Why are so blessed to সনাতনধর্মাবলম্বীদের basil plants? / Why is the home of basil plants?
Basil (Tulsi / Holy Basil / thai Krapho) birut of aromatic plant belonging to the Lamiaceae family's scientific name is Ocimum sanctum (sanctum of the holy place). For thousands of years, and Radha Krishna Tulsi usually get these two types of basil has been worshiped as a symbol of the sanctity of the home's back religious, environmental and scientific reasons.
The reason: ব্রহ্মবৈবর্তপুরাণে tulasike sitasbarupa, skandapurane laksisbarupa, carkasanhitaya Vishnu as land, protecting the environment and our Bishnupriya, rkabede Kalyani said. The god Vishnu in Tulsi debike pabitra brnda Terming the service said.
Environmental causes: the test found that the plant tulasigacha twenty four hours of the day and night, the air is pure oxygen is supplied to the plant during the night than any other night of the carbon dioxide leaving the tulasitalaya night sleep is also beneficial for a person. Corrosion-proof and basil plants in the ground tulasigacha It keeps mosquitoes away from insects and snakes grids.
Scientific and health reasons:
* Tulasite Eugenol greater quantities because it works as a Cox-2 Inhibitor byathanasaka as it used to be.
* Hypoglycemic drugs basil playing with the type of the disease diabetes glucose levels rapidly decrease.
* Radioactivity kosasamuhake repair the damage.
* Carbijanita heart of the anti-oxidant role.
* Tulsi's ekaserao Phytochemicals (such as oleanolic acid, beta caryophyllene, etc.) are used to carry the treatment of cancer.
* Basil extract ayalakohalika Immune system's ability to prevent disease increases.
* Basil and smrtibardhaka snayutanika.
* Sbasanatantrera bibhinnaroga such as bronchitis, influenza, asthma, etc. niramayaka disease.
* Runny nose, cough, fever, vomiting, dayariya, cholera, kidney stones, facial alasarasaha various diseases of the eye, it is used as medicine.
* Create tuthapesta of dental disease is palliative.
তুলসী গাছ কেন সনাতনধর্মাবলম্বীদের কাছে এত পবিত্র ? / হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকে কেন ?
তুলসী (Tulsi/Holy Basil/ thai Krapho) একটি Lamiaceae family এর অন্তর্গত সুগন্ধি বীরুত্ জাতীয় উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম Ocimum sanctum (sanctum অর্থ পবিত্র স্থান) । হাজার হাজার বছর ধরে সাধারণত কৃষ্ণ ও রাধা তুলসী এই দুই প্রকারে প্রাপ্ত তুলসী হিন্দু গৃহে পবিত্রতার প্রতীক হিসেবে পূজিত হয়ে আসছে যেহেতু এর পিছনে রয়েছে ধর্মীয় ,পরিবেশগত ও বৈজ্ঞানিক কারণ ।
ধর্মীয় কারণ :ব্রহ্মবৈবর্তপুরাণে তুলসীকে সীতাস্বরূপা ,স্কন্দপুরাণে লক্ষীস্বরূপা,চর্কসংহিতায় বিষ্ণুর ন্যায় ভুমি,পরিবেশ ও আমাদের রক্ষাকারী বলে বিষ্ণুপ্রিয়া ,ঋকবেদে কল্যাণী বলা হয়েছে । স্বয়ং ভগবান বিষ্ণু তুলসী দেবীকে পবিত্রা বৃন্দা বলে আখ্যায়িত করে এর সেবা করতে বলেছেন।
পরিবেশগত কারণ : পরীক্ষা করে দেখা গেছে যে তুলসীগাছ একমাত্র উদ্ভিদ যা দিন রাত চব্বিশ ঘণ্টা অক্সিজেন সরবরাহ করে বায়ু বিশুদ্ধ রাখে যেখানে অন্য যেকোন গাছ রাত্রিতে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে তাই রাতের বেলাতে তুলসীতলায় শয়ন করাও ব্যক্তির জন্য উপকারী।এছাড়া তুলসীগাছ ভুমি ক্ষয় রোধক এবং তুলসী গাছ লাগালে তা মশা কীটপতঙ্গ ও সাপ থেকে দূরে রাখে।
বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত কারণ:
*তুলসীতেEugenolঅধিক পরিমাণে থাকায় তা Cox-2 Inhibitorরূপে কাজ করে বলে তা ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়।
*Hypoglycemic drugs এর সাথে তুলসী খেলে তা টাইপ ২ ডায়াবেটিস রোগে দ্রুত গ্লুকোজের মাত্রা কমিয়ে দেয়।
*তেজস্ক্রিয়তার ফেলে ক্ষতিগ্রস্থ কোষসমুহকে মেরামত করে।
*চর্বিজনিত হৃদরোগে এন্টি অক্সিডেন্টের ভুমিকা পালন করে।
*তুলসী একশেরও বেশি Phytochemicals(যেমন oleanolic acid ,beta caryophyllene ইত্যাদি)বহন করে বলে ক্যান্সার চিকিত্সায় ব্যবহৃত হয়।
*তুলসীর অ্যালকোহলিক নির্যাস Immune system এর রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বৃদ্ধি করে।
*তুলসী স্নায়ুটনিক ও স্মৃতিবর্ধক।
*শ্বসনতন্ত্রের বিভিন্নরোগ যেমন ব্রঙ্কাইটিস, ইনফ্লুয়েঞ্জা ,হাঁপানি প্রভৃতি রোগের নিরাময়ক।
*সর্দি ,কাশি, জ্বর, বমি, ডায়ারিয়া ,কলেরা ,কিডনির পাথর ,মুখের আলসারসহ চোখের বিভিন্ন রোগে ইহা ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।
*দাঁতের রোগে উপশমকারী বলে টুথপেস্ট তৈরিতে ব্যবহার করা হয়।
No comments:
Post a Comment