Monday, August 5, 2013

রূপচর্চায় তুলনাহীন কলা

রূপচর্চায় তুলনাহীন কলা 


খাবার হিসেবে কলা তুলনাহীন। নানা পুষ্টিগুণে ভরা এই ফলটি শরীরের জন্য খুবই উপকারী। রূপচর্চার উপকরণ হিসেবেও কলার জুড়ি নেই। ত্বক যত্নে কলা ব্যবহার করতে পারেন অনায়াসে। ত্বক চর্চায় কলা ব্যবহারের জন্য রইল কিছু টিপস -

*রোদে পোড়া ভাব দূর করতে চান? বাইরে থেকে ফিরে শুধু একটি পাকা কলা চটকে নিয়ে রোদে পোড়া জায়গাগুলোতে লাগান এবং হালকা মাসাজ করতে থাকুন। ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।


*ত্বকচর্চার একটি গুরুত্বপূণ ধাপ হলো স্ক্রাবিং। দুটি মাঝারি আকারের পাকা কলা চটকে নিন। এর সাথে চন্দনের গুঁড়া ও চালের গুঁড়া মিশিয়ে পুরো শরীরে লাগান। ২০-২৫ মিনিট হালকাভাবে মাসাজ করুন। এরপর ধুয়ে ফেলুন। ত্বক হবে পরিষ্কার ও উজ্জ্বল।

*ত্বকের রুক্ষতা কাটাতে পাকা কলা, অলিভ অয়েল ও মধু একত্রে মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

*ত্বকের মলিনতা কাটাতে পাকা কলা, মধু ও লেবুর রস একত্রে মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

*ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পাকা কলার সাথে চিনি মিশিয়ে ত্বকে লাগান এবং হালকাভাবে মাসাজ করুন ২০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন।



Benefit of Banana 

Art as food beyond compare. These results are very beneficial for the body of the pustigune filled. Rupacarcara materials as the caller does not pair. Yatne banana skin can use effortlessly. Bananas are a few tips for skin studies -

* Do you want to remove sun burns effect? Just back from a ripe banana and apply catake areas burned in the sun and enjoy the light masaja. After 10-15 minutes and wash.

* Tbakacarcara a gurutbapuna the scrubbing step. Take two medium-sized ripe banana catake. Candanera powder and mixed with rice powder and apply the whole body. 0 - 5 minutes, please halakabhabe masaja. Then wash. Skin should be clean and bright.

* Skin coarseness spend ripe bananas, olive oil and honey mixed together, apply the skin. After 15 minutes wash.

* Skin cometh spend ripe banana, honey and lemon juice together and apply onto the skin. 0 minutes after the wash.


* The brightness of the skin to restore the skin, apply ripe banana mixed with sugar and set halakabhabe masaja 0 minutes. Then wash.

No comments:

Post a Comment