চোখের জ্বালাপোড়ায় করণীয়
কারণ কীঃ-
1. চোখের পানি শুকিয়ে যাওয়া
2. চোখের অ্যালার্জি
3. বাতরোগ
4. চোখের পাপড়ির গোড়ায় প্রদাহ
5. চোখের অপারেশন
6. ঘুমের সময় চোখ বন্ধ না হওয়া
7. চোখের কালো মণিতে ভাইরাস সংক্রামণ
8. কালো ধোঁয়া, ধুলোবালি চোখে পড়লে
9. চোখে রাসায়নিক পড়লে। যেমন—চুন, এসিড ইত্যাদি
10. চোখে ওষুধের রিঅ্যাকশন হলে (স্টিভেন জনসন সিনড্রোম)
11. চোখের ড্রপ ব্যবহারেও প্রাথমিক অবস্থায় চোখ জ্বলতে পারে।
করণীয়ঃ-
1. রাস্তাঘাটের কালো ধোঁয়া ও ধুলোবালি থেকে চোখ রক্ষা করার জন্য সানগ্লাস ব্যবহার করুন।
2. চোখের পানি কমে গেলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে চোখে কৃত্রিম চোখের পানি ড্রপ হিসেবে ব্যবহার করা যেতে পারে।
3. পানি শুকিয়ে যাওয়ার কারণ যেমন—বাতরোগ, শোগ্রেন সিনড্রোম ইত্যাদি রোগের চিকিৎসা করাতে হবে।
4. সালফার-জাতীয় ওষুধে যাদের অ্যালার্জি আছে, তাদের তা বর্জন করতে হবে।
5. চিকিৎসকের পরামর্শে চোখের অ্যালার্জি এবং কর্নিয়ায় ভাইরাস সংক্রমণের চিকিৎসা করাতে হবে।
6. চোখ বেশিক্ষণ বন্ধ রাখলে অনেক ক্ষেত্রে চোখের জ্বালা কমে। সে জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন।
7. চোখে কেমিক্যাল পড়লে সঙ্গে সঙ্গে চোখে বেশি করে পানি দিয়ে অনেক সময় ধরে ধুয়ে ফেলতে হবে। তারপর দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
8. চোখে ড্রপ দেওয়ার কারণে চোখ জ্বললে ভয় পাবেন না। আস্তে আস্তে কমে যাবে। মূল রোগের চিকিৎসা বন্ধ করবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন।
What are you do in eye burn !
The kih -
1. Of water to dry
2. Eye Allergy
3. Bataroga
4. Inflammation of the eye coloration Starters
5. Eye Operation
6. I do not have time to sleep
7. The Black manite virus sankramana
8. Black smoke, as well as in dhulobali
9. Through the eyes of a chemical. - Such as lime, acid, etc.
10. If we drug reaction (Steven Johnson Syndrome)
11. Primary use eye drops may burn the eyes.
Karaniyah -
1. Black smoke from the road and dhulobali Use sunglasses to protect your eyes.
2. The water level at the time of the doctor's advice, they can be used as a drop of water in an artificial eye.
3. I like to dry the water - bataroga, sogrena syndrome, and the disease is treated.
4. Sulfur - the medication they have allergies, they must be abandons it.
5. Allergy advice of the doctor and karniyaya virus infection should be treated.
6. I no longer closed down the irritation in the eyes. The need for adequate sleep.
7. Chemical as well as in the more eyes with water for a long time to wash. It is not too late to take the doctor's advice.
8. Do not be afraid to drop it because it jbalale. Gradually be reduced. Do not stop treatment for the disease. The doctor will advise.
কারণ কীঃ-
1. চোখের পানি শুকিয়ে যাওয়া
2. চোখের অ্যালার্জি
3. বাতরোগ
4. চোখের পাপড়ির গোড়ায় প্রদাহ
5. চোখের অপারেশন
6. ঘুমের সময় চোখ বন্ধ না হওয়া
7. চোখের কালো মণিতে ভাইরাস সংক্রামণ
8. কালো ধোঁয়া, ধুলোবালি চোখে পড়লে
9. চোখে রাসায়নিক পড়লে। যেমন—চুন, এসিড ইত্যাদি
10. চোখে ওষুধের রিঅ্যাকশন হলে (স্টিভেন জনসন সিনড্রোম)
11. চোখের ড্রপ ব্যবহারেও প্রাথমিক অবস্থায় চোখ জ্বলতে পারে।
করণীয়ঃ-
1. রাস্তাঘাটের কালো ধোঁয়া ও ধুলোবালি থেকে চোখ রক্ষা করার জন্য সানগ্লাস ব্যবহার করুন।
2. চোখের পানি কমে গেলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে চোখে কৃত্রিম চোখের পানি ড্রপ হিসেবে ব্যবহার করা যেতে পারে।
3. পানি শুকিয়ে যাওয়ার কারণ যেমন—বাতরোগ, শোগ্রেন সিনড্রোম ইত্যাদি রোগের চিকিৎসা করাতে হবে।
4. সালফার-জাতীয় ওষুধে যাদের অ্যালার্জি আছে, তাদের তা বর্জন করতে হবে।
5. চিকিৎসকের পরামর্শে চোখের অ্যালার্জি এবং কর্নিয়ায় ভাইরাস সংক্রমণের চিকিৎসা করাতে হবে।
6. চোখ বেশিক্ষণ বন্ধ রাখলে অনেক ক্ষেত্রে চোখের জ্বালা কমে। সে জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন।
7. চোখে কেমিক্যাল পড়লে সঙ্গে সঙ্গে চোখে বেশি করে পানি দিয়ে অনেক সময় ধরে ধুয়ে ফেলতে হবে। তারপর দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
8. চোখে ড্রপ দেওয়ার কারণে চোখ জ্বললে ভয় পাবেন না। আস্তে আস্তে কমে যাবে। মূল রোগের চিকিৎসা বন্ধ করবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন।
What are you do in eye burn !
The kih -
1. Of water to dry
2. Eye Allergy
3. Bataroga
4. Inflammation of the eye coloration Starters
5. Eye Operation
6. I do not have time to sleep
7. The Black manite virus sankramana
8. Black smoke, as well as in dhulobali
9. Through the eyes of a chemical. - Such as lime, acid, etc.
10. If we drug reaction (Steven Johnson Syndrome)
11. Primary use eye drops may burn the eyes.
Karaniyah -
1. Black smoke from the road and dhulobali Use sunglasses to protect your eyes.
2. The water level at the time of the doctor's advice, they can be used as a drop of water in an artificial eye.
3. I like to dry the water - bataroga, sogrena syndrome, and the disease is treated.
4. Sulfur - the medication they have allergies, they must be abandons it.
5. Allergy advice of the doctor and karniyaya virus infection should be treated.
6. I no longer closed down the irritation in the eyes. The need for adequate sleep.
7. Chemical as well as in the more eyes with water for a long time to wash. It is not too late to take the doctor's advice.
8. Do not be afraid to drop it because it jbalale. Gradually be reduced. Do not stop treatment for the disease. The doctor will advise.
No comments:
Post a Comment