Friday, August 9, 2013

অনুপ্রেরণামূলক একটি গল্প

অনুপ্রেরণামূলক একটি গল্প। 
আশা করি জীবনে কাজে লাগবে....


একদিন এক দর্শনের শিক্ষক ক্লাশে আসলেন কতগুলো 
জিনিষ নিয়ে এবং জিনিষগুলো তার সামনের 
টেবিলের উপর রাখলেন। যখন ক্লাশ শুরু হল,তিনি হাতে একটা বড় জার নিলেন এবং এটাকে পাথর দিয়ে ভরতে শুরু করলেন।

তারপর তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন জারটি পূর্ণ কিনা,
ছাত্ররা উত্তরে বললো হ্যা।

এরপর তিনি কিছু নুড়ি পাথর নিয়ে জারটিতে ঢাললেন, তিনি যখন জারটি হাল্কা করে ঝাঁকালেন তখন নুড়ি পাথরগুলো বড়ো পাথরগূলোর ফাঁকে জায়গা করে নিলো। তিনি আবার তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন জারটি পূর্ণ কিনা, ছাত্ররা উত্তরে বললো হ্যা।

তারপর তিনি এক বাক্স বালি নিয়ে জারটিতে ঢেলে দিলেন, বালিগুলো জারের সমস্ত খালি জায়গা পূর্ণ করে ফেললো। তিনি আরও একবার তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন জারটি পূর্ণ কিনা, ছাত্ররা এবারো উত্তরে বললো হ্যা।

এরপর তিনি ছাত্রদেরকে বললেন, "এখন, আমি চাই তোমরা মনে করো যে জারটি তোমাদের জীবন। বড়ো পাথরগুলো হচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ জিনিষগুলো - তোমার পরিবার, জীবনসঙ্গী, তোমার স্বাস্থ্য ,তোমার বাচ্চারা। তোমার জীবন থেকে যদি এরা ছাড়া অন্য সবকিছু হারিয়ে যায়, তবুও তোমার জীবন পূর্ণ থাকবে।

নুড়ি পাথরগুলো হচ্ছে - তোমার ঘর-বাড়ি, চাকরী ইত্যাদি।
আর বালি হচ্ছে তোমার জীবনের অন্য সব ছোট ছোট জিনিষগুলো।

তুমি যদি জারটিতে প্রথমে শুধু বালি ভরতে তাহলে পাথর আর নুড়ি পাথরগুলোর জন্যে কোন জায়গা থাকতো না। একইভাবে, তুমি যদি তোমার সবশক্তি ছোট ছোট জিনিষগুলোর পিছনে খরচ করে ফেলো, তবে গুরুত্বপূর্ণ জিনিষগুলোর খেয়াল ই রাখতে পারবে না। তাই তুমি প্রথমে তোমার পরিবারকে সময় দাও, তারপর অন্যকিছু।

সবকিছুর আগে বড় পাথরগুলোর যত্ন নিতে শেখো, যেগুলো তোমার জন্য অত্যন্ত মূল্যবান। বাকি সবকিছুই বালির মতো.....





Inspiration   story
I hope it will work ....


He narrates some of the philosophy teacher klase
Of things and attach the front
Down on the table. When klasa is, he took up a large pitcher and began to fill it with stones.

He then asked the students if the full jarati,
Students must answer yes.

He said some of the gravel stones jaratite dhalalena, when he was jarati Light jhamkalena patharagulora besides the large gravel patharagulo took place. He asked his students again if jarati full, the students who answered yes.

Then he gave a box of sand and poured it jaratite, baligulo jar full of all the phelalo space. He once asked his students whether full jarati, students ebaro she replied yes.

The chatraderake said, "Now, I'd like to think that you jarati your life. Between the life patharagulo important items - your family, partner, your health, your kids. Visit from life than if they had lost everything, even your life There will be full.

Patharagulo gravel is - you house - a house, a job, etc..
Bali is the life of all other small items.

If you jaratite first stone was only sand and gravel to fill the patharagulora not have had any place. Similarly, if you back the cost of your materials and fellow sabasakti small, but it is important to note that the materials will not be able to keep. So you should first visit the family at the time, and then nothing else.


Before the big things take care of patharagulora sekho, which is very valuable for me. The sand is everything .....

No comments:

Post a Comment