Thursday, June 6, 2013

Chamber doctor

চিকিৎসকের চেম্বারে

ডাক্তার দেখাতে গেলে একা যাওয়ার চেয়ে কোনো বন্ধু বা আত্মীয়কে সঙ্গে নেওয়া ভালো। চিকিৎসকের সঙ্গে কথা বলার সময় ভুলে যাওয়া কোনো বিষয় মনে করিয়ে দিতে বা কোনো বিষয় চিকিৎসকের কাছ থেকে ভালোভাবে বুঝে নিতে ওই বন্ধু বা আত্মীয় সাহায্য করতে পারেন। চিকিৎসকের কাছে যাওয়া এবং তাঁর সঙ্গে কথা বলাটাই অনেকের কাছে উদ্বেগ-উৎকণ্ঠার বিষয়। নিকটজনের সঙ্গ সেই উদ্বেগ অনেকখানিই প্রশমিত করে রাখতে পারে। খেয়াল রাখবেন, যাকে সঙ্গে নিচ্ছেন, তিনি যেন আপনার ঘনিষ্ঠ এবং আপনার রোগ সম্পর্কে সম্যক ওয়াকিবহাল থাকেন।
সুষ্ঠু চিকিৎসার স্বার্থেই চিকিৎসকের কাছে কোনো তথ্য গোপন করা উচিত নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায়, রোগী তাঁর ধূমপান বা মদপানের বিষয়টি গোপন করে যেতে চান বা বিষয়টি তত গুরুতর নয় বলে দেখাতে চান- বিষয়টি একদমই অনুচিত। চিকিৎসককে আপনি 'ইমপ্রেস' করতে যাচ্ছেন না, যাচ্ছেন আপনার সমস্যার সমাধান জানার জন্য। এ ক্ষেত্রে 'ডাক্তার কী মনে করবেন' ভেবে অস্বাস্থ্যকর জীবনাচরণের কথা গোপন রাখা উচিত নয়। প্রতিদিন যৌন সমস্যায় ভোগা প্রচুর রোগী শুধু মাথাব্যথা বা অনির্দিষ্ট ব্যথা বা হাত-পা-গা জ্বালা-পোড়ার কথা বলে চিকিৎসা নিতে আসছেন। তাদের প্রকৃত সমস্যা রয়ে যাচ্ছে আড়ালেই। যদি আগে ওষুধ খাওয়ার ব্যাপারে অনিয়ম করে থাকেন, সেটাও স্বীকার করুন, নচেৎ চিকিৎসক আগে সেবন করা ওষুধের ব্যাপারে ভুল ধারণা পাবেন।
আপনার চিকিৎসক আপনাকে কী পরামর্শ দিচ্ছেন, তা ভালো করে শুনে নিন। বুঝতে না পারলে আবার জিজ্ঞাসা করুন। নতুন কোনো পরামর্শপত্র দেওয়া হলে ওষুধের নাম, কখন, কিভাবে খেতে হবে ভালো করে বুঝে নিন। মনে রাখুন, শুধু ওষুধ নয়, চিকিৎসকের পরামর্শমতো জীবনাচরণ ও খাদ্যাভ্যাসও সুস্থ থাকার জন্য জরুরি।


Chamber doctor


When you go to see a doctor alone than with a friend or relative to make good. When talking with the doctor forget to remind any doctor or any other aspect of their friends or relatives can help to understand better. Going to the doctor and he had some concerns with balatai - utkanthara issues. Nikatajanera company that can mitigate the concerns anekakhanii. Note-taking, with whom he had a close and you are informed thoroughly about your disease.
Fair treatment of confidential information should not be of any interest to the doctor. In many cases, patients who want to quit smoking or madapanera the secret of the matter is too serious to show that - the least illegitimate. Cikitsakake you 'Impress''re not going to solve the problem for you. In the case of 'what the doctor would think,' I should not be kept secret from unhealthy jibanacaranera. The rest of the patient's sexual problems, headaches or unspecified pain or arm - leg - a leg irritation - treatment for burns he has to take. The real problem is going to remain aralei. If the irregularities have taken drugs before going to accept, otherwise the doctor before the medication is to be taken to get the wrong idea.

What would you advise your physician, it is good to hear. If you do not understand, ask again. Paramarsapatra given a name to the new drugs, when, and how they can eat better. Remember, it is not medicine, and the doctor suggested jibanacarana Eating healthy is important for.

No comments:

Post a Comment