR-1 Ram DDR-2 is better than and greater speed,
Similarly, DDR-2 DDR-3 is good and the speed is more than .. If the phone can add 512MB Ram 1GB or more is good. Ram will be the ones that will work on phones as soon ..
GPU (GPU: Graphics Processing Unit)
Android Smart Phone is an important issue in the GPU.
Below is a list of different classes GPU ..
>> First-class GPU: -
Adreno 420, Adreno 330, PowerVR G6430, ARM Mali-T628, PowerVR GSX 544 MP4, ARM Mali-T604, NVIDIA GeForce Tegra 4, PowerVR SGX543 MP4, Adreno 320, PowerVR SGX543 MP2, PowerVR SGX545, PowerVR SGX544
>> Second-class GPU: -
Adreno 305, Adreno 225, ARM Mali-400 MP4, NVIDIA GeForce ULP (Tegra 3), Broadcom VideoCore IV, Adreno 220, ARM Mali-400 MP2, NVIDIA GeForce ULP (Tegra 2), PowerVR GSX540
>> Third-class GPU: -
Adreno 200, Andreno 205, Andreno 203, Mali 400, Tegra, PowerVR 531 Etc ...
The class does not mean everything. Almost all of the third-class GPU gemai to also. The GPU is faster, more the better performance can be obtained. So far
Budget by the phone to buy the new GPU.
>> GPU is an issue related to the Screen Resolution .. Resolution much more data than the GPU Pixel is a Process. So
Resolutions over the phone if you have a powerful GPU
Will, otherwise the phone will work in many Slow. Another thing is that the HD Video, list all of the GPU to run the HD Video. 1080P HD Video of the GPU will be the least of the second class. 720P HD Video all GPU will run.
Display (Display)
Display an important issue. Display Technology of the choice you want. Market currently Amoled, Retina, IPS, LCD display, etc. Different types of finishes are available on Mobile. The Picture Quality / Brightness / Angling View / Clearness / Sharpness, etc. A lot of things are important.
Screen Size
Another thing is the Screen Size. If you would prefer the larger screen 5 "-5.5", and choose the smaller 4 "-4.5" It is better to buy.
PPI (Pixels Per Inch)
If PPI is low, the phone can not be expected to get good quality Graphics. The PPI higher, the higher the price of the phone! PPI-250 is down, like buying. More will be the phone's Resolution, PPI and logo will be higher.
Touch
Currently, two types of Capacitive and Resistive Touch
Technology market. Resistive Touch do not buy the phone without having to make a mistake! Resistive Touch because much trouble.
Protection
If good quality Protection Screen Scratch or stain is not a possibility at. Protection includes Corning Gorilla Glass 1st, 2nd, 3rd Generation, etc.
Cameras (Camera)
Many people think that, on the phone, HD Video Recording, depending on the camera's sensor. But mobiles 720P and 1080P video recording depends on the good GPU and CPU. The camera sensor is just a picture or record a video. But it goes to the next stage of the CPU and the GPU processed (Rendering) for the ..
Memory (Memory)
If you do not have the phone SD Card Slot, the Internal Mass Storage Minimum 16 / 32GB check for. And even better if SD CardSlot. Buy a separate SD Card, Class 10 to buy the course ..
Overall
Like the configuration of the computer you are buying a smartphone should be in terms of the whole kanaphigaresanakei. In addition to the above things, all other Features (for example: - 3G, Battery Backup, HTML-5, Flash Player Supported whether, GPS, etc.) inside the overall budget, choose the best phone. Select your preferred phone will only initially see Specifications. Phone is really a sort of performance, build quality, display quality, etc. What you will see a set of hands. So do not play with the specifications based on looks alone are not buying the phone like never ..
No comments:
Post a Comment