Tuesday, January 13, 2015

প্রেম করুন এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমান

প্রেম করুন এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমান
ব্যর্থ প্রেমিক ছাড়া প্রেম ব্যাপারটা দোষে গুণে সবার কাছেই বেশ আকর্ষণের । প্রেম নিয়ে আহ্লাদীপনার দাপটটা এবার কয়েকগুণ বাড়িয়ে নেওয়ার ভরপুর কারণের হদিশ দিলেন এক হৃদরোগ বিশেষজ্ঞ । শুধু মন নয়, একটা হৃষ্টপুষ্ট প্রেমের সম্পর্ক আপনার হৃদয়টিকেই ভালবেসে আদর যত্নে ভরিয়ে রাখে ।

ফিনল্যান্ডের একটি সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে বিবাহিত পুরুষ ও মহিলাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা অবিবাহিতদের থেকে অনেক কম ।

ভ্যান্ডারবিল্ট হার্ট অ্যান্ড ভাসকুলার ইন্সটিটিউটের হৃদয় বিশেষজ্ঞ জুলি ডাম্পের মতে প্রেমে পড়লে শরীরে নিউরো-হরমোনাল পরিবর্তন আসে যা শরীরের পক্ষে খুবই ভাল । রক্তসংবহন তন্ত্রেও এই পরিবর্তন অত্যন্ত ভাল প্রভাব ফেলে ।

জুলি জানিয়েছেন কোনও ব্যক্তির চাপ ও দুঃশ্চিন্তার সঙ্গে শরীরে বিভিন্ন হরমোনের লেভেলের তারতম্য ঘটে । ভালবাসার মানুষকে নিশ্চিন্তে এক বাক্স ডার্ক চকোলেট দিতে পারেন ।কারণ এটা আপনার হার্টের পক্ষে অত্যন্ত উপকারী ।

To love and to minimize the risk of heart attack
Love without fail boyfriend found it quite interesting in regard to everyone. Dapatata ahladipanara love the enhanced to a cardiologist gave ample reasons tracing. Not just the mind, a healthy relationship is to fill your hrdayatikei loving caress care.

A recent study in Finland came from married men and women singles are much less likely to develop heart failure.

Vanderbilt Heart and Vascular Institute Heart Specialist Julie dump fell in love with the Neuro-Hormonal changes in the body, which is very good for the body. This change is very well affect the blood circulation system.

Julie said the body of a person's stress hormone levels varies with concern. People love a box of dark chocolate can safely karana It is highly beneficial for the heart.

No comments:

Post a Comment