Thursday, June 6, 2013

রাগ হলেই মারধর! 

বাড়ির ছোট্ট মানুষটির স্বভাবও খুব মিষ্টি। কিন্তু রেগে গেলেই তার অন্য রূপ। চিৎকার-চেঁচামেচি তো আছেই, কাজের লোককেও মারধর করা শুরু হয়ে যায়। মা-বাবা ভাবেন, ও তো ছোট। একটু মারামারি করবেই। কিন্তু দেখা যায়, এই অভ্যাস বড় হওয়ার পরও রয়ে যায়।
কোনো কোনো শিশু অন্যের বাড়িতে গিয়ে জিনিসপত্র ছুড়ে ফেলে। অযথা জেদ করে। এমনকি সেই বাসার শিশুটিকে মারে, থুতু দেয়। আসলে বাড়িতে সে যেমন দুষ্টুমি করে, সেই স্বভার তার মধ্য থেকেই যায়। বেশির ভাগ মা-বাবা কাজের লোককে মারধর বা অন্য শিশুকে মারার বিষয়টিকে গুরুত্ব দেন না। ফলে শিশুটি বুঝতে পারে না যে তার কাজটি ঠিক হচ্ছে না।
সারা দিন কাজের লোকের কাছে থাকে শিশুটি। মা-বাবা কর্মজীবী। বাড়িতে ফিরে তাঁরা পর্যাপ্ত সময় হয়তো দিচ্ছেন না শিশুটিকে। কিংবা অভিভাবক হয়তো শিশুটির সামনেই কাজের লোককে মারধর করেন। আজেবাজে কথা বলেন। খেয়ালই করলেন না, সামনে থাকা শিশুটি সব দেখল, সে এটা অনুকরণ করতে পারে।
তিন থেকে সাত বছরের মধ্যে শিশুরা বড়দের বেশি অনুকরণ করে। এই সময়টাতে তার প্রতি যথাযথ মনোযোগ ও পর্যাপ্ত সময় দেওয়া উচিত।
শিশু মনস্তত্ত্ববিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক দিলরুবা আফরোজ বলেন, শিশুর আবেগকে গুরুত্ব দিতে হবে। শিশুর মারামারির অভ্যাস, অন্যকে থুতু দেওয়া কিংবা আজেবাজে কথা বলার অভ্যাস কিন্তু সে তার চারপাশ থেকেই শেখে। ফলে তার চারপাশের পরিবেশ যদি শিশুবান্ধব করা যায়, তাহলে এ ধরনের সমস্যা কমে যাবে।
বিশেষজ্ঞরা মনে করেন, শিশু নেতিবাচক কিছু শেখে মূলত পরিবারের প্রভাবেই। বড়রা যদি সারাক্ষণ ঝগড়া-বিবাদে লিপ্ত থাকেন, কাউকে শ্রদ্ধা না করেন, তাহলে শিশুটি তা শিখবেই। অনেক সময় শিশু কাজের লোককে মারলে মা-বাবা তাকে শাসন না করে বরং প্রশ্রয় দেন। এটিও ঠিক নয়। শিশুকে বোঝাতে হবে, সে যে কাজটি করেছে তা ঠিক নয়। এর জন্য সবার আগে মা-বাবা ও পরিবারের সদস্যদের আচরণ সংশোধন করতে হবে। শিশুকে ভালো ভালো বই পড়তে দিতে হবে। ঘুমানোর আগে গল্প শোনাতে পারেন। টিভিতেও খুব মারামারি বা প্রাপ্তবয়স্কদের কোনো কিছু দেখানো যাবে না। কাজের লোকের কাছে থাকলেও তার থেকে যেন নেতিবাচক কিছু শিখে না ফেলে সেটি নিশ্চিত করতে হবে। এ জন্য কাজের লোকটিকেও প্রশিক্ষণ দিতে হবে। যাতে শিশুর সামনে এমন কোনো আচরণ না করা হয়, যা তাকে বির্পযস্ত করে।
শিশু অযথা জেদ করে চিৎকার করলে, কান্নাকাটি করলে বা জিনিসপত্র ছোড়াছুড়ি করলে তিন-চার মিনিট পাত্তা দেবেন না। বিষয়টি এড়িয়ে চলবেন। এরপর তাকে বুঝিয়ে নিয়ে আপনার সামনে বসাবেন। এরপর ধীরে ধীরে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। শিশুকে সেদিন কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেন। তারপর ধীরে ধীরে তাকে বোঝাতে হবে। শুধু মা-বাবা নয়, স্কুলেরও এখানে ভূমিকা আছে। যেসব শিশুর আচরণ এমন, তাদের বিশেষভাবে কাউন্সেলিং করানো যেতে পারে।




I only beat!



The little people are very sweet disposition. But when the other is angry. Crying - what I do, I can not begin to beat people. I - I think, and so small. Why a hassle. It can be seen, this practice remains large even after.
I have no children at home, threw his belongings. The difficulties for wasteful. The child in the home Murray, who spit. I like the monkey house, and the nature of his had. Most parents - I do not care about people, animals or other children Moments process. The child does not understand that his job is not just.
I have a child and the man. Mother - working parents. They do not have enough time to return to the home of the child. Or guardian of the child is just round the corner I beat people. Said nonsense. Kheyalai did not have a child in front of the saw, they can imitate it.
Children between the ages of three and seven more to emulate adults. This time the attention of the appropriate and adequate time should be given.
Child psychologist and former professor of the department of psychology at the University of dilaruba Afroza said, is the importance of a child's emotions. Baby fight the practice, others spit in the habit of talking nonsense, but he learned from his surroundings. If the surroundings are sisubandhaba, then the problem will be reduced.
Experts think, learn some of the negative prabhabei the family. The constant hassle of adults - are involved in disputes, we do not respect, then it sikhabei child. The child's mother marale people do - but I would not rule him entertain. It is also not correct. Children will mean, not just what he has done. For the first mother - parents and family members will be able to modify the behavior. I will give children to read good books. The story can be heard before sleeping. Something can not be shown on TV too much hassle or adults. Even people who do not learn something from him, I would make sure that would be negative. This training will give you the man. In front of the child's behavior that is not, which makes him birpayasta.

Without cause difficulties for the children scream, cry or accessories chorachuri the three - four minutes is not cold. Avoid the issue. Explain to him that he put in front of you. Then gradually convinces him to do. It can take anywhere around the baby. I will refer to him slowly. Only the mother - not the father, skulerao role here. That the child's behavior, they may be particularly counseling.

No comments:

Post a Comment