Saturday, August 31, 2013

হঠাৎ করে গরম চা, কফি বা স্যুপ খেয়ে জিব ও মুখের ভেতর পুড়ে গেলে কী করা উচিত?

প্রশ্ন: হঠাৎ করে গরম চা, কফি বা স্যুপ খেয়ে জিব ও মুখের ভেতর পুড়ে গেলে কী করা উচিত?
উত্তর: আমাদের মুখগহ্বরের ঝিল্লি নিজে থেকেই এ ধরনের মৃদু পোড়া বা ছ্যাঁক লাগাকে প্রতিরোধ করতে পারে। প্রথমে জ্বালা করলেও তা অচিরেই সেরে যায়। তবে গরম ছ্যাঁকা লাগার সঙ্গে সঙ্গে ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রার পানি মুখে দিয়ে কুলি করলে আঘাত ও জ্বালা অনেক কমানো যায়। পোড়ার মাত্রাও কমে আসে। ক্যানালগ ইন ওরাবেস নামের মলম একটি কটন বাড দিয়ে ধীরে ধীরে জিব ও ভেতরের পোড়া অংশে প্রলেপ দিয়ে দিলেও দ্রুত সেরে যায়।

Q: I have a hot tea, coffee or soup taste in the mouth jiba and the key should be burned?
Answer: Our mukhagahbarera membrane itself can prevent such a gentle burnt or chyamka lagake. At first light, but it soon goes. The normal temperature of hot or cold water in the face with longer chyamka porter with a lot of injuries and can reduce inflammation. Decreases the degree of burns. In kyanalaga orabesa the ointment with a cotton Budd jiba slowly, and the inner part of the plate with burns heal quickly stops working.

Tuesday, August 27, 2013

“মানুষ” সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য!!

“মানুষ” সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য!!

১. আপনি যত বেশি ঠাণ্ডা ঘরে ঘুমাবেন, আপনার দুঃস্বপ্ন দেখার সম্ভবনা তত বেশি!!
২. সারাদিনে একজন পুরুষের চেয়ে একজন মহিলা বেশিসংখ্যক বার চোখেরপাতা ফেলেন!!
৩. আপনি যদি হটাত করে সিগারেট খাওয়া ছেড়ে দেন, তবে সম্ভবনা আছে যে, আপনার রাতের ঘুম এক ঘণ্টা করে কমে যাবে!!
৪. আপনি যখন হাসেন তখন আপনার দেহে ক্লান্তি সৃষ্টিকারী হরমোনগুলো কাজ করতে পারে না!! এজন্য তখন আপনাকে আরো বেশি স
জীব এবং সতেজ দেখায়!!
৫. একটা ৬ বছরের বাচ্চা দিনে গড়ে প্রায়৩০০ বারের মতো হাসে!! আর একজন পরিপূর্ণ/
প্রাপ্তবয়স্ক মানুষ দিনে হাসেন গড়ে ১৫-১০০ বার!!
৬. আপনার ব্রেইন দিনের চেয়ে রাতেরবেলাকাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধকরে!! রাতের বেলাব্রেইনের কাজ করার ক্ষমতা বৃদ্ধিপায়!!
নতুন কিছু জানলে লাইক দিতে ভুলবেন না ।




"The people" as something strange about!

1. The more you ghumabena cold room, your more likely to have nightmares!!
The. Saradine upwards of a woman than a man in've cokherapata!
3. If you eat hatata leave the cigarettes, but that seems unlikely, and in an hour you can sleep at night!
4. When you laugh, your body produces hormones, fatigue can not work! So when you have more than
Biological and fresh looks!
5. In a 6-year-old children laugh an average of 300 times! And a saturated /
Adults laugh an average of 15-100 times a day!
6. স্বাচ্ছন্দ্যবোধকরে raterabelakaja more than a day to make your brain! Brddhipaya belabreinera the ability to work!

Do not forget to like the new things they know.

Saturday, August 24, 2013

চুলের আগা ফাটা প্রতিরোধের পাঁচটি উপায়


চুলের আগা ফাটা প্রতিরোধের পাঁচটি উপায় 

চুলের আগা ফেটে যাওয়া (split end) একটি বড় সমস্যা। কি করলে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি? নিচে পাঁচটি টিপস দেয়া হল। ফলো করলে আপনি পাবেন সুস্থ, split end বিহীন সুন্দর চুল।

১. গোসলের পর আমরা অনেকেই তোয়ালে দিয়ে চুল পেচিয়ে বেধে রাখি শুকানোর জন্য। চুল থেকে পানি দূর করার জন্য সবচেয়ে ভাল উপায় হচ্ছে গোসলের সময় ই হাত দিয়ে চিপে পানি বের করে ফেলা। এরপর তোয়ালের পরিবর্তে কোন নরম কাপড় (টি-শার্ট / সুতি কাপড়) দিয়ে চিপে অতিরিক্ত পানি শুকিয়ে ফেলা। ভেজা চুল কখনোই পেচিয়ে বাধা উচিত নয়।

২. চুলে হেয়ার ড্রায়ার / আয়রন ব্যবহার করার আগে অবশ্যই হিট প্রটেক্টর স্প্রে করে নিন।

৩. কখনোই ভেজা চুল ইলাস্টিক রাবার ব্যন্ড দিয়ে বাধবেন না। এমন হেয়ার ব্যন্ড / ক্লিপ ব্যবহার করুন যেটা আপনার চুলে আটকে যাবে না।

৪. কন্ডিশনার কেনার সময় এমন কন্ডিশনার বেছে নিন যেটা আপনার চুলকে ময়েশ্চারাইজ করে চুলকে শুষ্কতা থেকে রক্ষা করবে।

৫. শুকনো চুলে নিয়মিত অয়েল মেসেজ করুন, এতে চুলের আর্দ্রতা বজায় থাকবে এবং চুল শুষ্ক ও রুক্ষ হয়ে যাবে না।

এই সাধারণ টিপসগুলোর পাশাপাশি মাঝে মাঝে পার্লার এ গিয়ে চুলের আগা ট্রিম করে আসুন, তাহলে আপনি রক্ষা পাবেন আগা ফাটা থেকে আর আপনার চুল হবে সুস্থ, সুন্দর।



Five-way resistance to Hair fracture 

Ends splitting (split end) is a big problem. What if we get rid of? Below are five tips. If you follow a healthy, split end with beautiful hair.

1. After bathing in the towel for drying the hair peciye restricted reserve. The best way to remove hair from the water bath when the hand is removed from the water chip. The toyalera a soft cloth instead of (T - shirt / cotton cloth) with a chip off the water and dry. Peciye should never interfere with wet hair.

The. Hair hair dryer / iron before using the spray can hit Protector.

3. Badhabena with elastic rubber bands are never wet. The hair bands / clips that use to be stuck in your hair.

4. Choose which one you are buying conditioner conditioning culake mayescaraija culake dry and protect you from.

5. Regular oil massage, dry hair, and the hair retain moisture and dry and rough hair can become.


Craft, as well as the occasional visiting the salon and let the ends trimmed, it will protect you from the ends of the fracture will heal your hair, beautiful.

Thursday, August 22, 2013

ভালোবাসা স্বাস্থ্যের জন্য উপকারি !!

ভালোবাসা স্বাস্থ্যের জন্য উপকারি !!

প্রেম ভালোবাসাকে একটু বাঁকা চোখে অনেকেই দেখেন। কিন্তু ভালোবাসা মানুষের স্বাস্থের জন্য বেশ উপকারী। ভালোবাসা সব রোগের মহৌষধ। ভালোবাসলে এন্ডোরফিন নামক এক প্রকার হরমোন তৈরি হয়। যার ফলে শরীরের চামড়া বেশি রক্ত পায় এবং এর ফলে শরীরের চামড়া নরম ও মসৃণ থাকে। এতে সহজে চামড়া কুচকে যায় না। মুখে আভার সৃষ্টি হয়। নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায়, যে প্রেমিক প্রেমিকারা খুব কাছাকাছি সময় কাটায় এবং পাশাপাশি বসে ভালোবাসার কথা বলে তাদের শরীর থেকে অক্সিটোসিন নামক লাভ হরমোন উচ্চমাত্রায় নিঃসৃত হয়। আবার দি ইন্সটিটিউট ফর রিসার্চ অন আনলিমিটেড লাভ- এর একটি গবেষণায় জানা যায়, যারা নিঃস্বার্থভাবে ভালবাসে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, দুশ্চিন্তা কমে যায়, আয়ু বেড়ে যায়, মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় এবং হতাশা দূর হয়। ভালবাসলে কোলেস্টেরল কমে যায়। হিউম্যান কমিউনিকেশন-এর এক গবেষণায় এ তথ্য পাওয়া যায়। যারা ভালবাসার কথা লেখে বা শোনে তাদের শরীরেও কোলেস্টেরলের মাত্রা কমতে থাকে। যারা ভালবাসে না, তারা এই উপকারিতা পায় না।

ছবিটিতে বিশ্বের বিভিন্ন ভাষায় ভালবাসার কথা বলা হয়েছে। খুঁজে বের করুন বাংলাভাষায় লেখাটি কত নম্বর লাইনে রয়েছে?



Love is Useful for my health!

I love the look of a little curved. It is quite beneficial for the health of the people. I mahausadha the disease. This is a type of hormone called bhalobasale endoraphina. Allowing more blood to the skin of the body and the body's skin is soft and smooth. It is not easy to kucake skin. Glow in the creation. University of North Carolina study found that too much time to spend premikara boyfriend and I are sitting side by side in their body aksitosina the hormone is secreted high. But the Institute for Research on Unlimited Love - a study of people who love them nihsbarthabhabe immune system increases, decreases anxiety, increases longevity, improve mental health and reduce the frustration. Bhalabasale cholesterol decreased. Human Communication - A study of the data is available. I love the people who write or listen to decrease the levels of cholesterol in their body. Those who do not love, they do not have this advantage.


The film is a love of the world in various languages. Find out how long the line has been Common?

Sunday, August 18, 2013

পেটের চর্বি থেকে মুক্তি!Released abdominal fat!

পেটের চর্বি থেকে মুক্তি!

১. এক গ্লাস হালকা গরম পানিতে লেবু ও একটু লবণ দিয়ে শরবত তৈরি করে প্রতিদিন সকালে খাবেন।

২.সকালে দুই বা তিন কোয়া কাঁচা রসুন খেতে হবে। লেবুর শরবত পান করার পরই এটি খেয়ে নিলে ভালো ফল পাওয়া যাবে। এ পদ্ধতিটি আপনার শরীরের ওজন কমানোর প্রক্রিয়াটি দ্বিগুণ গতিতে করবে। একই সঙ্গে আপনার শরীরের রক্ত সঞ্চালন হবে মসৃণ গতিতে। 

৩. সকালের নাশতায় অন্য খাবারের পরিমাণটা কমিয়ে সেখানে স্থান করে দিতে হবে ফলের। প্রতিদিন সকালে এক বাটি ফল খেলে পেটে চর্বি জমার হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে। 

৪. পেটের চর্বি থেকে মুক্তি পেতে হলে পানির সঙ্গে করতে হবে বন্ধুত্ব। কেননা পানি আপনার শরীরের পরিপাক ক্ষমতা বাড়িয়ে দেয় এবং শরীর থেকে ক্ষতিকর সব কিছু বের করে দিতে সাহায্য করে।

৫. সাদা চালের ভাত থেকে দূরে থাকুন। এর পরিবর্তে আটার তৈরি খাবার খেতে হবে।

৬. দারুচিনি, আদা, কাঁচা মরিচ দিয়ে রান্না করুন আপনার খাবার। এগুলো শরীরের রক্তে শর্করার মাত্রা কমিয়ে রাখতে সহায়তা করে।

৭. চিনিজাতীয় খাবার শরীরের বিভিন্ন অংশে চর্বি ভূমিকা রাখে, বিশেষ করে পেট ও ঊরুতে। পেটের চর্বি থেকে রেহাই পেতে হলে চিনি এবং চিনিজাতীয় খাবারের সঙ্গে শত্রুতা ছাড়া উপায় নেই। 



Released abdominal fat!

1. The light lemon and a glass of hot water with a little salt every morning and take a refreshment.

The. Koya two or three in the morning eat raw garlic. I better take it after drinking lemon refreshment can be found in fruits. This approach doubles the speed of the process, your body will lose weight. The blood will be on your body at ease.

3. He reduced the amount of food that is nasataya other fruit. Every morning, a bowl of fruit from playing a lot of abdominal fat storage is exempt.

4. Abdominal fat, get rid of the water to be friends with. It increases the power of your body's digestive and helps you get all damaging to the body.

5. Stay away from white rice rice. Instead of flour will produce food.

6. Cinnamon, ginger, chili and cook your food. It helps reduce blood sugar levels in the body.

7. Cinijatiya different parts of the body fat contributes to food, especially in the stomach and urute. Abdominal fat to get exemption from the feud with the sugar and the food is cinijatiya.

রাতে যাতে ভালো ঘুম হয় !It is so good to sleep!

রাতে যাতে ভালো ঘুম হয় !

১. শরীর স্বাভাবিক রাখার জন্য ৭ থেকে ৮ ঘণ্টা সুনিদ্রা প্রয়োজন। কেউ যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে না পারেন, তবে তা ক্ষুধাবর্ধক হরমোন নিঃসরণ বাড়িয়ে দেয়। এতে আমাদের ক্ষুধা বেড়ে যায়। আমরা বারবার এবং অতিরিক্ত খাবার গ্রহণ করে থাকি। এভাবে নিদ্রাহীনতা আমাদের স্থূলতা বাড়িয়ে দেয়।

২. ঘুমের ব্যাঘাত শরীরকে স্থূল করতে সহায়তা করে। ধীরে ধীরে কোমরের চর্বি বাড়িয়ে দেয়। ঘুমের ধরনে হঠাৎ পরিবর্তন আমাদের মস্তিষ্কের সক্রিয়তাকে পাল্টে দেয়, দেহকে জাগিয়ে তুলে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার গ্রহণের দিকে। 

৩. অনিয়মিত ঘুম শরীরের বিভিন্ন হরমোন নিঃসরণ অস্বাভাবিক করে তোলে। সারাদিন দেহ অবসন্ন থাকে, কোনো কাজে মনোযোগের ঘাটতি দেখা দেয়। তাছাড়া ঘুমের ব্যাঘাত হলে মানুষের মধ্যে উচ্চ শর্করাযুক্ত খাবার গ্রহণের প্রবণতা লক্ষ্য করা যায়। আবার অনেকে রাতের শিফটে কাজ করার দরুনও ঘুমের ব্যাঘাত হয়। এতে ডায়াবেটিসের ঝুঁকিও বেড়ে যায়।

তাই রাতে যাতে ভালো ঘুম হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি।
১. ঠিক সময়ে ঘুমানোর নিয়ম করুন।
২. শারীরিক পরিশ্রম যেমন : ব্যায়াম বা অন্যান্য পরিশ্রম করুন।
৩. চা কফি বা ক্যাফেইনযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
৪. রাতের খাবার আগেভাগে সেরে নিন।
৫. রাতে পেট ফাটিয়ে খাবেন না।
৬. ধূমপান বর্জন করুন।
৭. মদ্য পান করবেন না।
৮. ঘুমানোর আগে ১ ঘন্টা বই পড়ুন।
৯. পোষা প্রাণি নিয়ে বিছানায় শোবেন না।
১০. ঘরের তাপমাত্রা ৫৪-৭৫ ডিগ্রী ফারেনহাইটের মধ্যে রাখবেন।
১১. ঘর পুরো অন্ধকার করে ঘুমান।
১২. নির্জন জায়গায় বিছানা করুন।
১৩. সম্ভব হলে তাজা সুগন্ধি ফুল রাখুন মাথার কাছে। 



It is so good to sleep!

1. 7 to 8 hours of good sleep is necessary for normal body. I can not sleep enough, but it increases the excretion of hormones stomachic. It increases our appetite. We would like to take the extra food. Obesity increases sleep apnea our way.

The. Disturbed sleep can help obese body. Waist fat increases gradually. The changes in sleep patterns change sakriyatake our brain, and body to wake up early to take high-calorie foods.

3. Irregular sleep, the body makes an abnormal release of various hormones. He is tired body, attention is deficient in any way. Disturbed sleep is also likely to take notice of the high-sugar foods can be. I work nights and sleep disturbance is due to a. The increased risk of diabetes.

So good night's sleep is important to keep in mind the crime.
1. Try to sleep at the right time rules.
The. Physical activity such as exercise or use other work.
3. Refrain from eating foods kyapheinayukta coffee or tea.
4. Take recovered dinner beforehand.
5. Do not eat at night, shattering the stomach.
6. Eliminate smoking.
7. Do not drink.
8. 1 hour to read the book before sleeping.
9. I do not sobena prani pet bed.
10. Please note that the room temperature is 54-75 degrees Fahrenheit.
11. The whole house is sleeping in the dark.
1. Set in secluded bed.

13. If possible, keep the fresh scent of flowers in the head.

Saturday, August 17, 2013

চোখের জ্বালাপোড়ায় করণীয়! What are you do in eye burn !

চোখের জ্বালাপোড়ায় করণীয়

কারণ কীঃ-

1. চোখের পানি শুকিয়ে যাওয়া
2. চোখের অ্যালার্জি
3. বাতরোগ
4. চোখের পাপড়ির গোড়ায় প্রদাহ
5. চোখের অপারেশন
6. ঘুমের সময় চোখ বন্ধ না হওয়া
7. চোখের কালো মণিতে ভাইরাস সংক্রামণ
8. কালো ধোঁয়া, ধুলোবালি চোখে পড়লে
9. চোখে রাসায়নিক পড়লে। যেমন—চুন, এসিড ইত্যাদি
10. চোখে ওষুধের রিঅ্যাকশন হলে (স্টিভেন জনসন সিনড্রোম)
11. চোখের ড্রপ ব্যবহারেও প্রাথমিক অবস্থায় চোখ জ্বলতে পারে।

করণীয়ঃ-
1. রাস্তাঘাটের কালো ধোঁয়া ও ধুলোবালি থেকে চোখ রক্ষা করার জন্য সানগ্লাস ব্যবহার করুন।
2. চোখের পানি কমে গেলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে চোখে কৃত্রিম চোখের পানি ড্রপ হিসেবে ব্যবহার করা যেতে পারে।
3. পানি শুকিয়ে যাওয়ার কারণ যেমন—বাতরোগ, শোগ্রেন সিনড্রোম ইত্যাদি রোগের চিকিৎসা করাতে হবে।
4. সালফার-জাতীয় ওষুধে যাদের অ্যালার্জি আছে, তাদের তা বর্জন করতে হবে।
5. চিকিৎসকের পরামর্শে চোখের অ্যালার্জি এবং কর্নিয়ায় ভাইরাস সংক্রমণের চিকিৎসা করাতে হবে।
6. চোখ বেশিক্ষণ বন্ধ রাখলে অনেক ক্ষেত্রে চোখের জ্বালা কমে। সে জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন।
7. চোখে কেমিক্যাল পড়লে সঙ্গে সঙ্গে চোখে বেশি করে পানি দিয়ে অনেক সময় ধরে ধুয়ে ফেলতে হবে। তারপর দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
8. চোখে ড্রপ দেওয়ার কারণে চোখ জ্বললে ভয় পাবেন না। আস্তে আস্তে কমে যাবে। মূল রোগের চিকিৎসা বন্ধ করবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন।



What are you do in eye burn !

The kih -
1. Of water to dry
2. Eye Allergy
3. Bataroga
4. Inflammation of the eye coloration Starters
5. Eye Operation
6. I do not have time to sleep
7. The Black manite virus sankramana
8. Black smoke, as well as in dhulobali
9. Through the eyes of a chemical. - Such as lime, acid, etc.
10. If we drug reaction (Steven Johnson Syndrome)
11. Primary use eye drops may burn the eyes.

Karaniyah -
1. Black smoke from the road and dhulobali Use sunglasses to protect your eyes.
2. The water level at the time of the doctor's advice, they can be used as a drop of water in an artificial eye.
3. I like to dry the water - bataroga, sogrena syndrome, and the disease is treated.
4. Sulfur - the medication they have allergies, they must be abandons it.
5. Allergy advice of the doctor and karniyaya virus infection should be treated.
6. I no longer closed down the irritation in the eyes. The need for adequate sleep.
7. Chemical as well as in the more eyes with water for a long time to wash. It is not too late to take the doctor's advice.

8. Do not be afraid to drop it because it jbalale. Gradually be reduced. Do not stop treatment for the disease. The doctor will advise.

Wednesday, August 14, 2013

দুধের গুনাগুন সতেজ রাখুন Keep fresh milk skill

বাইরে রাখুন বা ফ্রিজে,
 দুধ জ্বাল দেবার সময় ছোট্ট একটা উপায় অনলম্বন করলে দুধ থাকবে বেশ কিছুদিন "ফ্রেশ"।

কেবল এক চিমটি লবণ দিয় দিন জ্বাল দেয়ার সময়ে, বা প্যাকেটের জ্বাল দেয়া দুধ হলে প্যাকেট খোলার পরেই। এতে আপনার দাম দিয়ে কেনা দুধ বেশ অনেকটা সময় থাকবে তাজা ও স্বাদ থাকবে অক্ষুণ্ণ। লবণের স্বাদ ধরতেই পারবেন না!



আমাদের ছোটখাট টিপসগুলোকে অবহেলা করবেননা।



Keep out of the refrigerator, milk, firewood, when the milk is a little way analambana quite a few "fresh".

Only a pinch of salt, firewood during the day diya, or firewood milk packets after opening the packet. The price of your purchase will preserve the taste of fresh milk are quite a lot of time. Dharatei can taste salt!




Do not neglect the minor tipasaguloke.

খাঁটি মধু চেনার উপায় !Recognition is pure honey!

খাঁটি মধু চেনার উপায় !

খাঁটি মধু সম্পর্কে নিশ্চত হওয়ার সবচেয়ে ভাল উপায় যদি আপনি নিজে উপস্থিত থেকে মৌচাক থেকে মধু সংগ্রহ করে আনতে পারেন। কিন্তু সেই সুযোগ ক'জনেরই বা আছে। তাই আসুন জেনে নিই কিছু সহজ পরীক্ষা যার মাধ্যমে আপনি নিশ্চিত হবেন মধুটি কি খাঁটি নাকি নকল।

১. এক টুকরা কাগজের মধ্যে কয়েক ফোঁটা মধু নিন। তারপর যেখানে পিঁপড়া আছে সেখানে রেখে দিন। পিঁপড়া যদি মধুর ধারে কাছে না ঘেসে তবে তা খাঁটি মধু। আর পিঁপড়া যদি তা পছন্দ করে তবে মধুতে ভেজাল আছে।

২. মধুকে ফ্র্রিজের মধ্যে রেখে দিন। খাঁটি মধু জমবে না। ভেজাল মধু পুরাপুরি না জমলেও জমাট তলানী পড়বে।

৩. এক গ্লাস পানি নিয়ে এর মধ্যে এক টেবিল চামচপরিমাণ মধু নিন। খুব ধীরে ধীরে গ্লাসটি শেক করুন। যদি মধু পানিতে পুরাপুরি দ্রবীভূত হয়ে যায় তবে তা ভেজাল মধু। আর মধু যদি পানিতে ছোট ছোট পিন্ডের আকারে থাকে তবে তা খাঁটি মধু।

৪. একটুকরা সাদা কাপড়ের উপর সামান্য পরিমাণ মধু নিন এবং এবং কিছুক্ষন পর কাপড়টি ধৌত করুন। ধোয়ার পর কাপড়টিতে যদি কোন দাগ থাকে তবে মধুতে ভেজাল আছে। আর যদি কোন দাগ না থাকে তবে মধু খাঁটি।



Recognition is pure honey!


Pure honey to be sure of the best way to collect honey from the comb if you can bring yourself to the present. But the project has janerai or. So let's assume that a simple test in which you'll be sure to do madhuti authentic or forged.


1. Take a few drops of honey on a piece of paper. Then where does it leave the ant. If you do not have ant stood near it pure honey to sweeten. The honey is adulterated if it is like the ant.


The. Madhuke in phrrijera leave. Jamabe not pure honey. Honey is not entirely yours jamaleo talani will freeze.


3. Camacaparimana a table with a glass of water in honey gold. Shake the glass very slowly, please. If the honey is completely dissolved in water, it becomes yours honey. And honey, if it is in the form of a small mass of pure honey.



4. Take a small amount of honey on a white cloth and ekatukara and I try to wash the clothes. If you have any spots after washing kaparatite honey is adulterated. If you do not have any spots of pure honey.

Monday, August 12, 2013

টুথপেস্ট এর ব্যাবহার Use of Toothpaste

আপনারা অনেকে হইতো টুথপেস্ট এর ব্যাবহার জেনে থাকবেন।তারপর আবার লেখলামঃ::

১। পেঁয়াজ বা এই ধরনের গন্ধযুক্ত কিছু কাটার পরে দুর্গন্ধ দূর
করতে হাতে টুথপেস্ট মাখুন।

২। অনেক শখ করে কেনা আপনার লেদারের জুতাতে যখন কোন দাগ
পড়ে, তখন হয়তো আপনার মনেও দাগ পড়ে।চিন্তা নেই, অল্প একটু
টুথপেস্ট পারে তা দূর করতে।দাগ পড়া জায়গাতে টুথপেস্ট লাগান
তারপর একটি ভেজা নরম কাপড় দিয়ে সেই জায়গাটি পরিষ্কার
করে নিন। দেখবেন আপনার জুতা চকচক করছে।

৩ ।বাচ্চাদের দুধ খাওয়ার বোতলে মানে ফিডারে টক গন্ধ হওয়া খুব
স্বাভাবিক একটা ঘটনা।কিন্তু টুথপেস্ট থাকলে এই দুর্গন্ধ দূর
করা এক নিমিষের ব্যাপার। ফিডারের ভেতরটা টুথপেস্ট দিয়ে খুব
ভালভাবে ধুয়ে নিন। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে ফিডারের
ভেতরে টুথপেস্ট জমা না থাকে।

৪। আপনি যদি ব্রণের সমস্যায় ভুগেন,তাহলে আক্রান্ত স্থানে নন-
জেল এবং নন হোয়াইটেনিং টুথপেস্ট লাগিয়ে রাতে ঘুমাতে যান। টুথপেস্ট
ব্রণের জলীয় অংশ শুষে নেয় এবং তেল টেনে নেয়।
তবে একটা ব্যাপারে সতর্ক না হলেই নয়।আপনার ত্বক টুথপেস্টের
ব্যাপারে সংবেদনশীল হতে পারে।তাই প্রথমে ত্বকের ক্ষুদ্র
অংশে প্রয়োগ করুন।

৫। আপনি যদি কাঠের কাজ,স্কুবাডাইভি ং বা স্কিং করেন তবে চশমার
অস্বচ্ছ গ্লাস আপনার জন্য বিরক্তির সেই সাথে বিপদজনকও
হয়ে উঠতে পারে। এই ধরনের সমস্যা এড়াতে গগলসের গ্লাসটি টুথপেস্ট
দিয়ে ভালভাবে পরিষ্কার করে নিন।

৬। এছাড়াও আপনার কিবোর্ডের(অবশ্য ই কম্পিউটারের
নয়,বাদ্যযন্ত্রে র) উজ্ঝলতা বাড়াতে টুথপেস্ট ব্যবহার
করতে পারেন।

৭। দাঁত ব্রাশ করা ছাড়া টুথপেস্ট আর যে কাজের জন্য
সবচাইতে বেশি ব্যবহার করা হয়,তা হচ্ছে পোড়া যাওয়া জায়গায়
ব্যবহার করা। এটি ফোস্কা পড়া প্রতিরোধ করে।

৮। একইভাবে আপনি কোন বিষাক্ত পোকার কামড়ের শিকার
হলে হলে আক্রান্ত জায়গায় টুথপেস্ট ব্যবহারে সুফল পেতে পারেন।

৯। আপনার কাপড়ে যদি কালি কিংবা লিপিস্টিক(!)
লাগে,তবে সেখানে একটু টুথপেস্ট লাগিয়ে নিন এবং কিছুক্ষণ পর
ধুয়ে ফেলুন।

১০। এমনকি আপনার সিডিতে যদি স্ক্র্যাচ পরে তবে হাল্কা একটু
টুথপেস্ট লাগিয়ে নিন এবং ঘষুন।

১১। হীরের গয়না ও পরিষ্কার করতে টুথব্রাশে একটু টুথপেস্ট
লাগিয়ে নিন এবং তারপর হাল্কাভাবে ঘষে ধুয়ে নিন।দেখবেন কেমন
ঝলমল করছে গয়না।একইভাবে আপনার ঘরের সিলভারের তৈজসপত্রের
ঔজ্জল্য বাড়াতে পারেন
ছোট বাচ্চারা ঘরের দেওয়ালকে প্রায় সময় নিজের আঁকার ক্যানভাস
মনে করে আর কপাল পোড়ে গৃহকর্তার!
সেক্ষেত্রে আপনি একটুকরো আর্দ্র কাপড়ে টুথপেস্ট
লাগিয়ে মুছে দেখতে পারেন।

১২। মিষ্টি পানীয় অর্থাৎ কোক কিংবা সফট ড্রিঙ্কস কাচের উপর
শুকিয়ে দাগের সৃষ্টি করে। ভেজা ন্যাকড়ায় টুথপেস্ট
লাগিয়ে সেখানে ঘষুন। দেখবেন দাগ উধাও!

১৩। আপনার নখের কোনা পরিষ্কারে টুথপেস্টের চাইতে ভাল কিছু
খুঁজে পাওয়া দুষ্কর!

::নেট থেকে নেয়া হয়েছে তথ্যগুলো::



Many of you will know haito tuthapesta's use.
Then again lekhalamah ::

1. After harvest, remove the bad smell of onions or
I do tuthapesta butter.

The. When you buy your leather jutate many hobbies spots
Fall, then maybe you are maneo spots. Thought, and a little bit
Tuthapesta to remove it. Stained area and apply tuthapesta
Then clean the area with a wet soft cloth
Please. Your shoes are so bright.

3. The kids get the smell of sour milk bottles in the phidare
A case of normal., But if the odor of tuthapesta
Nimisera is one. Phidarera bhetarata tuthapesta very
Wash well. However, in order to keep the phidarera
I do not have to submit tuthapesta.

4. If you are having problems with acne, the affected areas are -
I want to go to sleep at night and not in jail hoyaitenim tuthapesta. Tuthapesta
Acne absorb the water and oil demands.
We are not aware of is that. Tuthapestera your skin
They may be sensitive., So the small skin
Apply section.

5. If you wood work, painting or Skiing skubadaibhi, the glasses
Opaque glass for the frustrations that can be dangerous to your
May lead. In order to avoid this kind of problem goggles glass tuthapesta
Be sure to clean it well.

6. Also on your keyboard (the computer is
Is the badyayantre) ujjhalata increase the use of tuthapesta
You can.

7. Tuthapesta the brush for the job
Most are used, it is going to burn the place
Be used. This is to prevent blister read.

8. Similarly, you are a poisonous insect bites
If you can get the benefits of using tuthapesta affected areas.

9. If the ink on your clothing or lipistika (!)
What, however, there is little tuthapesta it and later
Wash.

10. Even if you scratch the disc to a light
Take it and ghasuna tuthapesta.

11. To clean diamonds and jewelry tuthabrase little tuthapesta
Take it and then rub halkabhabe Wash. Would like
The jewelry shine. Similarly silabharera your house taijasapatrera
Luminosity can
Small children in the house at the time of the drawing canvas deoyalake
That the pore households forehead!
If you ekatukaro wet clothing tuthapesta
You can see it.

1. Drinkasa soft drink or glass of sweet on the koka
Of dry spots. Nyakaraya wet tuthapesta
Ghasuna up there. The spots will disappear!

13. Pariskare corner of your nails better than tuthapestera
Duskara found!


Information has been taken from the net :: 

আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের গোপন সংকেত বা মানে জানুন!

আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের গোপন সংকেত বা মানে জানুন!=

বাংলাদেশী হিসাবে আমাদের অনেকের ই জাতীয় পরিচয় পত্র আছে। অনেকে এটাকে ভোটার আইডি কার্ড হিসাবে বলেন যেটা সম্পুর্ণ ভুল। এটা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র।
আপনারা দেখবেন এটার নীচে লাল কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটা নম্বর আছে যাকে আমরা আইডি নম্বর হিসাবে জানি
কিন্তু এই ১৩ সংখ্যার মানে কি?
1. প্রথম ২ সংখ্যা – জেলা কোড। ৬৪ জেলার আলাদা আলাদা কোড আছে। ঢাকার জন্য এই কোড ২৬।
2. পরবর্তী ১ সংখ্যা – এটা আর এম ও (RMO) কোড।
• সিটি কর্পোরেশনের জন্য – ৯
• ক্যান্টনমেন্ট – ৫
• পৌরসভা – ২
• পল্লী এলাকা - ১
• পৌরসভার বাইরে শহর এলাকা – ৩
• অন্যান্য – ৪
3. পরবর্তী ২ সংখ্যা – এটা উপজেলা বা থানা কোড
4. পরবর্তী ২ সংখ্যা – এটা ইউনিয়ন (পল্লীর জন্য) বা ওয়ার্ড কোড (পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য)
5. শেষ ৬ সংখ্যা – আই ডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা সেই ফর্ম নম্বর।
বর্তমানে আবার ১৭ ডিজিট ওয়ালা আইডি কার্ড দেয়া হচ্ছে যার প্রথম ৪ ডিজিট হচ্ছে জন্মসাল!




Learn the secret signal of your national identity number! =

As many of us have a national identity card. It said the voter ID card as a whole is wrong. A National ID card or national identity card.
You see it in red ink at the bottom of the 13th ID number, as we know, there are a number of
But this means that the number 13?
1. The first number - the code. 64 districts have different code. The code for the 6.
2. Next 1 number - it's the M and (RMO) code.
• For the City Corporation - 9
• Cantonment - 5
• Municipality - the
• Rural areas - 1
• Municipalities outside the city area - 3
• Other - 4
3. The next number - it is the area code
4. The next number - the union (hamlet) or Word Code (for Municipality or City Corporation)
5. Last 6 digits - the ID card when you fill out the form in the form of a number.

Now the 17-digit ID card at footed which is the first 4 digits janmasala!

Saturday, August 10, 2013

ছোলার খাদ্য গুণ

ছোলার খাদ্য গুণ 

স্বাস্থ্যকর খাবার হিসাবে ছোলা বা বুটের বেশ সুনাম। রোজার ইফতারীতে মুড়ি, পিঁয়াজু আর শশার সাথে ছোলা না হলে চলে না। দীর্ঘক্ষণ ভিজিয়ে রেখে ইফতারীতে তেল-মশলায় ভাজা ছোলা আমাদের সংস্কৃতি বা ঐতিহ্যের অংশই হয়ে গেছে। ছোলা মুখরোচকও বটে। শক্তি দেয়। পেটেও থাকে বেশিক্ষণ। সাধারণত দুই প্রকারের ছোলা পাওয়া যায়: দেশী ছোলা ও কাবুলী ছোলা। দেশী ছোলা আকারে ছোট, একটু কালচে রংয়ের এবং অপেক্ষাকৃত শক্ত। কাবুলী ছোলা একটু বড় আকারের, উজ্জ্বলতর রং এবং দেশী ছোলার চেয়ে নরম। দেশী ছোলা এই উপমহাদেশে পাওয়া যায়। আমাদের ইফতারীর ছোলা মূলত দেশী ছোলা। কাবুলী ছোলা জন্মায় আফগানিস্তান, দক্ষিণ ইউরোপ- এসব স্থানে।

ছোলা অত্যন্ত পুষ্টিকর। এটি আমিষের একটি উল্লেখযোগ্য উত্স। ছোলায় আমিষের পরিমাণ মাংস বা মাছের আমিষের পরিমাণের প্রায় সমান। তাই খাদ্য তালিকায় ছোলা থাকলে মাছ মাংস আর চাই কী! আমাদের দেশের মত গরীব দেশে ছোলাকে মাছ বা মাংসের বিকল্প হিসাবেও ভাবা যেতে পারে। ছোলার ডাল, তরকারিতে ছোলা, সেদ্ধ ছোলা ভাজি, ছোলার বেসন- নানান উপায়ে ছোলা খাওয়া যায়।

প্রতি ১০০ গ্রাম ছোলায় আছে: প্রায় ১৭ গ্রাম আমিষ বা প্রোটিন, ৬৪ গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং ৫ গ্রাম ফ্যাট বা তেল। ছোলার শর্করা বা কার্বোহাইডেটের গ্লাইসেমিক ইনডেক্স কম। খাওয়ার পর খুব তাড়াতাড়িই হজম হয়ে গ্লুকোজ হয়ে রক্তে চলে যায় না। বেশ সময় নেয়। তাই ডায়াবেটিস রোগীদের জন্য ছোলার শর্করা ভাল। ছোলার ফ্যাট বা তেলের বেশির ভাগই পলিআনস্যাচুরেটেড ফ্যাট, যা শরীরের জন্য ক্ষতিকর নয়।
প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট ছাড়া ছোলায় আরও আছে বিভিন্ন ভিটামিন ও খনিজ লবন। প্রতি ১০০ গ্রাম ছোলায় ক্যালসিয়াম আছে প্রায় ২০০ মিলিগ্রাম, লৌহ ১০ মিলিগ্রাম, ও ভিটামিন এ ১৯০ মাইক্রোগ্রাম। এ ছাড়াও
আছে ভিটামিন বি¬-১, বি-২, ফসফরাস ও ম্যাগনেশিয়াম। এ সবই শরীরের জন্য কাজে লাগে। ¬ছোলায় খাদ্য-আঁশও আছে বেশ। এ আঁশ কোষ্ঠ কাঠিন্যে উপকারী। খাবারের আঁঁশ হজম হয় না। এভাবেই খাদ্যনালী অতিক্রম করতে থাকে। তাই পায়খানার পরিমাণ বাড়ে এবং পায়খানা নরম থাকে। এতে কোষ্ঠ কাঠিন্য দূর হয়। পায়খানা করা সহজ হয়। নিয়মিত পায়খানা হয়ে যায় বলে ক্ষতিকর জীবাণু খাদ্যনালীতে থাকতে পারে না। ফলে খাদ্যনালীর ক্যান্সার হবার সম্ভাবনা কমে। রক্তের চর্বি কমাতেও সহায়ক খাদ্যের আঁশ।

আরও নানান শারীরিক উপকার আছে খাদ্য-আঁশে। দেরীতে হজম হয়, এরূপ একটি খাবার হচ্ছে ছোলা। শরীরে শক্তির যোগান দিতে থাকে দীর্ঘক্ষণ ধরে। প্রতি ১০০ গ্রাম ছোলা থেকে পাওয়া যায় ৩৬০ ক্যালরিরও অধিক শক্তি।




Gram of food quality

Gram or booting a reputation as a healthy food. Ramadan iphatarite turnover, pimyaju gram with the sasara do not leave. The longer bhijiye iphatarite oil - fried gram masalaya parts of our culture and traditions are. Gram is yummy. Energy gives. Can no longer stomach. There are usually two types of gram: desi and kabuli gram gram. Deshi gram in the form of small, little blackish color and relatively strong. A large kabuli gram, brighten the colors and the soft homespun gram. Deshi gram found in the subcontinent. Our iphatarira the local gram gram. Kabuli gram grown in Afghanistan, southern Europe - the spot.

Gram is highly nutritious. This is a significant source of meat. Cholaya amount of meat, meat or fish meat is almost equal amount. If you like fish, meat and other food items gram, so what! It's like fish or meat cholake poor countries can be considered as an alternative. Gram dal, gram tarakarite, bhaji boiled gram, gram pea-flour - gram can be eaten many ways.

There are 100 grams per cholaya: about 17 grams of meat or protein, 64 grams of carbohydrates and 5 grams of sugar or fat or oil. Gram of sugar or less karbohaidetera glaisemika index. After the meal, the blood glucose was not soon after digestion. It takes time. The gram carbohydrates are good for diabetes patients. Palianasyacureteda gram of fat or oil, mostly fat, which is harmful for the body.
Protein, carbohydrate and fat are also a variety of other vitamins and minerals salt cholaya. There are around 00 mg per 100 g cholaya calcium, 10 mg iron, and vitamin A maikrograma 190. And what more
Vitamin B is ¬ -1, B - A, phosphorus and myaganesiyama. It is useful for the body. ¬ cholaya food - there are amsao. The fiber is beneficial kostha rigor. Ammsa not digest food. This is beyond the esophagus. It increases the amount of the closet and the closet is soft. It is far kostha sclerosis. Is easy to evacuate. The closet is regularly harmful bacteria may not khadyanalite. This reduces the risk of esophageal cancer. Dietary fiber aids in alleviating blood fat.

There are many health benefits of food - fiber. Late in digestion, food is such a gram. Provide the body with energy for longer. Gram per 100 grams and is available in more than 360 kyalarirao power.

Friday, August 9, 2013

অনুপ্রেরণামূলক একটি গল্প

অনুপ্রেরণামূলক একটি গল্প। 
আশা করি জীবনে কাজে লাগবে....


একদিন এক দর্শনের শিক্ষক ক্লাশে আসলেন কতগুলো 
জিনিষ নিয়ে এবং জিনিষগুলো তার সামনের 
টেবিলের উপর রাখলেন। যখন ক্লাশ শুরু হল,তিনি হাতে একটা বড় জার নিলেন এবং এটাকে পাথর দিয়ে ভরতে শুরু করলেন।

তারপর তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন জারটি পূর্ণ কিনা,
ছাত্ররা উত্তরে বললো হ্যা।

এরপর তিনি কিছু নুড়ি পাথর নিয়ে জারটিতে ঢাললেন, তিনি যখন জারটি হাল্কা করে ঝাঁকালেন তখন নুড়ি পাথরগুলো বড়ো পাথরগূলোর ফাঁকে জায়গা করে নিলো। তিনি আবার তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন জারটি পূর্ণ কিনা, ছাত্ররা উত্তরে বললো হ্যা।

তারপর তিনি এক বাক্স বালি নিয়ে জারটিতে ঢেলে দিলেন, বালিগুলো জারের সমস্ত খালি জায়গা পূর্ণ করে ফেললো। তিনি আরও একবার তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন জারটি পূর্ণ কিনা, ছাত্ররা এবারো উত্তরে বললো হ্যা।

এরপর তিনি ছাত্রদেরকে বললেন, "এখন, আমি চাই তোমরা মনে করো যে জারটি তোমাদের জীবন। বড়ো পাথরগুলো হচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ জিনিষগুলো - তোমার পরিবার, জীবনসঙ্গী, তোমার স্বাস্থ্য ,তোমার বাচ্চারা। তোমার জীবন থেকে যদি এরা ছাড়া অন্য সবকিছু হারিয়ে যায়, তবুও তোমার জীবন পূর্ণ থাকবে।

নুড়ি পাথরগুলো হচ্ছে - তোমার ঘর-বাড়ি, চাকরী ইত্যাদি।
আর বালি হচ্ছে তোমার জীবনের অন্য সব ছোট ছোট জিনিষগুলো।

তুমি যদি জারটিতে প্রথমে শুধু বালি ভরতে তাহলে পাথর আর নুড়ি পাথরগুলোর জন্যে কোন জায়গা থাকতো না। একইভাবে, তুমি যদি তোমার সবশক্তি ছোট ছোট জিনিষগুলোর পিছনে খরচ করে ফেলো, তবে গুরুত্বপূর্ণ জিনিষগুলোর খেয়াল ই রাখতে পারবে না। তাই তুমি প্রথমে তোমার পরিবারকে সময় দাও, তারপর অন্যকিছু।

সবকিছুর আগে বড় পাথরগুলোর যত্ন নিতে শেখো, যেগুলো তোমার জন্য অত্যন্ত মূল্যবান। বাকি সবকিছুই বালির মতো.....





Inspiration   story
I hope it will work ....


He narrates some of the philosophy teacher klase
Of things and attach the front
Down on the table. When klasa is, he took up a large pitcher and began to fill it with stones.

He then asked the students if the full jarati,
Students must answer yes.

He said some of the gravel stones jaratite dhalalena, when he was jarati Light jhamkalena patharagulora besides the large gravel patharagulo took place. He asked his students again if jarati full, the students who answered yes.

Then he gave a box of sand and poured it jaratite, baligulo jar full of all the phelalo space. He once asked his students whether full jarati, students ebaro she replied yes.

The chatraderake said, "Now, I'd like to think that you jarati your life. Between the life patharagulo important items - your family, partner, your health, your kids. Visit from life than if they had lost everything, even your life There will be full.

Patharagulo gravel is - you house - a house, a job, etc..
Bali is the life of all other small items.

If you jaratite first stone was only sand and gravel to fill the patharagulora not have had any place. Similarly, if you back the cost of your materials and fellow sabasakti small, but it is important to note that the materials will not be able to keep. So you should first visit the family at the time, and then nothing else.


Before the big things take care of patharagulora sekho, which is very valuable for me. The sand is everything .....

Thursday, August 8, 2013

আইসক্রিম নিয়ে অজানা তথ্যঃ Hidden Information about ICe-Cream

আইসক্রিম নিয়ে অজানা তথ্যঃ
১।আইসক্রিম আমাদের ওজন
বাড়াতে সাহায্য করে।
যারা অনেক কষ্ট করেও ওজন
বাড়াতে পারছেন
না তারা বেশি ক্যালরির আইসক্রিম
খেতে পারেন।
আর যাদের ওজন বেশি তারা একটু কম
খাওয়াই ভালো।
২।আইসক্রিম বেশি খেলে ডায়াবেটিস,
হাই- কোলেস্টেরল, অবেসিটি হতে পারে।
৩।আইসক্রিম টনসিল অপারেশনের পর
রক্তক্ষরণ বন্ধে সাহায্য করে।
৪।আমরা যে কোন আইসক্রিমগুলো খাই তা বাংলাদেশে তৈরী হয়, কিন্তু এর
গুনানত মান ঠিক থাকে না ।
৫।জুলাই মাসের ৩য় রবিবার
আমেরিকাতে জাতীয় আইসক্রিম দিবস হিসেবে পালন করা হয়।
লাইক দিয়ে এক্টিভ থাকুন




Ice cream with unknown Info

1. The weight of ice cream
Helps.
Many people who are having trouble Weight
Can increase
They are not more calories ice cream
Can eat.
More weight than those who are a little less
Khaoyai good.
The.'s Playing ice cream diabetes,
High - Cholesterol, Obesity may be.
3. Tanasila ice cream after operation
Please help stop the bleeding.
4. Aisakrimagulo we eat any of it is, but it's
Gunanata value is.
5. 3rd Sunday of the month of July
America is celebrated as a national ice cream day.

Like the Stay Active