Tuesday, January 13, 2015

পৃথিবীর ভয়ংকর ১০টি জায়গা


পৃথিবীতে ভূত বলে আদৌ কোন কিছু আছে নাকি সে নিয়ে বিতর্কের শেষ নেই । তবে বিজ্ঞান ভুতের অস্তিত্বকে স্বীকার করে না । কিন্তু তবুও মানুষ ভূত ভয় পায়, কেউ কেউ তো নিজ চোখে ভূত দেখেছে বলেও দাবিও করে । পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক জায়গা আছে যেখানে গেলে ভূতদের দেখা মেলে বলে শোনা যায় ! তেমনি কয়েকটি জায়গার বর্ননা থাকছে আজকের লেখায় ।


চাঙ্গি বীচ, সিঙ্গাপুর: চাঙ্গি বীচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি জায়গা । ‘সোক চিং’ যুদ্ধ সংঘটিত হবার সময় জাপানিরা নিজেদের বিরোধী ভেবে অনেক অনেক নিরীহ চীনা নাগরিককে হত্যা করে তারপর তাদেরকে এখানে কবর দেয় আর সেই থেকে এই জায়গাটি পরে নাকি হয়ে ওঠে ভূতুড়ে । এখানে রাত হলে শুরু হয় ভূতুড়ে সব কাজ কারবার । মনে হয় দূর থেকে কিছু মানুষ কান্না করতে করতে সামনের দিকে এগিয়ে আসছে । অনেক পর্যটক কিছু না জেনে এখানে রাত্রে বেলা ঘুরতে আসে আর ফেরার সময় নিয়ে যায় অদ্ভুত এক অভিজ্ঞতা । এখন পর্যন্ত প্রায় হাজার খানেক মানুষ এমন কান্নাকাটি শোনার কথা স্বীকার করেছে । আর স্থানীয়ও কেউ এখানে রাতের বেলা ভুল করেও আসে না ।

স্ক্রিমিং টানেল, নায়াগ্রা ফলস: কুখ্যাত জায়গার মধ্যে অন্যতম একটি জায়গা এটি । এখানকার মানুষেরা বলে আপনি যদি এই টানেলের ভেতরে একটি ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালান তবে সেটি আগুনের গোলা টানেলের বাইরে চলে যাবে আর আপনি একটি ছোট্ট মেয়ের চীৎকার দেবার আওয়াজ শুনতে পাবেন যা খুবই ভয়ানক । এখানকার বাসিন্দারা সব সময় সেখানে যেতে মানা করে ।

ভাঙ্গার দুর্গ, ইন্ডিয়া: এটি ইন্ডিয়ার রাজস্থানের পাশে অবস্থিত । এখানকার মানুষের মুখে শোনা যায় এই জায়গাটির ওপর নাকি অনেক অভিশাপ আছে । কোন এক পুরনো ঋষি এই জায়গারটির ওপর অভিশাপ দিয়েছিল যে যারা এখানে মারা যাবে তাদের আত্মা সারা জীবন এইখানে বন্দী থাকবে । সব চেয়ে আশ্চর্যও জনক ব্যাপার হচ্ছে এখানকার কোন বাড়ির ছাদ নেই আর সবগুলো বাড়ির ছাদ তৈরি করার সময় নাকি সেগুলা নাকি হঠাতই ভেঙ্গে পড়ে । শোনা যায় সন্ধ্যার পড়ে এই দূর্গে যারা গিয়েছে তারা আজ পর্যন্ত ফিরে আসেনি ! এখনকার সরকার পর্যটকদের সন্ধ্যার পর সেখানে যেতে পুরোপুরি নিষেধ করে দিয়েছে ।

মন্টে ক্রিস্টো, অস্ট্রেলিয়া: এই বাড়ির মালিক মিসেস ক্রাওলি তার স্বামীর মৃত্যুর পরবর্তী ২৩ বছরে মাত্র ২ বার বাড়ির বাইরে বের হয়েছিল । এবং তার মৃত্যুর পর আজও নাকি তাকে এই বাড়িতে ঘুরে বেড়াতে দেখা যায় । এই বাড়ির ভেতর থেকে যারা ঘুরে এসেছে তাদের মুখ থেকে এর সত্যতা মেলে । তারা বলে বাড়ির ভেতরে গেলে মনে হয় কে যেন আয়নার সামনে দাড়িয়ে আছে আবার হুট করে মিলিয়ে যাচ্ছে । তারা আরও বলেন যখন তারা ক্রাওলির ঘরে প্রবেশ করে তখন প্রত্যেকে রূদ্ধশ্বাস পরিস্থিতির ভেতরে ছিলেন এবং তাদের মনে হচ্ছিলো যেন তাদের সারা গায়ে কেমন রক্তবর্ণের আভা দেখা দিচ্ছে । কিন্তু পরবর্তীতে যখন তারা ঐ বাড়ি থেকে বের হয়ে আসে তখন নাকি আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায় ।

ডোমিনিকান হিল, ফিলিপাইনস: সবাই বলে এখানে নাকি যুদ্ধের সময় যারা আহত হতো তাদের চিকিৎসা দেয়া হতো । আর চিকিৎসারত অবস্থায় যারা মারা যেত তাদের এখানেই কবর দেয়া হতো । পরবর্তীতে জায়গাটি পরিত্যক্ত ঘোষণা করা হয় । এখানকার মানুষেরা বলে রাত হলে এখান থেকে নাকি অদ্ভুত রকমের সব শব্দ পাওয়া যায় । কখনো গুলির শব্দ, কখনো মানুষের বাঁচার জন্য আর্তনাদ ইত্যাদি । ভয়ে এখানে কেউ আসে না। আর যারা টুরিস্ট আসে তারা দূর থকে দেখেই চলে যায় ।

Is there anything at all that the world of demons, he is not the end of the debate. But science does not recognize the existence of ghost. But people are afraid of ghosts, some even claim to have seen a ghost with my own eyes. Different parts of the world where there are so many places to match the demons can be heard! This article explains a few places remain so.


Changi Beach, Singapore: Changi Beach is a place used during World War II. "Sok Ching 'time of war against the Japanese consider themselves killed many innocent Chinese citizens, and then buried them here, and since then this place became a ghostly or later. Here starts the ghostly night to deal with all the work. From a distance it seems to some people to tears coming forward. Many tourists do not know anything that comes around here at night and goes back in time to experience the odd one. There are thousands of people listening to the cry has confessed. Localized and does not come without a mistake one night here.

Skrimim tunnels, Niagara Falls: One of the infamous place to find a place. The people say that if you stick a match inside the tunnel fire with fire, but it can get out of the tunnel and you'll hear a little girl, she was very frightening. The residents are not to go there all the time.

Demolished the castle, India: India, Rajasthan, is located next to it. Or a lot of people had heard of the curse on this place. No one on the old sage who cursed this jayagaratira here who will die in the life of the spirit is captured here. The strange thing here is there is no roof or the Quran or the time to create all of the roof collapsed ♪ all at once. The fort can be heard in the evening for those who did not return until they are gone! The present government has prohibited the tourists go there in the evening.

Monte Cristo, Australia: The owner of the house of her husband's death, Mrs. kraoli next 3 years were the only two times out of the house. And after his death is still to be seen whether she traveled home. Who in turn came from inside the house to match the authenticity of their mouths. Who is in the house when they are standing in front of the mirror, the rush is over. They said when they entered the room, everyone breathless kraolira situation was inside and the outside of them and how they seemed to have seen a whole bunch of purple. But later, when they come out of the house once again, when everything goes back to normal.

Dominican Hill, Philippines: Is everyone here who were injured during the war, those who were treated. The treatment of the people who died here, was buried them. The place was abandoned. The people say that the odd night or all of the words are found here. Gunshots ever, ever scream for people to live on. Fear does not come in here. From far away, they can see who comes to tourist.

No comments:

Post a Comment