পেটের চর্বি থেকে মুক্তি!
১. এক গ্লাস হালকা গরম পানিতে লেবু ও একটু লবণ দিয়ে শরবত তৈরি করে প্রতিদিন সকালে খাবেন।
২.সকালে দুই বা তিন কোয়া কাঁচা রসুন খেতে হবে। লেবুর শরবত পান করার পরই এটি খেয়ে নিলে ভালো ফল পাওয়া যাবে। এ পদ্ধতিটি আপনার শরীরের ওজন কমানোর প্রক্রিয়াটি দ্বিগুণ গতিতে করবে। একই সঙ্গে আপনার শরীরের রক্ত সঞ্চালন হবে মসৃণ গতিতে।
৩. সকালের নাশতায় অন্য খাবারের পরিমাণটা কমিয়ে সেখানে স্থান করে দিতে হবে ফলের। প্রতিদিন সকালে এক বাটি ফল খেলে পেটে চর্বি জমার হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে।
৪. পেটের চর্বি থেকে মুক্তি পেতে হলে পানির সঙ্গে করতে হবে বন্ধুত্ব। কেননা পানি আপনার শরীরের পরিপাক ক্ষমতা বাড়িয়ে দেয় এবং শরীর থেকে ক্ষতিকর সব কিছু বের করে দিতে সাহায্য করে।
৫. সাদা চালের ভাত থেকে দূরে থাকুন। এর পরিবর্তে আটার তৈরি খাবার খেতে হবে।
৬. দারুচিনি, আদা, কাঁচা মরিচ দিয়ে রান্না করুন আপনার খাবার। এগুলো শরীরের রক্তে শর্করার মাত্রা কমিয়ে রাখতে সহায়তা করে।
৭. চিনিজাতীয় খাবার শরীরের বিভিন্ন অংশে চর্বি ভূমিকা রাখে, বিশেষ করে পেট ও ঊরুতে। পেটের চর্বি থেকে রেহাই পেতে হলে চিনি এবং চিনিজাতীয় খাবারের সঙ্গে শত্রুতা ছাড়া উপায় নেই।
Released abdominal fat!
1. The light lemon and a glass of hot water with a little salt every morning and take a refreshment.
The. Koya two or three in the morning eat raw garlic. I better take it after drinking lemon refreshment can be found in fruits. This approach doubles the speed of the process, your body will lose weight. The blood will be on your body at ease.
3. He reduced the amount of food that is nasataya other fruit. Every morning, a bowl of fruit from playing a lot of abdominal fat storage is exempt.
4. Abdominal fat, get rid of the water to be friends with. It increases the power of your body's digestive and helps you get all damaging to the body.
5. Stay away from white rice rice. Instead of flour will produce food.
6. Cinnamon, ginger, chili and cook your food. It helps reduce blood sugar levels in the body.
7. Cinijatiya different parts of the body fat contributes to food, especially in the stomach and urute. Abdominal fat to get exemption from the feud with the sugar and the food is cinijatiya.
No comments:
Post a Comment