Saturday, August 24, 2013

চুলের আগা ফাটা প্রতিরোধের পাঁচটি উপায়


চুলের আগা ফাটা প্রতিরোধের পাঁচটি উপায় 

চুলের আগা ফেটে যাওয়া (split end) একটি বড় সমস্যা। কি করলে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি? নিচে পাঁচটি টিপস দেয়া হল। ফলো করলে আপনি পাবেন সুস্থ, split end বিহীন সুন্দর চুল।

১. গোসলের পর আমরা অনেকেই তোয়ালে দিয়ে চুল পেচিয়ে বেধে রাখি শুকানোর জন্য। চুল থেকে পানি দূর করার জন্য সবচেয়ে ভাল উপায় হচ্ছে গোসলের সময় ই হাত দিয়ে চিপে পানি বের করে ফেলা। এরপর তোয়ালের পরিবর্তে কোন নরম কাপড় (টি-শার্ট / সুতি কাপড়) দিয়ে চিপে অতিরিক্ত পানি শুকিয়ে ফেলা। ভেজা চুল কখনোই পেচিয়ে বাধা উচিত নয়।

২. চুলে হেয়ার ড্রায়ার / আয়রন ব্যবহার করার আগে অবশ্যই হিট প্রটেক্টর স্প্রে করে নিন।

৩. কখনোই ভেজা চুল ইলাস্টিক রাবার ব্যন্ড দিয়ে বাধবেন না। এমন হেয়ার ব্যন্ড / ক্লিপ ব্যবহার করুন যেটা আপনার চুলে আটকে যাবে না।

৪. কন্ডিশনার কেনার সময় এমন কন্ডিশনার বেছে নিন যেটা আপনার চুলকে ময়েশ্চারাইজ করে চুলকে শুষ্কতা থেকে রক্ষা করবে।

৫. শুকনো চুলে নিয়মিত অয়েল মেসেজ করুন, এতে চুলের আর্দ্রতা বজায় থাকবে এবং চুল শুষ্ক ও রুক্ষ হয়ে যাবে না।

এই সাধারণ টিপসগুলোর পাশাপাশি মাঝে মাঝে পার্লার এ গিয়ে চুলের আগা ট্রিম করে আসুন, তাহলে আপনি রক্ষা পাবেন আগা ফাটা থেকে আর আপনার চুল হবে সুস্থ, সুন্দর।



Five-way resistance to Hair fracture 

Ends splitting (split end) is a big problem. What if we get rid of? Below are five tips. If you follow a healthy, split end with beautiful hair.

1. After bathing in the towel for drying the hair peciye restricted reserve. The best way to remove hair from the water bath when the hand is removed from the water chip. The toyalera a soft cloth instead of (T - shirt / cotton cloth) with a chip off the water and dry. Peciye should never interfere with wet hair.

The. Hair hair dryer / iron before using the spray can hit Protector.

3. Badhabena with elastic rubber bands are never wet. The hair bands / clips that use to be stuck in your hair.

4. Choose which one you are buying conditioner conditioning culake mayescaraija culake dry and protect you from.

5. Regular oil massage, dry hair, and the hair retain moisture and dry and rough hair can become.


Craft, as well as the occasional visiting the salon and let the ends trimmed, it will protect you from the ends of the fracture will heal your hair, beautiful.

No comments:

Post a Comment