রসুনে আরোগ্য লাভ !
রসুন এক দারুণ মসলা। এক দারুণ পেনিসিলিন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ ওয়েবসাইট ‘মেডলাইন প্লাস’ জানিয়েছে, বিশ্বের অসংখ্য মানুষ কোলন, রেক্টাল, পাকস্থলী, ব্রেস্ট, প্রোস্টেট, মূত্রথলি ও ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে রসুন ব্যবহার করে।
১. মিনারেলস সমৃদ্ধ মসলা রসুন। এর পরিমাণ এত বেশি যে, কারো কারো মতে, এটি মিনারেলসের মিনি স্টোর হিসেবে পরিচিত।
২. এতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফসফরাস, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, রিবোফ্লাভিন, কপার, ম্যাঙ্গানিজ, ক্লোরিন, সেলেনিয়াম, জিংক ও ভিটামিন ‘সি’।
৩. এটি চমত্কার অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক, অ্যান্টি-ফাংগাল, অ্যান্টি-ভাইরাল হিসেবে কাজ করে, যা আমাদের বিভিন্ন রোগবালাই থেকে দূরে রাখে।
৪. এর ভিটামিন ‘সি’র কথা বিশেষভাবে বলতে হয়। কেননা এ ভিটামিন স্কার্ভি রোগের প্রতিরোধক ও প্রতিষেধক হিসেবে কাজ করে। একই সঙ্গে তা রক্তনালি নমনীয় রাখে।
৫. রসুনে ‘অ্যাজোইন’ নামক এক রাসায়নিক পদার্থ রয়েছে। এ পদার্থ নির্বিঘ্নে রক্ত চলাচলে সহায়তা করে। পাশাপাশি রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। একই সঙ্গে রক্তের কোলেস্টেরল কমাতে বিশেষ ভূমিকা রাখে।
৬. এর সালফার আমাদের শরীরের নানা হরমোন নিঃসরণ করতে সহায়তা করে।
৭. হূদরোগজনিত সমস্যায় ভীষণ কার্যকর এ ভেষজ। ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত, এটি উচ্চ রক্তচাপও কমিয়ে দেয়।
৮. এর ‘অ্যালিসিন’ পদার্থ ক্ষত সারাতে ভূমিকা রাখে। তাছাড়া পদার্থটি যক্ষ্মা, আমাশয়, টাইফয়েড প্রভৃতির রোগজীবাণু ধ্বংস করে।
৯. ঠাণ্ডা লেগেছে? গলা বসে যাওয়া কিংবা গলাব্যথা, মাথাব্যথা, গেঁটে বাত, হাঁপানি, ব্রংকাইটিসের সমস্যায় রসুন চিবিয়ে খেতে পারেন।
১০. ডায়াবেটিকদের জন্য উপকারী মসলা রসুন। এটি ব্লাড সুগার কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।
১১. লিভারের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং হজমের সমস্যা দূর করে এ ঔষধি। অ্যালার্জি সারিয়ে তুলতে এর ভূমিকা সুবিদিত।
১২. অনেক বিজ্ঞানী মনে করেন, ফুড পয়জনিং নিবারণ করে এ মসলা।
১৩. বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি মিলিলিটার শুক্রাণুতে ২০ মিলিয়নের কম স্পার্ম থাকলে যেকোনো পুরুষ অনুর্বর হতে পারেন। বাজে খাদ্যাভ্যাস, ধূমপান, অ্যালকোহল, অনিয়ন্ত্রিত জীবন, ব্যায়ামে অনীহা প্রভৃতি কারণে দিন দিন অনুর্বরতা বাড়ছে। এক্ষেত্রে বিশেষ সহায়ক মসলা রসুন। কেননা সুস্থ স্পার্ম তৈরিতে রসুনের জুড়ি মেলা ভার।
"রমজানে সুস্থ থাকুন, থাকুন আমাদের সাথে"
healing of Garlic !
Garlic is a great spice. A great Penicillin. U.S. National Library of Medicine of the National Health inastitiutasa website medalaina Plus, said many people in the colon, rektala, stomach, breast, prosteta, bladder and lung cancer by preventing the use of garlic.
1. Garlic is rich in minerals and spice. It's more than that amount, according to some, it is known as minerals mini-store.
The. There are also plenty of carbohydrates, protein, phosphorus, aluminum, calcium, ribophlabhina, copper, manganese, chlorine, selenium, Zinc and Vitamin 'C'.
3. It's pretty antibiotics, ayantisepatika, anti - fungal, anti - viral as that which keeps us away from the rogabalai.
4. Of vitamin 'C' is the word to say specifically. Scurvy is a disease of the vitamin as a preventative and preventive work. At the same time it keeps the blood-vessel flexibility.
5. Rasune 'ayajoina named one of the chemical substances. The substance of the swing movement helps blood. In addition to the prevention of thrombosis. Reduce the role of cholesterol in the blood.
6. 's Sulfur emissions hormones in our body that helps.
7. A very effective herbal hudarogajanita problems. Clinical evidence, it reduces high blood pressure.
8. 's 'Ayalisina' material contributes to the wound repair. The substance tuberculosis, amasaya, typhoid etc. rogajibanu destroyed.
9. Like cold? Going to the throat or galabyatha, headaches, gemte arthritis, asthma, bronchitis problems cibiye can eat garlic.
10. Spicy garlic is beneficial for dayabetikadera. It keeps the blood sugar control of diabetes.
11. Liver disease and metabolic problems by increasing the resistance of the herb. Fix the build of the well-known role in allergies.
1. Many scientists think that the spicy food poisoning prevention.
13. World Health Organization tathyamate, 0 million less per mililitara sukranute sparma male infertile if any can be. Bad eating habits, smoking, alcohol, uncontrolled life, exercises, etc., due to the decline anurbarata increasing day by day. This is especially helpful spicy garlic. For example, to create a healthy sparma garlic load matching pair.
"Ramadan Stay Healthy, Stay with us"
রসুন এক দারুণ মসলা। এক দারুণ পেনিসিলিন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ ওয়েবসাইট ‘মেডলাইন প্লাস’ জানিয়েছে, বিশ্বের অসংখ্য মানুষ কোলন, রেক্টাল, পাকস্থলী, ব্রেস্ট, প্রোস্টেট, মূত্রথলি ও ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে রসুন ব্যবহার করে।
১. মিনারেলস সমৃদ্ধ মসলা রসুন। এর পরিমাণ এত বেশি যে, কারো কারো মতে, এটি মিনারেলসের মিনি স্টোর হিসেবে পরিচিত।
২. এতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফসফরাস, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, রিবোফ্লাভিন, কপার, ম্যাঙ্গানিজ, ক্লোরিন, সেলেনিয়াম, জিংক ও ভিটামিন ‘সি’।
৩. এটি চমত্কার অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক, অ্যান্টি-ফাংগাল, অ্যান্টি-ভাইরাল হিসেবে কাজ করে, যা আমাদের বিভিন্ন রোগবালাই থেকে দূরে রাখে।
৪. এর ভিটামিন ‘সি’র কথা বিশেষভাবে বলতে হয়। কেননা এ ভিটামিন স্কার্ভি রোগের প্রতিরোধক ও প্রতিষেধক হিসেবে কাজ করে। একই সঙ্গে তা রক্তনালি নমনীয় রাখে।
৫. রসুনে ‘অ্যাজোইন’ নামক এক রাসায়নিক পদার্থ রয়েছে। এ পদার্থ নির্বিঘ্নে রক্ত চলাচলে সহায়তা করে। পাশাপাশি রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। একই সঙ্গে রক্তের কোলেস্টেরল কমাতে বিশেষ ভূমিকা রাখে।
৬. এর সালফার আমাদের শরীরের নানা হরমোন নিঃসরণ করতে সহায়তা করে।
৭. হূদরোগজনিত সমস্যায় ভীষণ কার্যকর এ ভেষজ। ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত, এটি উচ্চ রক্তচাপও কমিয়ে দেয়।
৮. এর ‘অ্যালিসিন’ পদার্থ ক্ষত সারাতে ভূমিকা রাখে। তাছাড়া পদার্থটি যক্ষ্মা, আমাশয়, টাইফয়েড প্রভৃতির রোগজীবাণু ধ্বংস করে।
৯. ঠাণ্ডা লেগেছে? গলা বসে যাওয়া কিংবা গলাব্যথা, মাথাব্যথা, গেঁটে বাত, হাঁপানি, ব্রংকাইটিসের সমস্যায় রসুন চিবিয়ে খেতে পারেন।
১০. ডায়াবেটিকদের জন্য উপকারী মসলা রসুন। এটি ব্লাড সুগার কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।
১১. লিভারের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং হজমের সমস্যা দূর করে এ ঔষধি। অ্যালার্জি সারিয়ে তুলতে এর ভূমিকা সুবিদিত।
১২. অনেক বিজ্ঞানী মনে করেন, ফুড পয়জনিং নিবারণ করে এ মসলা।
১৩. বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি মিলিলিটার শুক্রাণুতে ২০ মিলিয়নের কম স্পার্ম থাকলে যেকোনো পুরুষ অনুর্বর হতে পারেন। বাজে খাদ্যাভ্যাস, ধূমপান, অ্যালকোহল, অনিয়ন্ত্রিত জীবন, ব্যায়ামে অনীহা প্রভৃতি কারণে দিন দিন অনুর্বরতা বাড়ছে। এক্ষেত্রে বিশেষ সহায়ক মসলা রসুন। কেননা সুস্থ স্পার্ম তৈরিতে রসুনের জুড়ি মেলা ভার।
"রমজানে সুস্থ থাকুন, থাকুন আমাদের সাথে"
healing of Garlic !
Garlic is a great spice. A great Penicillin. U.S. National Library of Medicine of the National Health inastitiutasa website medalaina Plus, said many people in the colon, rektala, stomach, breast, prosteta, bladder and lung cancer by preventing the use of garlic.
1. Garlic is rich in minerals and spice. It's more than that amount, according to some, it is known as minerals mini-store.
The. There are also plenty of carbohydrates, protein, phosphorus, aluminum, calcium, ribophlabhina, copper, manganese, chlorine, selenium, Zinc and Vitamin 'C'.
3. It's pretty antibiotics, ayantisepatika, anti - fungal, anti - viral as that which keeps us away from the rogabalai.
4. Of vitamin 'C' is the word to say specifically. Scurvy is a disease of the vitamin as a preventative and preventive work. At the same time it keeps the blood-vessel flexibility.
5. Rasune 'ayajoina named one of the chemical substances. The substance of the swing movement helps blood. In addition to the prevention of thrombosis. Reduce the role of cholesterol in the blood.
6. 's Sulfur emissions hormones in our body that helps.
7. A very effective herbal hudarogajanita problems. Clinical evidence, it reduces high blood pressure.
8. 's 'Ayalisina' material contributes to the wound repair. The substance tuberculosis, amasaya, typhoid etc. rogajibanu destroyed.
9. Like cold? Going to the throat or galabyatha, headaches, gemte arthritis, asthma, bronchitis problems cibiye can eat garlic.
10. Spicy garlic is beneficial for dayabetikadera. It keeps the blood sugar control of diabetes.
11. Liver disease and metabolic problems by increasing the resistance of the herb. Fix the build of the well-known role in allergies.
1. Many scientists think that the spicy food poisoning prevention.
13. World Health Organization tathyamate, 0 million less per mililitara sukranute sparma male infertile if any can be. Bad eating habits, smoking, alcohol, uncontrolled life, exercises, etc., due to the decline anurbarata increasing day by day. This is especially helpful spicy garlic. For example, to create a healthy sparma garlic load matching pair.
"Ramadan Stay Healthy, Stay with us"
No comments:
Post a Comment