The age of the wheel opposite!
Who does not want to turn the wheel as opposed to age? Ray is famous - that - the - the - the - the character of old takai not wanted to die, so the 39 -'s after the age would be reduced. In fact, some scientists still could not do it is, however, a group of American researchers claim that they have identified parts of the brain that, which regulates the body's growth, for example, the older an important role in the process. Nature magazine published an article by the scientists, the test rats had brain chemical bastugulote haipothyalamase found that many older heraphera process has been slow, it has been increasing its speed. The researcher, who has led the team, he said. Bibisike dansei Kai said, as well as increase the life span of the mice they have done, they have been able to increase their physical capabilities of many. Along with the older crowd is almost anibaryabhabe body types Diseases, also known as the. Interestingly, the aging process is slow, if the scientists are believed to be kabu of senile diseases. Experiments on rats showed that the human body has a chemical test run hypothalamus is left. However, much of this research is to encourage scientists to think that they are doing it, bayasake to put their hands is the key.
বয়সের চাকা উল্টো পথে!
বয়সের চাকা উল্টোদিকে ঘুরিয়ে দিতে কে না চায়? সুকুমার রায়ের বিখ্যাত হ-য-ব-র-ল-র চরিত্র তকাই বুড়ো হয়ে মরতে চাইত না, কাজেই সে ৩৯-এর পরই আবার বয়স কমিয়ে দিতে পারত। বিজ্ঞানীরা বাস্তবে এখনো সে রকম কিছু করতে পারেননি বটে, তবে আমেরিকার একদল গবেষক দাবি করছেন, তাঁরা মস্তিষ্কের এমন একটা অংশকে চিহ্নিত করতে পেরেছেন, যেটা শরীরের বৃদ্ধিকে যেমন নিয়ন্ত্রণ করে, তেমনি বয়স বাড়ার প্রক্রিয়াতেও এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নেচার সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে এই বিজ্ঞানীরা লিখেছেন, ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে তাঁরা দেখেছেন মস্তিষ্কের হাইপোথ্যালামাসে খুঁজে পাওয়া রাসায়নিক বস্তুগুলোতে নানারকম হেরফের করে বয়স বাড়ার প্রক্রিয়াকেও মন্থর করে ফেলা যায়, কিংবা বাড়িয়ে দেওয়া যায় তার গতি। এই গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন যিনি, সেই ড. ডংশেই কাই বিবিসিকে বলেন, এর মাধ্যমে তারা ইঁদুরের আয়ু যেমন বাড়াতে পেরেছেন, তেমনি তাদের শারীরিক সক্ষমতাও অনেক বৃদ্ধি করা সম্ভব হয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই প্রায় অনিবার্যভাবে শরীরে ভিড় করতে থাকে নানা ধরনের রোগব্যাধি, সেটাও সবার জানা। মজার ব্যাপার হলো, বার্ধক্যের প্রক্রিয়াটা মন্থর করে দেওয়া গেলে এই সব বার্ধক্যজনিত রোগকেও অনেকটাই কাবু করা যাবে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। ইঁদুরের ওপর পরীক্ষা সফল হলেও মানুষের শরীরে এখনো হাইপোথ্যালামাসের রাসায়নিক নিয়ে পরীক্ষা চালানো বাকি আছে। কিন্তু এই গবেষণা বিজ্ঞানীদের এতটাই উৎসাহিত করেছে যে তাঁরা অনেকেই মনে করছেন, বয়সকে জব্দ করার চাবিকাঠি তাঁদের হাতে চলে আসছে।
Who does not want to turn the wheel as opposed to age? Ray is famous - that - the - the - the - the character of old takai not wanted to die, so the 39 -'s after the age would be reduced. In fact, some scientists still could not do it is, however, a group of American researchers claim that they have identified parts of the brain that, which regulates the body's growth, for example, the older an important role in the process. Nature magazine published an article by the scientists, the test rats had brain chemical bastugulote haipothyalamase found that many older heraphera process has been slow, it has been increasing its speed. The researcher, who has led the team, he said. Bibisike dansei Kai said, as well as increase the life span of the mice they have done, they have been able to increase their physical capabilities of many. Along with the older crowd is almost anibaryabhabe body types Diseases, also known as the. Interestingly, the aging process is slow, if the scientists are believed to be kabu of senile diseases. Experiments on rats showed that the human body has a chemical test run hypothalamus is left. However, much of this research is to encourage scientists to think that they are doing it, bayasake to put their hands is the key.
বয়সের চাকা উল্টো পথে!
বয়সের চাকা উল্টোদিকে ঘুরিয়ে দিতে কে না চায়? সুকুমার রায়ের বিখ্যাত হ-য-ব-র-ল-র চরিত্র তকাই বুড়ো হয়ে মরতে চাইত না, কাজেই সে ৩৯-এর পরই আবার বয়স কমিয়ে দিতে পারত। বিজ্ঞানীরা বাস্তবে এখনো সে রকম কিছু করতে পারেননি বটে, তবে আমেরিকার একদল গবেষক দাবি করছেন, তাঁরা মস্তিষ্কের এমন একটা অংশকে চিহ্নিত করতে পেরেছেন, যেটা শরীরের বৃদ্ধিকে যেমন নিয়ন্ত্রণ করে, তেমনি বয়স বাড়ার প্রক্রিয়াতেও এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নেচার সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে এই বিজ্ঞানীরা লিখেছেন, ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে তাঁরা দেখেছেন মস্তিষ্কের হাইপোথ্যালামাসে খুঁজে পাওয়া রাসায়নিক বস্তুগুলোতে নানারকম হেরফের করে বয়স বাড়ার প্রক্রিয়াকেও মন্থর করে ফেলা যায়, কিংবা বাড়িয়ে দেওয়া যায় তার গতি। এই গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন যিনি, সেই ড. ডংশেই কাই বিবিসিকে বলেন, এর মাধ্যমে তারা ইঁদুরের আয়ু যেমন বাড়াতে পেরেছেন, তেমনি তাদের শারীরিক সক্ষমতাও অনেক বৃদ্ধি করা সম্ভব হয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই প্রায় অনিবার্যভাবে শরীরে ভিড় করতে থাকে নানা ধরনের রোগব্যাধি, সেটাও সবার জানা। মজার ব্যাপার হলো, বার্ধক্যের প্রক্রিয়াটা মন্থর করে দেওয়া গেলে এই সব বার্ধক্যজনিত রোগকেও অনেকটাই কাবু করা যাবে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। ইঁদুরের ওপর পরীক্ষা সফল হলেও মানুষের শরীরে এখনো হাইপোথ্যালামাসের রাসায়নিক নিয়ে পরীক্ষা চালানো বাকি আছে। কিন্তু এই গবেষণা বিজ্ঞানীদের এতটাই উৎসাহিত করেছে যে তাঁরা অনেকেই মনে করছেন, বয়সকে জব্দ করার চাবিকাঠি তাঁদের হাতে চলে আসছে।
No comments:
Post a Comment