Thursday, August 22, 2013

ভালোবাসা স্বাস্থ্যের জন্য উপকারি !!

ভালোবাসা স্বাস্থ্যের জন্য উপকারি !!

প্রেম ভালোবাসাকে একটু বাঁকা চোখে অনেকেই দেখেন। কিন্তু ভালোবাসা মানুষের স্বাস্থের জন্য বেশ উপকারী। ভালোবাসা সব রোগের মহৌষধ। ভালোবাসলে এন্ডোরফিন নামক এক প্রকার হরমোন তৈরি হয়। যার ফলে শরীরের চামড়া বেশি রক্ত পায় এবং এর ফলে শরীরের চামড়া নরম ও মসৃণ থাকে। এতে সহজে চামড়া কুচকে যায় না। মুখে আভার সৃষ্টি হয়। নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায়, যে প্রেমিক প্রেমিকারা খুব কাছাকাছি সময় কাটায় এবং পাশাপাশি বসে ভালোবাসার কথা বলে তাদের শরীর থেকে অক্সিটোসিন নামক লাভ হরমোন উচ্চমাত্রায় নিঃসৃত হয়। আবার দি ইন্সটিটিউট ফর রিসার্চ অন আনলিমিটেড লাভ- এর একটি গবেষণায় জানা যায়, যারা নিঃস্বার্থভাবে ভালবাসে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, দুশ্চিন্তা কমে যায়, আয়ু বেড়ে যায়, মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় এবং হতাশা দূর হয়। ভালবাসলে কোলেস্টেরল কমে যায়। হিউম্যান কমিউনিকেশন-এর এক গবেষণায় এ তথ্য পাওয়া যায়। যারা ভালবাসার কথা লেখে বা শোনে তাদের শরীরেও কোলেস্টেরলের মাত্রা কমতে থাকে। যারা ভালবাসে না, তারা এই উপকারিতা পায় না।

ছবিটিতে বিশ্বের বিভিন্ন ভাষায় ভালবাসার কথা বলা হয়েছে। খুঁজে বের করুন বাংলাভাষায় লেখাটি কত নম্বর লাইনে রয়েছে?



Love is Useful for my health!

I love the look of a little curved. It is quite beneficial for the health of the people. I mahausadha the disease. This is a type of hormone called bhalobasale endoraphina. Allowing more blood to the skin of the body and the body's skin is soft and smooth. It is not easy to kucake skin. Glow in the creation. University of North Carolina study found that too much time to spend premikara boyfriend and I are sitting side by side in their body aksitosina the hormone is secreted high. But the Institute for Research on Unlimited Love - a study of people who love them nihsbarthabhabe immune system increases, decreases anxiety, increases longevity, improve mental health and reduce the frustration. Bhalabasale cholesterol decreased. Human Communication - A study of the data is available. I love the people who write or listen to decrease the levels of cholesterol in their body. Those who do not love, they do not have this advantage.


The film is a love of the world in various languages. Find out how long the line has been Common?

No comments:

Post a Comment